Scholarship: স্কুল ছাত্রছাত্রীরা পাবে স্কলারশিপ, নোটিশ দিল শিক্ষা বিভাগ! সম্পূর্ণ দেখে নিন

Arpita Paul

Published on:

Westbengal School Students Scholarship Education Department

পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা বিভাগ বিকাশ ভবন থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশেষ স্কলারশিপ সম্পর্কিত নোটিশ জারি করা হলো। নোটিশে কি বলা হয়েছে? ছাত্রছাত্রীরা কি সুযোগ-সুবিধা পেতে চলেছে? – সম্পূর্ণ কিছু বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হলো।

   

স্কুল ছাত্র ছাত্রীদের জন্য HDFC এবং OMRON স্কলারশিপ

নোটিসে বলা হয়েছে মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে যে পরিবর্তন স্কলারশিপ ২০২৪২৫ দেওয়া হচ্ছে সেই বিষয়ে তার সঙ্গে অমরন হেলথ কেয়ার কোম্পানির স্কলারশিপ এর আবেদন করার জন্য!

দুটি স্কলারশিপই Buddy4Study Scholarship প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আবেদন গ্রহণ অনলাইনে হবে। এক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়াদেরই দায়িত্ব নিয়ে যেসব ছাত্রছাত্রীরা গরীব পিছিয়ে পড়া তাদের আবেদন নথিভুক্ত করে দিতে হবে।

বিস্তারিত নোটিশটি নিচে দেওয়া হল আপনারা অবশ্যই সেই বিষয়টি দেখে নিবেন:

School Education Department Scholarship Notice for Students

আবেদন ও বিস্তারিত তথ্য

শিক্ষা দপ্তর থেকে এটাও বলা হয়েছে, স্কুল শিক্ষা বিভাগের সঙ্গে কোনভাবেই সরাসরি যুক্ত নয়, শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তথ্য প্রদানে এটি শেয়ার করা হচ্ছে।

নোটিশ স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা দুটি পড়ে নিতে পারেন –

স্কলারশিপ সম্পর্কেবিস্তারিত বলুন
HDFC ব্যাংক পরিবর্তন স্কলারশিপClick Here
OMRON হেলথকেয়ার স্কলারশিপClick Here

পরবর্তী যেকোনো প্রকার শিক্ষার খবর স্কলারশিপ এর আপডেট ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য এবং আপডেট হাতের মুঠোয় পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram