RRB JE Recruitment 2024: ৭,৯৫১ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ! যোগ্যতা, আবেদন প্রক্রিয়া জানুন

RRB JE Recruitment 2024 Eligibility Application Process Form Fill Up

বেকারদের জন্য আশার আলো দেখালো ভারতীয় রেল। চাকরি নিয়ে দারুণ খবর শোনালো Railway Recruitment Board (RRB)। আবার বহু রেলকর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে, হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি এই পদে আবেদন করতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

   

আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগের যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ খুঁটিনাটি বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং প্রতিবেদনের শেষে অফিশিয়াল নোটিফিকেশটি সংগ্রহ করে নিতে পারবেন।

RRB JE Recruitment 2024: পদ ও শূন্যপদের সংখ্যা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গত ২২শে জুলাই ২০২৪-এ জুনিয়র ইঞ্জিনিয়র পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে বেশকিছু পদ মিলিয়ে মোট ৭৯৫১টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার, DMS, CMA পদের জন্য রয়েছে ৭৯৩৪ টি শূন্যপদ। অন্যদিকে মেটালার্জিকাল সুপারভাইজার এবং কেমিক্যাল সুপারভাইজার পদের জন্য নির্দিষ্ট রয়েছে ১৭টি আসন।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)

যে সমস্ত প্রার্থীরা RRB JE Recruitment 2024 এ আবেদন করতে আগ্রহী, তাদের অবশ্যই কিছু যোগ্যতা থাকা আবশ্যক। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সম্পর্কে নিম্নে উল্লেখ করা হল।

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র ইঞ্জিনিয়ার সহ DMS, CMA পদে আবেদন করার জন্য নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। নয়তো যে নির্দিষ্ট বিভাগে BE/B.Tech পাস থাকতে হবে।

বয়সসীমা

RRB JE Recruitment 2024 এ আবেদনের জন্য সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সসীমা হল ১৮ থেকে ৩৬ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরি যেমন SC,ST, OBC প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

রেলের চাকরি: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক

RRB JE 2024 Application: আবেদন প্রক্রিয়া

আবেদন করার জন্য ভারতীয় রেলওয়ে বোর্ডের অধীনে যে সকল ওয়েবসাইটগুলি রয়েছে সেই ওয়েবসাইটগুলি থেকে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩০শে জুলাই থেকে আবেদন জানাতে পারবে। অনলাইনের মাধ্যমে এই পোর্টাল থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের জন্য কলকাতা, মালদা, শিলিগুড়ি এই তিনটে জোন রয়েছে।

Kolkata – কলকাতা জোনrrbkolkata.gov.in
Malda – মালদা জোনrrbmalda.gov.in
Siliguri -শিলিগুড়ি জোনrrbsiliguri.gov.in

নিয়োগ চলছে: SSC MTS Recruitment 2024: মাধ্যমিক পাশে 8326 পদে স্টাফ এবং হাবিলদার নিয়োগ!

RRB JE Application Fees 2024

RRB JE 2024 নিয়োগের আবেদন ফি ৫০০ টাকা রাখা হয়েছে। তবে SC, ST, OBC, EWS এবং মহিলা প্রার্থীদের ২৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

চারটি ধাপে এই নিয়োগ করানো হবে। CBT 1 এবং CBT 2 পরীক্ষা দেওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস পরীক্ষা করা হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Form Fill Up Important Dates)

ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৩০শে জুলাই, ২০২৪ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯শে আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload Pdf
ভারতীয় রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট
 Ministry of Railways (Railway Board)
Visit ↗

আরো দেখুন: রাজ্যে ১২ হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন! 

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram