RRB NTPC Exam Pattern, Syllabus: রেলের নন টেকনিক্যাল পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন! দেখে নাও

Arpita Paul

Published on:

RRB NTPC Latest Syllabus Download and Exam Pattern

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ রেল মন্ত্রকের সরকারি চাকরির নন টেকনিক্যাল পোষ্টের নিয়োগের জন্য পরীক্ষার বিষয় প্রশ্নের প্যাটার্ন সম্পর্কের বিস্তারিত আলোচনা করব। তুমি যদি এই পোষ্টের জন্য আবেদন করে থাকো বা আবেদন করতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে নাও এবং নোটও করে নিতে পারো।

RRB NTPC Examination Pattern: RRB NTPC পরীক্ষার প্যাটার্ন এবং প্রশ্নপত্রের ধরন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে দেওয়া হয় এবং এদের মধ্যে প্রথম দুটি ধাপ হলো যথা কম্পিউটার বেসড টেস্ট এক এবং দুই (CBT-I & CBT-II) , দুটি ধাপের জন্যই নির্দিষ্ট সিলেবাস রয়েছে এবং প্রশ্নপত্রের পৃথক পৃথক ধরন রয়েছে।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষাগুলিতে প্রার্থীদের মূলত ম্যাথমেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস লজিক এবং জেনারেল ইন্টেলিজেন্সের পরীক্ষা নেওয়া হবে। চলুন তাহলে প্রত্যেকটি ধাপের পরীক্ষার বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

RRB NTPC CBT 1 Exam: কম্পিউটার ভিত্তিক প্রথম পরীক্ষা

RRB NTPC নিয়োগের প্রথম ধাপ হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ১, এই ধাপে কি কি থাকছে দেখে নিন –

  1. কম্পিউটার ভিত্তিক প্রথম পরীক্ষায় মোট একসাথে ১০০ টি প্রশ্ন থাকবে।
  2. এই প্রশ্নের প্রতিটি মান ১, মোট ১০০ নাম্বার রয়েছে।
  3. প্রতিটি ভুল প্রশ্নের জন্য ১/৩ নম্বর করে কাটা হবে,
  4. পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল ৯০ মিনিট এবং শারীরিক প্রতিবন্ধী দের জন্য মোট সময় হল একশো কুড়ি মিনিট।
বিষয়প্রশ্ন সংখ্যানম্বরনির্ধারিত সময়
General Awareness404090 মিনিট
Mathematics3030
General Intelligence and Reasoning3030

আরো দেখুন: SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস

CBT 1 Syllabus: RRB NTPC প্রথম পরীক্ষার সিলেবাস

বিষয়সিলেবাস
গণিতের সিলেবাস
(Math Syllabus)
Number System
Decimals
Fractions
LCM HCF
Ratio and Proportions
Percentage
Mensuration
Time and Work
Time, Speed, and Distance
Simple and Compound Interest
Profit and Loss
Elementary Algebra
Geometry and Trigonometry
Elementary Statistics
সাধারণ বুদ্ধিমত্তার সিলেবাস
(General Intellegence & Resoning)
General Intelligence & Reasoning
Analogies
Statement and Conclusion
Completion of Number and Alphabetical Series
Coding and Decoding
Puzzle
Data Sufficiency
Mathematical Operations
Similarities and Differences
Relationships
Analytical Reasoning
Syllogism
JumblingVenn Diagrams
Statement-Courses of Action
Decision Making
MapsInterpretation of Graphs
সাধারণ জ্ঞানের সিলেবাস
(GK/GS)
General Awareness
Inventions and Discoveries
Neighboring Countries of India
Current Events of National and International Importance
Games and SportsCountries, Capitals, and Currency
Art and Culture of India
Indian Literature
Important Monuments and Places of India
General Science and Life Science (up to 10th CBSE)
Members of Rajya Sabha
History of India and Freedom Struggle
Physical, Social and Economic Geography of India and World
List of Phobias
Indian Polity and Governance- Constitution and Political System
General Scientific and Technological Developments
List of IPL Winners
UN and Other Important World Organizations
Environmental Issues Concerning India and World
List of Airports of India
Basics of Computers and Computer Applications
List of Sports Terms
Common Abbreviations
List of Arjuna Award Winners
Transport Systems in India
Indian Economy
Famous Personalities of India and World
Flagship Government Programs
Flora and Fauna of India
Important Government and Public Sector Organizations of India
Current GK

RRB NTPC CBT 2 Exam:দ্বিতীয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা

প্রথম ধাপে পরীক্ষার্থীদের ফলাফল বিবেচনা করে দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে।

  1. RRB NTPC এর কম্পিউটার ভিত্তিক দ্বিতীয় ধাপে মোট ১২০ টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান 1 অর্থাৎ মোট একশো কুড়ি নম্বর থাকবে।
  2. প্রতিটি ভুল প্রশ্নের জন্য ১/৩ নম্বর করে কাটা হবে।
  3. সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত সময় ৯০ মিনিট এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নির্ধারিত সময় একশো কুড়ি মিনিট।
বিষয়প্রশ্ন সংখ্যাসর্বোচ্চ নাম্বারমোট সময়
General Awareness505090 মিনিট
Mathematics3030
General Intelligence and Reasoning3535

CBT 2 Syllabus: RRB NTPC Mains পরীক্ষার সিলেবাস

দ্বিতীয় কম্পিউটার ভিত্তিক অর্থাৎ Mains পরীক্ষাতে রেলওয়ে নন টেকনিক্যালে প্রথম ধাপের সমস্ত সিলেবাসই রয়েছে। তার সঙ্গে এক্সট্রা গণিত বা অংকের কিছু চ্যাপ্টার অ্যাড করা রয়েছে এডভান্স ম্যাথমেটিক্স, তাই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইন্টেলিজেন্স সিলেবাস সঙ্গে নিচে সিলেবাস গুলি যোগ হবে।

বিষয়সিলেবাস
গণিতের সিলেবাস
(Math Advanced Syllabus)
Questions on Average
Problems on Weight
Questions on Height
Questions on Marks
Questions on Basic Problems
Questions on Relative Speeds
Questions on Boats, Train, etc.
Decimals
Questions on Basic Linear Equation in One variable
Questions on Basic Linear Equation in two variables
Questions on Dishonest/Successive Dealings
Questions on Partnerships
** এগুলির সঙ্গে আগের কম্পিউটার বেস পরীক্ষা-1 সিলেবাস যুক্ত রয়েছে

RRB NTPC Typing Speed Examinations: তৃতীয় ধাপ টাইপিং স্পিড

এই ধাপে প্রার্থীদের প্রার্থীদের টাইপিং স্পিড পরীক্ষা নেওয়া হয়। মূলত কম্পিউটার ভিত্তিক প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের এই পরীক্ষায় ডাকা হয়ে থাকে। টাইপিং স্পিডের পরীক্ষা মূলত দুটি বিষয় হয়ে থাকে অর্থাৎ ইংরেজি এবং হিন্দি। ইংরেজির ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০ টি শব্দ এবং হিন্দির ক্ষেত্রে প্রতি মিনিটে ২৫ প্রতিটি শব্দ টাইপ করতে হবে। এবং সর্বশেষ ধাপ হল ডকুমেন্টস ভেরিফিকেশন

  • রেলওয়ে রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট: https://www.rrbapply.gov.in/

বিস্তারিত দেখুন: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও যোগ্যতা

ইতিমধ্যেই আমাদের পোর্টালে RRB NTPC নিয়োগ পদ্ধতির বিষয় বিস্তারিত আলোচনা করা রয়েছে। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের আগের প্রতিবেদনটি দেখে নেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram