PSC Clerkship cut off 2024: কত নাম্বার পেলে পাশ করবে? সম্ভাব্য Safe Score কত হবে দেখে নিন

PSC Clerkship cut off 2024

PSC Clerkship Expected cut off 2024: পরীক্ষা শেষে সবার মনে একটাই প্রশ্ন যে cut off কত যাবে! আমি কি পাস করব? আমি কি Part II অর্থাৎ মেনস এর জন্য প্রস্তুতি নেবো? এই প্রশ্নগুলো যেকোনো aspirant এর মনে আসা টা খুব স্বাভাবিক। এছাড়াও‌ কিছু পরীক্ষার্থী cut off নিয়ে আলোচনা করলে হাসাহাসি করে। এক্ষেত্রে জানিয়ে রাখি প্রতিটা পরীক্ষা দেওয়ার পর অবশ্যই সম্ভাব্য cut off কত হতে পারে এ নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনা করা দরকার আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য।

   

কিন্তু যেকোন পরীক্ষার পর সেই পরীক্ষার Cut off অনুমান করা খুবই কঠিন। আর PSC Clerkship 2024 এর মতো পরীক্ষা, যেখানে প্রশ্নপত্র বাড়ি আনতে দেওয়া হয়নি সেক্ষেত্রে বাড়িতে এসে কাট অফ ক্যালকুলেশন করা আরো বেশি কঠিন হয়ে পড়ে। আজকের এই প্রতিবেদনে PSC Clerkship পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে PSC Clerkship cut off 2024 সম্পর্কে আলোচনা করা হয়েছে।

পরীক্ষার Cut Off কি কি বিষয়ের উপর নির্ভর করে

চাকরির প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলির Cut Off বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে।

  • প্রথমত পরীক্ষার কাট অফ নির্ভর করে পরীক্ষার ধরণ এবং পরীক্ষার প্রশ্নের মানের উপর।
  • এছাড়াও কত পদে নিয়োগ করা হবে এবং তার জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেটির উপরেও পরীক্ষার কাট অফ নির্ভর করে।
  • এছাড়া পূর্ববর্তী বছরের কাট অফের উপরেও কিছুটা নির্ভর করে।
  • এছাড়াও আরো যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হল:- নেগেটিভ মার্কিং ব্যবস্থা, কোটা বা রিজার্ভেশন নীতি, সামগ্রিক পারফরম্যান্স ইত্যাদি।

অবশ্যই পড়ুন » Rail Group-D Recruitment: ভারতীয় রেলে ৫০ হাজার গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ, আবেদন শুরু ডিসেম্বরে! দেখে নিন


PSC Clerkship cut off 2024: ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য কাট অফ

এ বছরের কাট অফ অনুমান করার আগে বিগত বছরের কাট অফ জেনে নেওয়া জরুরী। এক্ষেত্রে জানিয়ে রাখি ২০১৯ সালে PSC Clerkship পরীক্ষার কাট অফ ছিল ৬৫ নাম্বারের উপরে এবং ওই বছর পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার থেকে ৭০ হাজার এর মধ্যে। এছাড়াও ২০১৯ সালে ২ টি শিফটে পরীক্ষা হয়েছিল।

এবারে ২০২৪ সালের ক্লার্কশিপ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অধিক বেশি ছিল এবং মোট ৪টি শিফটে পরীক্ষা হয়েছিল। একাধিক ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে দেখা গিয়েছে, প্রথম দুই শিফটের তুলনায় শেষের দুই শিফটের পরীক্ষার প্রশ্ন খানিকটা কঠিন ছিল, এক্ষেত্রে প্রথম ২ শিফটের পরীক্ষার প্রশ্ন যে সহজ ছিল তা কিন্তু নয় ওভারঅল চারটি শিফটের পরীক্ষার প্রশ্নই কঠিন ছিল।

ক্যাটাগরির নামআনুমানিক কাট-অফ
General ৬০-৬৫
OBC B ৫২-৫৭
OBC A৪০-৪৫
SC৪৫-৫০
ST৩০-৩৫
PH (LD&SP)২৫-৩০

Manis পরীক্ষার জন্য পড়া start করবে কি না!

এই তো exam শেষ হলো, রেস্ট নাও 2টো দিন।‌ তারপর PSC SCANNED OMR প্রকাশ করুক, Answer key প্রকাশ করুক, মিলিয়ে দেখে নাও কত থাকছে, যদি দেখো 50+ হচ্ছে, Part II এর জন্য পড়া শুরু করবে। PSC answer key, omr প্রকাশ করতে করতে 3 মাস সময় নিয়ে নেবে, সেই সময় গুলো তে বেশ কয়েকটি ভালো অভ্যাস গড়ে তোলো। যদি কারও Cut Off clear নাও হয়, তাহলে আগামী যেকোনো এক্সামেই এই ভালো অভ্যাসগুলি কাজে লাগবে।

দেখে নিন » WBPSC Clerkship Question Paper 2024: ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪! PDF Download

পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটhttps://psc.wb.gov.in/

রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেট থেকে শুরু করে ক্যারিয়ার রিলেটেড সমস্ত আপডেট পেতে আমার ওয়েবসাইট ফলো করুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram