RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও যোগ্যতা

RRB NTPC Eligibility Post Name Details in Bengali

সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে রেলের চাকরির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। প্রচুর শূন্যপদ, তার সঙ্গে প্রতিবছর প্রায় রিকুটমেন্ট এটা চাকরিপ্রার্থীদের পছন্দের একটা বিভাগ। ডেস্ক জব অর্থাৎ অফিসে তার সঙ্গে সঙ্গে ফিল্ড জব – দুই রকমই রয়েছে রেলওয়েতে।

   

ইতিমধ্যেই বহু পরীক্ষার্থী রেলওয়েতে বিভিন্ন বিভাগে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক বা পরীক্ষার জন্য প্রস্তুতির নিচ্ছো। তাই আজকে তোমাদের সঙ্গে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক প্রকাশিত নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ অর্থাৎ NTPC পদের বিষয়ে আলোচনা করব।

RRB NTPC কি? (Railway Non-Technical Popular Categories)

এটি হলো ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত রেলের বিভিন্ন শূন্য পদে নন টেকনিক্যাল প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্রবেশিকামূলক পরীক্ষা। যেখানে ভারতীয় রেল বিভাগের বিভিন্ন স্টেশন থেকে জংশনে বিভিন্ন পদে চাকরির সুযোগ পাওয়া যায়

RRB NTPC Eligibility: কি কি যোগ্যতা প্রয়োজন হয়?

শিক্ষাগত যোগ্যতা: রেলওয়েতে এই প্রবেশিকামূলক পরীক্ষাটি দেওয়ার জন্য প্রার্থীদের মূলত উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা রয়েছে এবং গ্রাজুয়েশন উত্তীর্ণ প্রার্থীদের জন্য একইভাবে নির্দিষ্ট কিছু পরীক্ষা ধার্য করা হয়েছে।

বয়স সীমা ও অন্যান্য: এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। মূলত 18 থেকে 30 বছরের মধ্যে ইচ্ছুক পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। অবশ্য গ্রেজুয়েশন স্তরের পরীক্ষা হলেই জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণী প্রার্থীরা সর্বোচ্চ তিন বছর তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছর অব্দি বয়সের ছাড় পাবেন।

মিস করো না: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

RRB NTPC পরীক্ষার মাধ্যমে কোন কোন পদে চাকরি পেতে পারেন?

উচ্চমাধ্যমিক পাস স্তরে যে যে চাকরি রয়েছে –

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
  • একাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিং
  • জুনিয়র টাইম কিপার
  • ট্রেনস ক্লার্ক
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।

গ্রাজুয়েশন স্তরে প্রার্থীদের জন্য যে সকল পরীক্ষা রয়েছে তা হল-

  • ট্রাফিক এসিস্ট্যান্ট
  • গুড ক্লার্ক
  • সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট কাম টাইপিস্ট
  • সিনিয়র টাইম কিপার
  • কমার্শিয়াল একাডেমিস
  • স্টেশন মাস্টার

আরো দেখো: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? দেখে নাও

এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবেই পরীক্ষার ভিত্তিতে হবে এবং পরীক্ষার মাধ্যমেই নির্বাচিত প্রার্থীরা রেলের বিভিন্ন পদে চাকরি করার সুযোগ পাবে। নিয়মিত সময়ে এই পরীক্ষার ফরম ফিলাপ হয়ে থাকে। ফরম ফিলাপের সময় নির্দিষ্ট ZONE-ভিত্তিক রিক্রুটমেন্ট হয়ে থাকে। RRB কলকাতা জোনের অফিসিয়াল ওয়েবসাইট: https://www.rrbkolkata.gov.in/

আজকের পোস্টে এনটিপিসি যোগ্যতা এবং বিভিন্ন পদের এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। পরবর্তীতে আমরা এর পরীক্ষার প্যাটার্ন সিলেবাস তার সঙ্গে প্রস্তুতির সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে আসবো। যুক্ত থাকুন পড়তে থাকুন, প্রস্তুতি নিতে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram