স্কুল খুললেই পরীক্ষা! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক টেস্ট, পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ দেখে নিন

School Final Exam Date with Madhyamik, HS Test Exam 2024

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার চলতি বছরের অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন হলো সেমিস্টার পদ্ধতির পরীক্ষার সূচনা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্টের পাশাপাশি, পঞ্চম থেকে নবম শ্রেণির চূড়ান্ত মূল্যায়ন শুরু হবে, যা স্কুলগুলি সহ শিক্ষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

   

যেখানে আগে একাদশ শ্রেণির একবার পরীক্ষা হতো সেখানে দুবার পরীক্ষা হওয়া সেগুলির খাতা মূল্যায়ন করা তার পাশাপাশি রেগুলার ক্লাস পঞ্চম থেকে নবম শ্রেণীর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং তাদের অন্যান্য প্রজেক্ট প্র্যাকটিক্যাল – তুলে ধরব আজকের প্রতিবেদনে।

স্কুল খোলার পরে পরীক্ষার সময়সূচী (School Final Exam Date with Madhyamik, HS Test)

পুজোর ছুটি শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল খোলার সঙ্গে সঙ্গেই পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য শ্রেণির পরীক্ষাগুলোর সময়সূচী দেওয়া হলো:

পরীক্ষাশুরুর তারিখ
মাধ্যমিক টেস্ট (WBBSE 10th)২১ নভেম্বর ২০২৪
উচ্চমাধ্যমিক টেস্টএটা স্কুল হিসাবে বিভিন্ন (নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে।)
উচ্চমাধ্যমিক প্র্যাক্টিক্যাল পরীক্ষা, প্রজেক্ট জমা (ফাইনাল WBCHSE বোর্ডের)২ ডিসেম্বর ২০২৪
পঞ্চম থেকে নবম শ্রেণির বার্ষিক মূল্যায়ন (Annual Exam)২৮ নভেম্বর ২০২৪

ক্লাস শুরু ও ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তা শিক্ষার্থী শিক্ষকদের

21শে নভেম্বর থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে, এবং ২৮ শে নভেম্বর থেকে স্কুলের বাকি ক্লাসের পরীক্ষা শুরু হয়ে যাবেনা। এক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে জানাচ্ছে যেসব স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি ক্লাসই রয়েছে, তাই সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা করানোটা একটু আগে থেকেই শুরু হতে পারে।

২ রা ডিসেম্বর ২০২৪ থেকে উচ্চমাধ্যমিকের ফাইনাল প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। যেটির নাম্বার বোর্ড কাউন্সিলের কাছে যাবে। তাই শিক্ষকদের অনেকেই মনে করছেন, যদি স্কুল গ্রীষ্মের ছুটি কমিয়ে পুজোর ছুটির মধ্যে ক্লাস নেওয়া যেত, তাহলে পরিস্থিতি অনেক ভালো হতে পারত।

দেখে নিন: বাংলার স্কুলে চালু Holistic Progress Report: একটাই কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণির নম্বর

ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সাহায্য করার জন্য EduTips Bangla-এর ক্ষুদ্র প্রয়াসে তিনটি অনলাইন গ্রুপের মাধ্যমে পড়াশোনা স্টাডি ম্যাটেরিয়ালসহ অন্যান্য সমস্ত সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে –

দশম শ্রেণীর প্রস্তুতি (টার্গেট মাধ্যমিক ২০২৫)Join Group
দ্বাদশ শ্রেণী উচ্চমাধ্যমিক প্রস্তুতি (টার্গেট HS ২০২৫)Click to Join
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার (টার্গেট একাদশ ’25)Join Group

** একজন ছাত্র ছাত্রী কেবলমাত্র একটি গ্রুপে জয়েন করবে, নিজের পরীক্ষার প্রস্তুতি এবং ক্লাস হিসাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram