RRB NTPC Recruitment 2024: দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর অনেক অপেক্ষার পর অবশেষে ভারতীয় রেলের তরফ থেকে বিরাট শূন্যপদে নিয়োগ ঘোষণা করা হয়েছে। Railway NTPC পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ করা হবে। ভারতীয় রেলওয়ে অবশেষে গত ১৩ই সেপ্টেম্বর ২০২৪, এ বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন জারি করছে।
Railway NTPC পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা লাগবে? পশ্চিমবঙ্গের শূন্যপদ সহ নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Railway NTPC Recruitment 2024: ভারতীয় রেলে ৮,১১৩ টি শূন্যপদে নিয়োগ
Railway NTPC পরীক্ষার মাধ্যমে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ এবং যোগ্যতার বিবরণ নিম্নে দেওয়া রয়েছে।
ভারতীয় রেলওয়ে NTPC পরীক্ষার মাধ্যমে ৮,১১৩ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, কোন পদে কত জন কর্মী নিয়োগ করা হবে তার তালিকা নিচে দেওয়া হল।
পদের নাম | শূন্য পদ |
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার | ১,৭৩৬ টি |
গুডস ট্রেন ম্যানেজার | ৩,১৪৪ টি |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ১,৫০৭ টি |
স্টেশন মাস্টার | ৯৯৪ টি |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ৭৩২ টি |
ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পশ্চিমবঙ্গে মোট ৩টি জোনে শূন্যপদ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের এই তিনটি জোনে কলকাতা, শিলিগুড়ি এবং মালদা কোথায় কত শূন্য পদ রয়েছে? এবং কোন কাস্টের কত শূন্যপদ রয়েছে এবার সেগুলি দেখে নিন।
RRB Kolkata NTPC Vacancy 2024
RRB Malda NTPC Vacancy 2024
RRB Siliguri NTPC Vacancy 2024
শিক্ষাগত যোগ্যতা (RRB NTPC Education Qualification)
Railway NTPC নিয়োগ ২০২৪ এর উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার | গ্রেজুয়েশন পাস |
গুডস ট্রেন ম্যানেজার | গ্রেজুয়েশন পাস |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | গ্রেজুয়েশন পাশের সাথে কম্পিউটারে ইংরেজি এবং হিন্দি টাইপিং জানতে হবে। |
স্টেশন মাস্টার | গ্রেজুয়েশন পাস |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | গ্রেজুয়েশন পাশের সাথে কম্পিউটারে ইংরেজি এবং হিন্দি টাইপিং জানতে হবে। |
বিস্তারিত: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও
অনলাইন আবেদন প্রক্রিয়া (RRB NTPC Online Apply)
Railway NTPC নিয়োগ ২০২৪ আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের প্রথমেই ভারতীয় রেলের মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in ভিজিট করতে হবে এরপর প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর সমস্ত ডিটেলস পূরণ করে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
অনলাইনে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন হবে।
- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
- সিগনেচার
- কাস্ট সার্টিফিকেট
আবেদন ফি (Application Fees)
অনলাইনে আবেদন করার সময় জেনারেল এবং OBC আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে এরপর প্রথম স্তরের পরীক্ষা অর্থাৎ CBT-I এ অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
প্রতিবন্ধী প্রার্থী, মহিলা, তপশীলি জাতি ও তপশীলি উপজাতি এবং সংখ্যালঘু শ্রেণীভুক্ত আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিত হবে এরপর প্রথম স্তরের পরীক্ষা অর্থাৎ CBT-I এ অংশগ্রহণ করলে ২৫০ টাকা ফেরত দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)
Railway NTPC পরীক্ষার মাধ্যমে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সমস্ত ক্ষেত্রেই দুটি পরীক্ষা নেওয়া হবে CBT-I ও CBT-II, এছাড়াও জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য CBT-I ও CBT-II এর পর টাইপিং টেস্ট নেওয়া হবে এবং স্টেশন মাস্টার পদে নিয়োগের জন্য CBT-I ও CBT-II পরীক্ষায় উত্তীর্ণদের Computer Based Aptitude Test নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৩.০৯.২০২৪ |
রেজিস্ট্রেশন ও আবেদন শুরুর তারিখ | ১৪.০৯.২০২৪ |
রেজিস্ট্রেশন ও আবেদন শেষের তারিখ | ১৩.১০.২০২৪ |
অনলাইন ফি জমা করার তারিখ | ১৪.১০.২০২৪ থেকে ১৫.১০.২০২৪ |
আবেদনপত্র কারেকশন করার সময় | ১৬.১০.২০২৪ থেকে ২৫.১০.২০২৪ |
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download Pdf |
অনলাইনে আবেদনের লিংক | Apply Now |
অবশ্যই পড়ুন: Career for Arts Students: আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়? রইলো সেরা 10 কেরিয়ার
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »