PM Rozgar Mela: প্রধানমন্ত্রী রোজগার মেলা, দারুন সুযোগ! কোথায় ও কবে হবে? অনলাইনে দেখে নিন

PM Rozgar Mela 2024 Westbengal

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর খুবই শীঘ্রই অক্টোবর মাসেই আয়োজিত হতে চলেছে প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪। যেসকল চাকরি প্রার্থী বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এ মাসেই।

   

রোজগার মেলা ২০২৪ এর মাধ্যমে দেশ জুড়ে প্রায় ৫১,০০০ কর্মী বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। কোথায় প্রধানমন্ত্রী রোজগার মেলা আয়োজিত হবে? কত তারিখে আয়োজিত হবে? এবং কারা এই রোজগার মেলায় অংশগ্রহণ করতে পারবে? জানাবো আজকের এই প্রতিবেদনে।

PM Rozgar Mela: প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪

প্রধানমন্ত্রী রোজগার মেলার মাধ্যমে পুরো দেশ জুড়ে প্রায় ৫১,০০০ নতুন কর্মী বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সকল চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিভাগে পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে রয়েছে তাদের প্রধানমন্ত্রী রোজগার মেলা থেকে সরাসরি জয়নিং লেটার দেওয়া হবে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই প্রধানমন্ত্রী রোজগার মেলা ইভেন্টটি সম্পন্ন হবে।

কারা অংশগ্রহণ করতে পারবে?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে ইন্টারভিউ সবকিছুতেই পাস করে জয়েনিং এর জন্য অপেক্ষা করে রয়েছে। শুধুমাত্র সেই সকল প্রার্থীদেরই প্রধানমন্ত্রী রোজগার মেলায় অংশগ্রহণ করতে পারবে। এবং অংশগ্রহণকারী প্রার্থীদের প্রধানমন্ত্রী রোজগার মেলার মাধ্যমে সরাসরি নিয়োগপত্র (Joining Letter) তুলে দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা

PM Rojgaar Mela Online Process (অনলাইন পদ্ধতি)

অনলাইন ওয়েবকাস্টের মাধ্যমে যে সকল চাকরিপ্রার্থীদের রোজগার মেলা ইভেন্টে সম্পন্ন করা হবে তাদের মোবাইল নাম্বারে একটি মেসেজ আগে থেকেই দেওয়া হবে এবং সেই মেসেজের মধ্যেই প্রধানমন্ত্রী রোজগার মেলা ওয়েবকাস্টের লিংক এবং রোজগার মেলা ইভেন্টে কখন সম্পন্ন হবে তার তারিখ এবং সময় দেওয়া থাকবে।

নির্বাচিত চাকরিপ্রার্থীরা সরাসরি সেই ওয়েবকাস্ট লিংকে ক্লিক করে প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪ ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। এরপর চাকরিপ্রার্থীদের Email এ নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগ পত্র বাড়িতে পাঠিয়ে দেওয়া হতে পারে।

PM Rojgaar Mela (অফলাইন পদ্ধতি):

দেশের প্রতিটি রাজ্যেই বিভিন্ন সেন্টারে অফলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী রোজগার মেলা যোজনার আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে যে সকল চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হয়েছে তাদের রোজগার মেলার কিছুদিন আগে থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে কোথায় যেতে হবে? এবং কোন সময় কত তারিখে যেতে হবে? সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী রোজগার মেলার মাধ্যমে সমস্ত চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

অবশ্যই দেখবে: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন!

কবে ও কোথায় প্রধানমন্ত্রী রোজগার মেলা অনুষ্ঠিত হবে?

আগামী ২৯ শে অক্টোবর, ২০২৪ মঙ্গলবার দেশের সমস্ত রাজ্যে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪। এইদিন অনলাইনে ওয়েবকাস্টটি শুরু হবে সকাল ১০:৩০ থেকে এবং অফলাইন সেন্টারগুলিতেও ঠিক একই সময়ে প্রধানমন্ত্রী রোজগার মেলা ইভেনটি শুরু হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটি জায়গায় প্রধানমন্ত্রী রোজগার মেলা ২০২৪ অনুষ্ঠিত হবে (১) কলকাতা ও (২) খড়গপুর। রোজগার মেলা অনুষ্ঠানের একদম সঠিক স্থান অর্থাৎ সেন্টারের নাম চাকরিপ্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload Pdf
“প্রধানমন্ত্রীর রোজগার মেলা ২০২৪” ওয়েব কাস্ট লিংক https://pmindiawebcast.nic.in/

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram