বর্তমানে ভারতীয় রেলের নন টেকনিক্যাল অর্থাৎ এনটিপিসি পরীক্ষার ফরম ফিলাপ হয়ে গিয়েছে এবং পরীক্ষার্থীসহ চাকরিপ্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিতে আরো একধাপ সহায়তা করার জন্য আজকের এই প্রতিবেদনে ভারতীয় রেলওয়ের NTPC পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র শেয়ার করা হলো, ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে।
RRB NTPC Previous Year Question Paper PDF in Bengali: বিগত বছরের প্রশ্নপত্র
প্রথমত, বিগত বছরের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার কাঠামো এবং প্রশ্নের ধরণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। বিগত বছরের প্রশ্নপত্রে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট ধরনের প্রশ্ন থাকে, যা পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরোও মজবুত করে তোলে।
ডাউনলোড করা প্রশ্নপত্রগুলি বিশ্লেষণ করার পর প্রার্থীরা তাদের দুর্বলতা নির্ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো প্রার্থী গণিত বিভাগে দুর্বল হয়, তবে তারা সেখানকার প্রাথমিক প্রশ্নগুলির উপর বেশি সময় দিতে পারে। এছাড়া, পূর্ববর্তী প্রশ্নপত্রের সাহায্যে পরীক্ষার সময় ব্যবস্থাপনাও শিখতে পারে, যা পরীক্ষার ফলাফলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিস্তারিত দেখুন: RRB NTPC Exam Pattern, Syllabus: রেলের নন টেকনিক্যাল পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন! দেখে নাও
Railway NTPC PYQ PDF in Bengali | [Download] Railway Previous Year Question
প্রশ্নপত্র ও শিফট | পিডিএফ লিংক |
---|---|
RRB NTPC 2016 Shift 1 Language: বাংলা, Pages: 41 (2 MB) | Download |
RRB NTPC 2016 Shift 2 Language: বাংলা, Pages: 37 (2 MB) | Download |
Railway Recruitment Board Ministry of Railways, Government of India | rrbapply.gov.in |
বিগত বছরের প্রশ্নপত্র ডাউনলোড করে সেগুলি অধ্যয়ন করা শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্যও বিশেষ সহায়ক। সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ তারা যেন অবশ্যই নিজেদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে তারাও ভারতীয় রেলওয়ে NTPC পরীক্ষার প্রশ্নপত্রগুলি সংগ্রহ করতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »