WB GDS 2025: পরীক্ষা ছাড়া পোস্ট অফিসে চাকরি! মাধ্যমিক পাশে ২১,৪১৩ শূন্যপদে ডাক সেবক নিয়োগ

Anjan Mahata

Published on:

India Post GDS Recruitment 2025

Post Office GDS Recruitment January 2025: দেশের সমস্ত যুবক-যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর ইতিমধ্যেই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন শুরু হয়ে গিয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক খুব শীঘ্রই আবেদন সেরে ফেলুন।

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া কত দিন চলবে? আবেদন করার সময় কোন রকম ভুল হলে সেটি কত দিনের মধ্যে কারেকশন করতে পারবে এবং অবশেষে আবেদনের ডাইরেক্ট লিংক ও অফিসিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া রয়েছে।

Post Office GDS Recruitment January 2025: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ

গত ৭ ফেব্রুয়ারি 2025 ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি (GDS Online Engagement Schedule-I, January 2025) প্রকাশ করা হয়েছে। গতবারের ন্যায় এবারেও GDS নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার এর ভিত্তিতে করা হবে এর জন্য কোন রকম পরীক্ষা দিতে হবে না।

মোট শূন্যপদ (Total Vacancy)

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে পুরো দেশজুড়ে ২১,৪১৩ টি শুন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের শুধুমাত্র (WB Domicile) ৮৭৬ টি শুন্য পদ রয়েছে। নিচে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ দেওয়া রয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই এই লিস্টটি দেখে নিও।

জেলার নামমোট শূন্যপদUROBCSCSTEWSPWD
আসানসোল12523111
বাঁকুড়া 47171012251
বারাসাত61251214433
ব্যারাকপুর7600100
বারুইপুর93461820621
বীরভূম431999222
বর্ধমান71411312410
কোন্টাই4318910141
কোচবিহার221524100
দক্ষিণ দিনাজপুর14723110
দার্জিলিং20945020
হুগলি নর্থ18933111
হুগলি সাউথ211434000
হাওড়া4218910221
জলপাইগুড়ি381888220
কলকাতা RMS ডিভিসন5211010
মালদা311277230
মেদিনীপুর53141513353
মুর্শিদাবাদ100402223645
নদিয়া নর্থ21845220
নদিয়া সাউথ14822020
পুরুলিয়া5123118540
RMS H Divn1001000
RMS SB Divn310101
RMS SG Divn1001000
সাউথ কলকাতা4211000
তমলুক241434210
উত্তর দিনাজপুর251166110

অবশ্যই দেখবে: GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও

আবেদনের সময়সীমা

পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া গত ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ২০ দিন আবেদন শেষ হচ্ছে আগামী ৩ই মার্চ ২০২৫ তারিখ

ActivitiesSchedule
Registration and Submission of Online Application১০ই ফেব্রুয়ারি, ২০২৫ থেকে ৩ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত।
Edit/Correction Window৬ই মার্চ, ২০২৫ তারিখ থেকে ৮ই মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া (Application Process)

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক ( GDS) এর অফিসিয়াল ওয়েবসাইটindiapostgdsonline.gov.in

আরো দেখুন: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram