আমরা যারা নিত্যদিন লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন যাতায়াত করি “TT”-এর সাথে পরিচয় সকলের রয়েছে। বিনা টিকিটে ভ্রমণ কিংবা ট্রেনের যাতায়াতের কোন অনিয়ম ধরা পড়লেই ফাইন! কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টিটি কিভাবে হওয়া যায়? কোন পরীক্ষা দিতে হয়? বেতন কত হয়? চলুন শেয়ার করব আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিভাবে একজন টিকিট কালেক্টর হতে পারবে।
TTE: ভারতীয় রেলে ট্রেনের টিটি কিভাবে হওয়া যায়
(TT) TTE – Travelling Ticket Examiner রেলের বিভিন্ন পদের মধ্য টিকিট কালেক্টর দারুণ জনপ্রিয়তা রয়েছে।প্রথমত বলে রাখি এই চাকরি বেশ সম্মানজনক। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই চাকরি পেতে পারবেন, এছাড়াও সরকারি কর্মী হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানারকম সুযোগ সুবিধা পাওয়া যায়। একজন সফল টিকিট কালেক্টর হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা নিয়োগ পদ্ধতি বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।
Important Information About Railway Ticket Collector: রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
নিয়োগের পদ | রেলওয়ে টিকিট কালেক্টর |
প্রার্থীর বয়স | ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে |
পরীক্ষার্থীদের যোগ্যতা | ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করে রাখতে হবে |
প্রার্থীর মাসিক বেতন | প্রায় ৩৪,৮০০ টাকা, (গ্রেড পে ৪,৬০০) [INR 21,700 to INR 69,100 প্রতিমাসে] |
Eligibility Criteria for Railway Ticket Collector: প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা – এই পদে চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে এবং পঞ্চাশ শতাংশ নম্বর রাখতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারেন।
বয়স সীমা – জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণের জন্য এই পদের আবেদনের বয়স সীমা হল 18 থেকে 27 বছর অব্দি। তবে অনগ্রসর জাতির জন্য সর্বোচ্চ তিন বছর এবং তফসিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর অব্দি বয়সের ছাড় রয়েছে।
RRB TTE Recruitment Process: টিকিট কালেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া
আগেই বলেছি টিকিট কালেক্টর কবে আবেদন করলে প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে যাচাই করে তারপরেই নিয়োগ নেওয়া হবে। এই যাচাই করন পদ্ধতির মধ্যে তিন ধাপে মূলত প্রার্থীদের বাছাই করা হয়ে থাকে –
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল টেস্ট।
Railt TTE Exam Syllabus: টিকিট কালেক্টার পরীক্ষার সিলেবাস
রেলওয়ে টিকিট কালেক্টর পদের জন্য লিখিত পরীক্ষায় মোট একশো কুড়ি নাম্বার এ নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলেই ৯০ মিনিট। পরীক্ষার সিলেবাস নিচে বর্ণনা করা হলো –
বিষয় | নির্ধারিত নম্বর |
General Awareness | 25 |
General Intelligence and Reasoning | 15 |
Arithmetic | 20 |
Technical Ability | 30 |
General Science | 30 |
বিস্তারিত দেখো: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও
রেলওয়ে টিকিট কালেক্টর হওয়ার সুবিধা!
আপনি যদি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয় একজন সফল রেলওয়ে টিকিট কালেক্টর হতে পারেন আপনার উচ্চ বেতনের পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন যেমন-
- Provident Fund (পিএফ)
- Gratuity
- Medical Facility: মেডিকেল ফেসিলিটি
- Railway Pass: সারাভারতে বিনামূল্যে রেলের ভ্রমণ।
আরো বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট: https://indianrailways.gov.in/railwayboard/ ভিজিট করে নেবেন।
আরো পড়ুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন
বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির মধ্যে বিশেষত কেন্দ্রীয় চাকরিগুলির মধ্যে রেলের চাকরি বেশ জনপ্রিয়।আজকের এই প্রতিবেদনে তোমাদের সঙ্গে কিভাবে একজন টিকিট কালেক্টর হতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করলাম। রেলওয়ে টিকিট কালেকটারের পরবর্তী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পোর্টাল Edutips এ চোখ রাখুন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »