GDS Document Verification: কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় যেতে হবে? সবকিছু দেখে নাও

GDS 1st DV

যে সকল ছাত্রছাত্রীরা ২০২৪ সালের পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে যে সকল ছাত্র-ছাত্রীরা নির্বাচিত তাদের রেজাল্ট প্রকাশের ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে কারণ পোস্ট অফিসের এই নিয়োগের ক্ষেত্রে কোন রকম পরীক্ষা নেওয়া হয় না আবেদন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হয়।

   

 আজকের এই প্রতিবেদনে জানাবো GDS এই নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করাতে হবে? ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নির্বাচিত প্রার্থীদের কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে? এবং আবেদনের সময় কোন কিছু ভুল হয়ে থাকলে কি করতে হবে বা কোন প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে ভুলে গেলে কি হবে? অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

Post Office GDS Documents Verification: ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ এবং স্থান

গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত আবেদনকারীদের মোবাইল নাম্বার এবং ইমেইল আইডিতে একটি মেসেজ আসবে, সেই মেসেজটিতে ডকুমেন্ট ভেরিফিকেশন স্থান এবং কতদিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে সেই তারিখও দেওয়া থাকবে।

কিন্তু টেকনিকাল সমস্যার কারণে মেসেজ নাও আসতে পারে তাই অবশ্যই GDS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি যে সার্কেলে আবেদন করেছিল সেই মেরিট লিস্টে ডাউনলোড করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে যে তুমি গ্রামীণ ডাক সেবক পদের জন্য নির্বাচিত হয়েছ কিনা। এরপর ওই মেরিট লিস্টের মধ্যে দেওয়া থাকবে কোথায় গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং কত তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে‌ হবে।

ডকুমেন্ট ভেরিফিকেশনের নিয়ম 

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আবেদনকারীর আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে তার অরিজিনাল ডকুমেন্টের সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। 

  • নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে নইলে আবেদনপত্র বাতিল করা হবে। 
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঙ্গে করে নিয়ে যেতে হবে। 
  • ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ফেরত নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের Successful রশিদ সংগ্রহ করতে হবে।

বিস্তারিত জেনে রাখুন: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও

ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি নিয়ে যেতে হবে? 

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি অরিজিনাল এবং দু কপি জেরক্স নিয়ে যেতে হবে। 

  • মাধ্যমিকের মার্কশিট, এডমিট কার্ড ও সার্টিফিকেট।
  • আইডেন্টিটি প্রুফ (যেমন: আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি) 
  • কাস্ট সার্টিফিকেট 
  • PWD সার্টিফিকেট (যদি থাকে)
  • EWS সার্টিফিকেট (যদি থাকে)
  • Transgender সার্টিফিকেট (যদি থাকে)
  • জন্ম তারিখের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড) 
  • ৪ থেকে ৫ কপি রঙিন পাসপোর্ট সাইট ফটোগ্রাফ। 
  • মেডিকেল সার্টিফিকেট (সরকারি যেকোন হাসপাতাল বা হেলথ সেন্টার থেকে সংগ্রহ করতে হবে)।‌ মেডিকেল সার্টিফিকেটের ফরমেট নিচে দেওয়া হয়েছে, অবশ্যই সেখান থেকে ফরমেটটি ডাউনলোড করে নাও।

এক্ষেত্রে রাজ্যের কার সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে কেন্দ্রের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ OBC NCL ও Central SC/ST সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই এখনো যদি কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট করানো না থাকে তাহলে যত শীঘ্র সম্ভব  সার্টিফিকেট বানিয়ে নাও।

অবশ্যই পড়ুন » Central SC/ST/OBC সার্টিফিকেট কি করে বানাবেন? কোথায় ফর্ম পাবেন, কি কি লাগবে? সব কিছু জেনে নিন

কোন ডকুমেন্ট নিয়ে যেতে ভুলগেলে কি করবে?

যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যেতে ভুলে যাও সেক্ষেত্রে আবেদনকারীকে বাতিল করে দেওয়া হবে না এর জন্য আবেদনকারীকে একটি ফরম ফিলাপ (Annexure II) করতে হবে। এক্ষেত্রে ওই ডকুমেন্টটি 15 দিনের মধ্যেই সাবমিট করতে হবে। এই ফর্মটির পিডিএফ নিচে দেওয়া হয়েছে।

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যাও তাহলে (Annexure III) এই ফর্মটি ফিলাপ করতে হবে। এক্ষেত্রেও এই ডকুমেন্টটি 15 দিনের মধ্য জমা করতে হবে। নিচে এই ফর্মটির পিডিএফ দেওয়া হয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও।

আবেদনের সময় কোন ভুল থাকলে কি করতে হবে?

আবেদন করার সময় যদি কোন ছোটখাটো নামের ভুল হয়ে থাকে যেমন: আবেদনকারীর নামের ভুল, বাবা মায়ের নামের ভুল তাহলে চিন্তা করার কোনো কারণ নেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটি ঠিক করতে পারবে এর জন্য অবশ্যই একটি ফর্ম ফিলাপ (Annexure IV) করতে হবে। নিচে এই  ফর্মটিরো ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: GDS Result 2024 Merit List PDF: পোস্ট অফিস মেরিট লিস্ট প্রকাশিত! ডাউনলোড করে নাম চেক করে নিন

GDS Document Varification 2024 (গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমূহ)
Medical Certificate Format Download Format 
Annexure IIDownload Pdf 
Annexure IIIDownload Pdf 
Annexure IVDownload Pdf 

এছাড়াও জানিয়ে রাখি আধার নাম্বার পূরণ করার সময় যদি কোন ভুল করে থাকো বা আধার নাম্বার যদি পূরণ না করে থাকো সেক্ষেত্রে কোন অসুবিধা হবে না। কারণ আধার নাম্বার দেওয়া অপশনাল, সে ক্ষেত্রে আধার নাম্বার ভুল হোক বা আধার নাম্বার যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে কোন সমস্যা হবে না। 

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram