IAS ও IPS হওয়ার স্বপ্নে পাশে থাকবে পশ্চিমবঙ্গ সরকার, স্বল্প খরচে UPSC কোচিং এর সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা!

Satyendranath Tagore Civil Services Study Centre (SNTCSSC)

Satyendranath Tagore Civil Services Study Centre (SNTCSSC): IPS এবং IAS হওয়ার স্বপ্নে রোজ হাজার হাজার ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করছে। UPSC পরীক্ষার সুবিশাল পড়াশুনোর খরচ এবং অধ্যাবসায় কে পেরিয়ে কিছু ছাত্রছাত্রী অগ্রগামী হচ্ছে এবং সফল হচ্ছে। কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনার এই বিপুল খরচ এবং সঠিক অধ্যবসায়ের অভাবে পিছিয়ে পড়ছে, ভারতবর্ষের অন্যতম বৃহৎ সিভিল সার্ভিস পরীক্ষায়

   

সেই নিরিখেই, এবার রাজ্য সরকারের তৎপরতায় খুব স্বল্প খরচে ছাত্রছাত্রীদের IAS ও IPS এর কোচিং পড়ানোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্ত বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার

ভারতবর্ষের সেবায় উচ্চাকাঙ্খীত দেশের হাজারও ছাত্রছাত্রীরা। এবার তাদের IAS এবং IPS এর পথে আরও অগ্রগামী করে তুলতে পূর্ব বর্ধমান জেলায় সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার এর মাধ্যমে স্বল্প ব্যয়ে UPSC এর কোচিং এর ব্যবস্থা প্রদান করতে চলেছে রাজ্য সরকার। এই স্টাডি সেন্টারে UPSC এর যাবতীয় বিষয়ে কোচিং পড়ানো হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে ছাত্রছাত্রীদের। সকল আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগ সুবিধা পেতে পারে এই স্টাডি সেন্টার থেকে,সেই দিকে নজর দেবে রাজ্য সরকার।

SNTCSSC - Satyendranath Tagore Civil Services Study Centre
SNTCSSC – Satyendranath Tagore Civil Services Study Centre

UPSC 2024 এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সেই নিরিখে, 2024 এ পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের ১০ মাস ব্যাপী একটি কোর্স করানো হবে এই কোচিং সেন্টারে। এই কোচিং সেন্টারের উদ্যোগকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে অন্যান্য আরও নামী কোচিং সেন্টারের সাথে যৌথ ভাবে পরিচালনা করা হচ্ছে। সর্বোপরি প্রিলিমস এবং মেইন পরীক্ষার প্রস্তুতির মধ্যেই থাকবে মকটেস্ট এবং ইন্টারভিউ এর প্রস্তুতি। ধাপে ধাপে ছাত্রছাত্রীদের মূল লক্ষের দিকে এগিয়ে যেতে সাহায্য করা হবে।

আবেদনের যোগ্যতা

যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করে ছাত্র ছাত্রীরা এই কোচিং সেন্টারে ভর্তি হতে পারবে। অবশ্যই, সেই ছাত্রছাত্রীকে UPSC এর জন্য কঠোর পরিশ্রমী এবং উচ্চাকাঙ্খী হতে হবে।

কোর্সে ভর্তি হওয়ার নিয়ম

সর্বোপরি দুটি পরীক্ষার মাধ্যমে, এই কোর্সে ভর্তি হতে পারবেন ইচ্ছুক ছাত্রছাত্রীরা। প্রথম পরীক্ষাটি থাকবে লিখিত পরীক্ষা যেখানে পাশ করার পরই ছাত্রছাত্রীদের ইন্টারভিউ পর্ব হবে , দ্বিতীয় স্তরের পরীক্ষা হিসেবে। দুটি পরীক্ষায় পাশ করে তবেই এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

অবশ্যই পড়ুন » SAS Exam: শিক্ষার মান যাচাই করতে রাজ‍্যজুড়ে ১০ হাজার স্কুলে SAS পরীক্ষার আয়োজন

রাজ্যের প্রায় প্রতিটি জেলায় সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার রয়েছে। এই স্টাডি সেন্টারে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়ে এবং ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে এই স্টাডি সেন্টারে বিভিন্ন জেলায় ভর্তির জন্য যে পরীক্ষা হবে তার তারিখ ভিন্ন।

সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট » www.csscwb.in

হেল্পলাইন নাম্বার – 90518 29290/ 18001028014।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram