পোস্ট অফিস (Post Office) আজও ভারতীয় যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। একদিকে যেমন এটি চিঠি, পার্সেল ও বিভিন্ন সরকারি নথিপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে, অন্যদিকে বিভিন্ন আর্থিক পরিষেবাও প্রদান করে থাকে যেমন সেভিংস স্কিম, পেনশন, ইন্স্যুরেন্স ইত্যাদি।
কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি সুনামযুক্ত চাকরি পোস্ট অফিসে চাকরি। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি মানেই হলো একটি সম্মানজনক ও স্থায়ী সরকারি কর্মসংস্থান। তাই আজকের এই প্রতিবেদনে আমরা জানবো কীভাবে পোস্ট অফিসে চাকরি পাওয়া যায়, কী কী পদে নিয়োগ হয়, কী যোগ্যতা লাগে, কী পরীক্ষা দিতে হয় এবং কত বেতন পাওয়া যায়।
পোস্ট অফিসে কী কী চাকরি হয়? (Post Office Jobs A-Z)
পোস্ট অফিসে সাধারণত কয়েকটি প্রধান পদে নিয়োগ হয়। যেমন:
- গ্রামীণ ডাক সেবক (GDS)
- পোস্টম্যান / মেল গার্ড
- মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)
- Postal Assistant (PA) / Sorting Assistant (SA)
- Inspector of Post (উচ্চপদস্থ পদ)
যোগ্যতা ও শিক্ষাগত শর্ত (Eligibility Criteria)
নিচে শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত কি শর্ত বা দক্ষতা লাগবে সেগুলো উল্লেখ করা হলো তবে প্রত্যেকটি পদেই ভারতীয় নাগরিক প্রার্থী যোগ্য, এবং সংশ্লিষ্ট প্রার্থীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।
পদ | শিক্ষাগত যোগ্যতা | অতিরিক্ত শর্ত |
---|---|---|
গ্রামীণ ডাক সেবক (GDS) পোস্টমাস্টার ও পিয়ন | মাধ্যমিক (১০ম শ্রেণি) | স্থানীয় ভাষা ও কম্পিউটার জ্ঞান |
পোস্টম্যান / MTS | মাধ্যমিক | স্থানীয় ভাষা জানতে হবে |
পোস্টাল ক্লার্ক সহকারি | উচ্চমাধ্যমিক | কম্পিউটার ও টাইপিং দক্ষতা |
Postal Assistant | গ্র্যাজুয়েশন | টাইপিং দক্ষতা জরুরি |
Inspector of Post | গ্র্যাজুয়েশন | UPSC/SSC মাধ্যমে নিয়োগ |
SSC MTS -এর মাধ্যমে নিয়োগ
SSC বা Staff Selection Commission – আয়োজিত MTS পরীক্ষার মাধ্যমে প্রায় প্রতিবছরই পোস্ট অফিসে কর্মী নিয়োগ হয়ে থাকে। প্রতিবছর মোটামুটি জানুয়ারি মাসে এই পরীক্ষার জন্য নোটিফিকেশন বের হয়।
যোগ্যতা: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে।
তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই পরীক্ষাটি Paper 1 এবং Paper 2 এই দুটি ভাগে হয়ে থাকে। Paper 1 – এ পাশ করলে তবেই Paper 2 – এর exam – এ দেওয়ার সুযোগ পাওয়া যায়। বেতনের কথা বললে এক্ষেত্রে 30,000 টাকার আশপাশ থেকে বেতন শুরু হয়ে থাকে।
SSC CHSL-এর মাধ্যমে Postal Assistant পদে নিয়োগ
তোমাদের প্রথমেই বলে রাখি এটিও Staff Selection Commission – আয়োজিত পরীক্ষা।এই পরীক্ষার মাধ্যমে Postal Assistant পদে নিয়োগ করা হয়।
যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
এই পরীক্ষাটি 03 টি ধাপে হয়ে থাকে, যথা – Tier 1 এবং Tier 2 এবং Tier 3; প্রসঙ্গত তোমাদের সুবিধার্থে বলে রাখি Tier 3 – এর Exam – এ সংশ্লিষ্ট প্রার্থীদের Skill Test এবং Typing Test নেওয়া হয়। বেতনের কথা বললে এক্ষেত্রে যোগদানের শুরুতেই 37,000 – 40,000 টাকার আশপাশে বেতন শুরু হয়।
SSC CGL – এর মাধ্যমে Inspector Of Post পদে নিয়োগ
অন্যান্য পরীক্ষার মতোই SSC আয়োজিত এই পরীক্ষা প্রায় প্রত্যেক বছরই হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে Inspector Of Post পদে নিয়োগ হয়। কমবেশি প্রত্যেক বছরের December মাসেই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে।
যোগ্যতা: সংশ্লিষ্ট প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে UGC স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে থেকে স্নাতক হতে হবে।
এই পরীক্ষাটি যথা – Tier 1 এবং Tier 2, এরপরে সংশ্লিষ্ট প্রার্থীদের Skill Test এবং Typing Test নেওয়া হয়। বেতনের কথা বললে এক্ষেত্রে যোগদানের শুরুতেই 60,000 – 80,000 টাকার আশপাশে বেতন শুরু হয়।
দেখে নিন: SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ (GDS)
তোমাদের বলে রাখি ভারতীয় ডাক বিভাগের এই পদে নিয়োগের জন্য কোনরকম পরীক্ষা নেওয়া হয় না। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং বয়সের ভিত্তিতে এই পদে নিয়োগ করা হয়।
যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
এক্ষেত্রে ডাক সেবক, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার এই তিনটি পদ হয়ে থাকে। এক্ষেত্রে যোগদানের পর মোটামুটি 10,000-15,000 টাকার আশেপাশে বেতন দেওয়া হয়।
বিস্তারিত দেখো: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন!
Postman Mail Guard পদে নিয়োগ
ভারতীয় ডাক বিভাগের Postman Mail Guard নিয়োগের ক্ষেত্রে যে যে যোগ্যতা চাওয়া হয় সেগুলি হল –
যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
প্রথমত তোমাদের বলে রাখি এই পদে যোগদানের জন্য Online Based পরীক্ষা নেওয়া হয় এবং এই পদে যোগদানের পর মোটামুটি 33,000 – 37,000 টাকার আশেপাশে বেতন দেওয়া হয়।
আরো দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা
পোস্ট অফিসে চাকরি মানে শুধু একটা চাকরি নয়, বরং একটি সুরক্ষিত ভবিষ্যৎ। সরকারি চাকরির সবরকম সুযোগ-সুবিধা ছাড়াও সামাজিক মর্যাদা এবং স্ট্যাবিলিটির দিক থেকে একটি দুর্দান্ত। তাই অবশ্যই নিজের যোগ্যতা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নাও, আর নিজের সাফল্যের দিকে এগিয়ে চলো – EduTips সর্বদা তোমাদের পাশে রয়েছে, সমস্ত ভাবে সহযোগিতার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »