SC-ST দের জন্য স্পেশাল মেরিট স্কলারশিপ, প্রতি মাসে ৪০০ টাকা! কোথায় আবেদন করতে হবে? দেখে নিন

SC ST Merit Scholarship 2024 Westbengal Application

অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। সমাজের পিছিয়ে পড়া স্তরের ছাত্র-ছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একইভাবে এক বিশেষ মেরিট স্কলারশিপ (SC/ST Merit Scholarship) প্রতিবছর দেওয়া হয়।

   

অনেকে হয়তো এটি আপনাদের যে কাস্ট স্কলারশিপ ভেবে নিতে পারেন, কিন্তু সেটার নাম ওয়েসিস স্কলারশিপ, সেটার আবেদন এখন দেরি রয়েছে। এটি শুধুমাত্র এস.সি এস.টি পড়ুয়াদের জন্য বিশেষ মেধা ভিত্তিক স্কলারশিপ নামে পরিচিত। কারা পাবেন, কি কি যোগ্যতা লাগবে? কত নম্বর লাগবে? সমস্ত কিছু বিস্তারিত জানতে পেরে যাবেন

SC/ST Merit Scholarship: এস.সি এস.টি স্পেশাল মেরিট স্কলারশিপ যোগ্যতা

প্রথমেই বলা দরকার এই স্কলারশিপটা ছাত্র এবং ছাত্রী উভয়ই আবেদন করতে পারবে। শুধুমাত্র স্কুলের নাইন to টুয়েলভ, অর্থাৎ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়াশোনা করতে হবে। তার পাশাপাশি অন্যান্য যোগ্যতা –

  • পরিবারের বার্ষিক আয় ৩৬ হাজার টাকার কম হতে হবে, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।।
  • পড়ুয়াকে অবশ্যই SC – ৬০ শতাংশ, ST – ৪৫ শতাংশ বেশি নম্বর পেয়ে থাকতে হবে।

কত টাকা স্কলারশিপ সুবিধা পাবেন?

এই স্কলারশিপ প্রকল্পের মধ্যে ছাত্রছাত্রীরা প্রতিমাসে ৪০০ টাকা করে পড়াশোনার খরচ হিসাবে পাবে। অর্থাৎ বছরে ৪৮০০ টাকা। তবে গোটা পশ্চিমবঙ্গ মিলে ৪১০ জন সিডিউল কাস্ট (SC) এবং ৪১০ জন সিডিউল ট্রাইব (ST) ছাত্র-ছাত্রী এই সুযোগ সুবিধা পেয়ে থাকে।

আরো দেখুন: নবান্ন স্কলারশিপ ২০২৪, পড়ুয়াদের ১০০০০ টাকা! অনলাইনে আবেদন

কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্ম (Application Form) কোথায় পাবেন?

এটির আবেদন ফরম ছাত্রছাত্রীরা স্কুলের হেডমাস্টার মশায়ের নিকটে পাবে। কোন ভাবে অনলাইন আবেদন হয় না। ইতিমধ্যে অধিকাংশ স্কুলে বিজ্ঞপ্তি দিয়ে এর ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। যোগ্য ছাত্রছাত্রীরা অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করে নিয়ে, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট – আধার কার্ড, ব্যাংক একাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এবং রেজাল্টের জেরক্স কপি, সহকারে পূরণ করে জমা করতে হবে অফিসে।

ফর্ম জমা ফিলাপের লাস্ট ডেট: সেই নিয়ে কোন অফিশিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়নি। তবে অধিকাংশ স্কুলের থেকে যেটা জানা যাচ্ছে ২৩শে জুলাই স্কুলে জমা দেওয়ার তারিখ

দেখে নাও: ক্লাস 11-12 সবাই পাবে মোবাইল কেনার ১০০০০ টাকা! দেখে নাও কবে?

ফর্ম জমা দেওয়ার পর স্কুল বাকি কাজ করে নেবে ছাত্রছাত্রীদের চিন্তা করার দরকার নেই। স্কলারশিপ সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন থাকলে Oasis Scholarship Grant Section দেখতে পারেন অথবা, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram