যে সমস্ত পড়ুয়া অর্থের অভাবে তাদের উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারে না সে সমস্ত পরিবারের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নানান স্কলারশিপ রয়েছে। এছাড়াও নানান সংস্থা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে।
এমনই একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হল “উন্নতি স্কলারশিপ”। ইতিমধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উন্নতি স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন? এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন? এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি সহ এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পুরো প্রতিবেদনটি পড়ুন।
উন্নতি স্কলারশিপ কি? (Rolls-Royce Unnati Scholarship 2023)
রোলস-রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইঞ্জিনিয়ারিং কোর্সে পাঠরত পড়ুয়াদের এই স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপে পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য এককালীন ৩৫০০০ টাকা দেওয়া হয়ে থাকে।
বৃত্তির পরিমাণ(Scholarship Amount)
উন্নতি স্কলারশিপে ১৫০ জন ইঞ্জিনিয়ারিং এ পাঠরত প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষের পড়ুয়াদের এককালীন ৩৫ হাজার টাকার বৃত্তি ত্তি প্রদান করা হয়। এছাড়াও নির্বাচিত ছাত্রীদের রোলস-রয়েসের তরফ থেকে নারী প্রকৌশলীদের পরামর্শ দেওয়া হয়।
আবেদনর জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Criteria)
এবার এই স্কলারশিপের আবেদনের জন্য পরোয়াদের কোন কোন যোগ্যতার প্রয়োজন সেগুলি বিস্তারিত জেনে নেওয়া যাক।
- এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের একজন ভারতীয় হতে হবে।
- এ স্কলারশিপে আবেদন শুধুমাত্র ছাত্রীরাই করতে পারবে।
- উন্নতি স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
- এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে পাঠরত হতে হবে।
উন্নতি স্কলারশিপে অনলাইন আবেদনের পদ্ধতি (Unnati Scholarship Online Application Process 2023)
উন্নতি স্কলারশিপ এর যোগ্য ছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- উন্নতি স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে Buddy4Study Rolls-Royce Unnati Scholarship Application এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর প্রথমে মোবাইল নাম্বার সহ অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগ ইন করার পর আবেদনকারীর সামনে সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে।
- এরপর যে যে তথ্য যা হবে সেগুলি সঠিকভাবে পূরণ করে এবং যে যে নথিপত্র যা হবে সেগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- আবেদন পত্রটি জমা করার জন্য সবশেষ সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
উন্নতি স্কলারশিপে আবেদনের সময় পড়ুয়াদের যে সকল নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
- আবেদনকারীর আধার কার্ড।
- ছাত্রীর দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট।
- ভর্তির প্রমাণপত্র অর্থাৎ ভর্তির রশিদ এবং বর্তমান শিক্ষাবর্ষের ফি রশিদ।
- আবেদনকারীর পরিবারের বাসস্থান শংসাপত্র।
- আবেদনকারীর ব্যাংকের নিজস্ব পাশবুক।
- একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই স্কলারশিপে পড়ুয়াদের একাডেমিক নাম্বার এর ভিত্তিতে নির্বাচন করা হয় এবং এরপর ফোন করলে ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল নির্বাচন করা হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »