WB Board Result RTI WBBSE WBCHSE Madhyamik HS Result: পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর, অনেক ছাত্রছাত্রী তাদের রেজাল্ট সম্পর্কে আরও তথ্য জানতে চান। তাদের মার্কশিট সংশোধন, প্রশ্নপত্র মূল্যায়ন প্রক্রিয়া, অথবা অন্যান্য তথ্য সংগ্রহের প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে, তথ্যের অধিকার আইন (RTI) তাদের সাহায্য করতে পারে।
দি তাদের মনে হয় যে, তাদের কোন ক্ষেত্রে খাতা মূল্যায়নী অসংগতি রয়েছে কিংবা তাদের খাতা কোন কারনে ভুল হয়েছে বা খাতার পাতা কমে গিয়েছে কিংবা খাতা কোন কারনে হারিয়ে গিয়েছে। এরকম ক্ষেত্রে সন্দেহ হলে অবশ্যই তোমরা কিন্তু এই RTI সাহায্য নিতে পারো।
RTI কি? Right to Information in Madhyamik & HS Result
তথ্যের অধিকার আইন, ২০০৫ একটি আইন যা ভারতের নাগরিকদের সরকারি সংস্থা থেকে তথ্যের অধিকার প্রদান করে। এর অর্থ হল যে আপনি যদি কোনও সরকারি সংস্থার কাছে তথ্য চান, তাহলে তারা আপনাকে তা সরবরাহ করতে বাধ্য।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্টের ক্ষেত্রে RTI কিভাবে কাজে লাগবে?
আপনি RTI ব্যবহার করে নিম্নলিখিত তথ্যগুলির জন্য আবেদন করতে পারেন:
- আপনার প্রশ্নপত্রের মূল্যায়নের একটি অনুলিপি। অর্থাৎ খাতা দেখার পর সেটার কপি।
- পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোনো বিতর্ক বা অভিযোগ সম্পর্কিত তথ্য।
RTI আবেদন করার খরচ
তথ্য | পদ্ধতি | খরচ | সময়সীমা |
---|---|---|---|
মার্কশিটের অনুলিপি | ডাকযোগ | ₹10 | 30 দিন |
প্রশ্নপত্র মূল্যায়নের অনুলিপি | ডাকযোগ | ₹10 | 30 দিন |
দেখে নিন: NextGen Edu Scholarship 2024-25: মাধ্যমিক পাশে 15000 টাকা স্কলারশিপ! অনলাইনে আবেদন, বিস্তারিত দেখুন
RTI আবেদন করার পদ্ধতি (WB Result RTI Application Process)
ডাকযোগ্য চিঠি মাধ্যমে:
- WBCHSE/WBBSE-এর তথ্য কর্মকর্তার ঠিকানায় একটি আবেদনপত্র পাঠান। অফিসিয়াল ওয়েবসাইটে হেড অফিসের ঠিকানা পেয়ে যাবেন, তার সঙ্গে রিজিওনাল অফিসে পাঠাতে পারেন।
- আবেদনপত্রে আপনার নাম, ঠিকানা, রোল নম্বর, পরীক্ষার বছর এবং আপনি যে তথ্য চান তার স্পষ্ট বিবরণ অন্তর্ভুক্ত করুন।
- ₹১০ টাকার Court Payment আবেদনপত্রের সাথে সংযুক্ত করুন। তা না পেলে সম্পূর্ণ আবেদনটি ১০ টাকার Judicial পেপারে করতে হবে।
RTI করতে কি কি ডকুমেন্টস লাগবে?
- প্রথমেই তোমার অ্যাপ্লিকেশন টা পরিষ্কার পরিচ্ছন্নভাবে (দু কপি করবে)।
- তোমার মার্কসিট এবং সার্টিফিকেট (জেরক্স কপি)।
- আধার কার্ড (জেরক্স কপিx2)।
আবেদন কোথায় জমা দিয়ে আসতে হবে?
সবচেয়ে প্রভাবশালী হবে যদি তোমরা সমস্ত আবেদনটা অফিশিয়ালি গিয়ে জমা দিয়ে আসো এবং নিজেদের কাছে রিসিভ কপি নিয়ে রাখ, তাহলে ৩০ দিনের মধ্যে তোমার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে তোমার খাতার প্রত্যয়িত। কপি চলে আসবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট আর.টি.আই লিংক | WBCHSE RTI |
মাধ্যমিকের রেজাল্ট আর.টি.আই | Updating |
PPR/PPS করলে কি RTI করতে পারবে?
পরীক্ষার ফলাফল বের হওয়ার আগে, একই উত্তরপত্রের জন্য একসাথে (পিপিএস/পিপিআর) পুনর্মূল্যায়ন এবং (আরটিআই) কপির জন্য আবেদন করবেন না। অর্থাৎ, যদি পিপিআর পিপিএসের আবেদন করে থাকেন সেটার ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত আপনি পরবর্তী RTI করতে পারবেন না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »