School Open after Summer Vacation: শেষ গরমের ছুটি! এই তারিখে খুলছে স্কুল, শিক্ষা দপ্তরের আপডেট দেখুন

Westbengal School Open after Summer Vacation 2024 Education Department Update

Westbengal School Open after Summer Vacation 2024 Education Department Update:প্রাথমিকভাবে, তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্য সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে গরমের ছুটি। প্রাথমিকভাবে এই ছুটি ছিল ১০ দিনের, কিন্তু পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধির কারণে ছুটি আরও দীর্ঘায়িত করা হয়েছিল।

   

পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি আগামী ২ জুন পর্যন্ত চলার কথা বলা হয়েছিল। তবে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দপ্তরের নতুন কি সিদ্ধান্ত, আগেই কি স্কুল খুলে যাবে? নাকি নির্বাচনের জন্য কি প্রভাব পড়বে? সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদন।

পশ্চিমবঙ্গে কবে খুলছে স্কুল? শিক্ষা দফতরের লেটেস্ট আপডেট

শিক্ষক সংগঠন দ্রুত স্কুল খোলার দাবি জানালেও, সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। তীব্র গরমের কারণে স্কুলে ছুটি এগিয়ে দেওয়া হলেও, সামগ্রিক ছুটির সময়কাল নিয়ে শিক্ষা দপ্তর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই, সর্বশেষ আপডেট নির্ধারিত সময় সপ্তাহ কয়েক পরেই স্কুল খোলা হবে বলে আশা করা হচ্ছে।

এক নজরে গরমের ছুটি ও স্কুল খোলা

বিষয়বিবরণ
ছুটির শুরুর তারিখগত ২২ এপ্রিল, ২০২৪ (প্রাথমিক ঘোষণা অনুযায়ী)
পশ্চিমবঙ্গে গরমের ছুটি শেষে২ জুন, ২০২৪ (Latest Update)
ছুটি শেষে স্কুল খোলার তারিখ৩ জুন থেকে সমস্ত স্কুলের গঠন-পাঠন চালু হবে
বর্তমান আপডেটআগের ঘোষণা মতেই নির্ধারিত সময় স্কুল খুলছে।

লেটেস্ট আপডেট: ৩ তারিখ খুলছে স্কুল! ছুটির পর হবে অতিরিক্ত ক্লাস! নির্দেশ শিক্ষা দপ্তরের, দেখে নিন

গরমের ছুটি ভোটের প্রভাব এবং স্কুলের ক্লাস শুরু

কিন্তু গোটা দেশ জুড়ে বর্তমানে চলছে নির্বাচনের উৎসব। যার ফল প্রকাশিত হবে জুন মাসের ৪ তারিখে। তাই প্রাথমিকভাবে জুন মাসের তিন তারিখে স্কুল অফিশিয়ালি খুলে গেলেও, পঠন পাঠন নির্বাচনের পরেই সঠিকভাবে সবকিছু হবে আশা করা হচ্ছে।

দেখে নিন: HS Semester Teacher: খুলে অস্থায়ী শিক্ষক পড়ানো নিয়ে নিয়ম জারি শিক্ষা দপ্তরের, দেখে নিন

বাংলা শিক্ষা থেকে পড়াশোনা সমস্ত কিছু আপডেট সবার আগে আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দিই। আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী সকল প্রকার পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের ঘোষণা থেকে আপডেট পাওয়ার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram