সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা চাই বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি কয়েকটি বেসরকারি স্কলারশিপে (Private Scholarship Westbengal) আবেদন করতে। সরকারি স্কলারশিপে আবেদন করার জন্য যেরকম সরকারের পোর্টাল রয়েছে কিন্তু বেসরকারি স্কলারশিপে সেরকম নির্দিষ্ট থাকে না। তাই স্কলারশিপ প্রদানকারী সংস্থাগুলি তাদের স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ প্রদানকারী পোর্টালের সঙ্গে হাত মিলিয়ে থাকে।
বিভিন্ন সংস্থা ও কর্পোরেট কোম্পানিগুলি বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টাল ও Buddy4Study স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। এই ওয়েবসাইটগুলো ছাড়াও আরো কয়েকটি ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন বেসরকারি স্কলারশিপের আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবে।
Private scholarship West Bengal: ছাত্র-ছাত্রীদের জন্য সেরা প্রাইভেট স্কলারশিপ ওয়েবসাইট
বেসরকারি স্কলারশিপে আবেদন করতে এবং বেসরকারি স্কলারশিপ সম্পর্কে তথ্য পেতে যে ওয়েবসাইটগুলি ছাত্র-ছাত্রীদের সাহায্য করবে এরকম ৫টি ওয়েবসাইট নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা আলোচনা করা হয়েছে।
Buddy4Study স্কলারশিপ পোর্টাল
Buddy4Study স্কলারশিপ পোর্টাল থেকে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বড় বড় কর্পোরেট ও কোম্পানির দেওয়া স্কলারশিপগুলিতে আবেদন করতে পারবে এবং এই পোর্টাল থেকে ছাত্রছাত্রীরা সমস্ত স্কলারশিপের ডিটেলস তথ্য পেয়ে যাবে।
এই পোর্টাল থেকে আবেদন করার পর ছাত্রছাত্রীরা এই ওয়েবসাইট থেকে স্কলারশিপের স্ট্যাটাস এবং মেরিট লিস্ট তথা রেজাল্ট চেক করতে পারবে। Buddy4Study স্কলারশিপ পোর্টালের সুবিধা ও অসুবিধা বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
দেখে নাও: Buddy4Study Scholarship Portal: প্রাইভেট স্কলারশিপ টাকা পেতে অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও!
বিদ্যাসারথী Vidyasarathi স্কলারশিপ পোর্টাল
বিভিন্ন সংস্থা এবং NGO এর তরফ থেকে যে সকল বেসরকারি স্কলারশিপ দেওয়া হয় সেই সমস্ত স্কলারশিপগুলিতে এই পোর্টাল থেকে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং এই পোর্টাল থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন বেসরকারি স্কলারশিপের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। পরবর্তীতে মেরিট লিস্ট এবং রেজাল্ট ছাত্র-ছাত্রীরা এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে।
- বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টাল: Vidyasaarathi
ন্যাশনাল স্কলারশিপ NSP পোর্টাল
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হল সরকারি ও আধাসরকারি একাধিক স্কলারশিপের সমাহার একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরের ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা স্কলারশিপ রয়েছে। যখন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ, খেলোয়াড় ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ এবং নির্দিষ্ট কোন কোর্সে পাঠরত পড়ুয়াদের জন্য স্কলারশিপ সহ আরো অনেক স্কলারশিপের সুবিধা ছাত্র-ছাত্রীরা এই পোর্টাল থেকে পেয়ে যাবে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল: NSP ↗
EduTips বাংলা আপডেট পোর্টাল
এরপর সর্বশেষ যে পোর্টাল বা ওয়েবসাইটের কথা বলব সেটি তোমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের নং ১ এডুকেশন পোর্টাল EduTips বাংলা। এই পোর্টাল থেকে ছাত্রছাত্রীরা সমস্ত সরকারি ও বেসরকারি স্কলারশিপ এর আপডেট একসঙ্গে হাতের মুঠোয় পেয়ে যাবে।
- পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য: প্রাইভেট স্কলারশিপ
কোন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবে? সমস্ত গাইড ছাত্র-ছাত্রীরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।
অবশ্যই এই পোস্টটি ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে। এই পোর্টালগুলোতে অবশ্যই নিজেরা রেজিস্ট্রেশন এবং ফলো করে রাখবে, কখন কি আপডেট আসছে সেগুলোর ব্যাপারে জানার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »