WBCHSE Council offering students for Reapper in Exam for Marks increase 2024: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আরো একটি দুর্দান্ত আপডেট। চলতি বছরে পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে বেশ কিছু বিষয় উত্তীর্ণ হতে পারেননি সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ফেল দেখিয়ে মার্কশিট প্রকাশ করা হয়েছে আর তা নিয়েই বিশেষ দুর্দশায় পড়েছেন ছাত্রছাত্রীরা।
অনেক ছাত্র-ছাত্রী তাদের পছন্দের বিষয়টিতে পাস নাম্বারের নিচে নম্বর পেয়েছে, সেক্ষেত্রে তারা ভবিষ্যতে সেই বিষয় নিয়ে আর পড়া সুযোগ পাবেন না। উচ্চমাধ্যমিক পর্ষদের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয় গুলিতে অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীর পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা পুনরায় উচ্চমাধ্যমিকে সেই বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবেন।
পুনরায় দিতে পারবে উচ্চমাধ্যমিক! বাড়বে নম্বর, সংসদের নোটিশ
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে, বাংলা এবং ইংলিশ বাদে বাকি তিনটি মূল বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় ফেল করলে সেটি ঐচ্ছিক বিষয়টি মূল বিষয়ে চলে আসে (Best of 5 Rule) এবং যে বিষয়ে কম নাম্বার পায় সেই বিষয়টি ঐচ্ছিক বিষয় (4th Subject) হয়ে যায়। সেই কারণেই ছাত্র-ছাত্রীরা ফেল করার ধরুন ঐচ্ছিক বিষয় নিয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক হওয়ায় তারা বিশেষ সমস্যার সম্মুখীন হন।
কেন নতুন সিদ্ধান্ত কি লাভ হবে ছাত্র-ছাত্রীদের?
বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়ারা উচ্চমাধ্যমিকের নিয়ম-কানুন অনুসারে পাস করলেও তাদের অধিকাংশই ফিজিক্সে ফেল করেছেন। অবশ্য ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি বা অংকে ফেল করার সংখ্যাটাও নেহাত কম নয়।
উল্লেখিত বিষয়গুলির সঙ্গে অনেকেরই বায়োলজি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকায় ফেল করার দরুন ফিজিক্স ঐচ্ছিক বিষয়ে হয়ে দাঁড়িয়েছে সে ক্ষেত্রে তারা সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে গ্রাজুয়েশনে অনার্স করতে শেষ সমস্যার সম্মুখীন হবেন।
অন্যদিকে জয়েন্ট পরীক্ষায় বসার জন্য ফিজিক্স কেমিস্ট্রিটে পাস করা বাধ্যতামূলক কাজেই এ যে সকল ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যে ফেল করেছেন তাদের কাছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা যেকোন প্রফেশনাল কোর্স করা রীতিমত চ্যালেঞ্জের বিষয়ে।
দেখে নাও: মাধ্যমিক পাশ করলেই মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি কাগজপত্র লাগবে? আবেদন জানুন
নতুন নিয়মে কিভাবে পরীক্ষার জন্য আবেদন করতে হবে?
বর্তমানে পর্ষদের নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা তাদের ঐচ্ছিক বিষয়টি পরিবর্তন করতে পারেন। সে ক্ষেত্রে রেজাল্ট প্রকাশের পর তাকে রেজাল্ট সারেন্ডার করতে হবে এবং পুনরায় স্পেশাল বা কনটিনিউয়িং পরীক্ষার্থী হিসাবে উচ্চ মাধ্যমিক দিতে পারবে। চাইলে সম্পূর্ণ বিষয়গুলোরই পরীক্ষা দিতে পারে আবার চাইলে কোন একটি বিষয়েরও পরীক্ষা দিতে পারবে।
▶ পড়ুয়া, অভিভাবক এবং স্কুলের স্যারদের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নোটিফিকেশন: Download Notice ↗
আরো দেখুন: HS Pass Scholarship 2024: উচ্চমাধ্যমিক পাশের পর স্কলারশিপ চেক! নম্বর দিয়ে স্কলারশিপ চেক করুন
আবেদন সম্পূর্ণ স্কুলের মাধ্যমে হেডমাস্টারমশাই সাহায্যে সংসদের অফিসে করতে হবে। তাই এর জন্য স্কুলে কথা বলতে পারবে। বিস্তারিত নোটিফিকেশন দেয়া রইল তোমরা অবশ্যই পড়ে নিয়ে দেখে নিও এবং এই বিষয়ে স্কুলের হেডমাস্টার মশাই বা সহকারি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবে তারপরে কোন সিদ্ধান্তে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »