School Reopen Class Start Date: ৩ জুন স্কুল খুললেও ক্লাস চালু হবে এই তারিখে! লেটেস্ট আপডেট দেখে নিন

School Reopen Class Start Date Westbengal summer vacation 2024

School Reopen Class Start Date Westbengal summer vacation 2024: গরমের দীর্ঘ ছুটি শেষে অবশেষে স্কুল খোলার সুখবর পেয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ প্রতীক্ষার পর ৩ জুন থেকে খুলছে রাজ্যের সকল স্কুল। তবে, কিছু নির্দিষ্ট কারণে নিয়মিত ক্লাস শুরু হতে দেরি হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা দপ্তর!

   

স্কুল খুললেও শুধুমাত্র শিক্ষা কর্মী এবং শিক্ষক মহাশয়দের যেতে হবে ছাত্রছাত্রীদের কিন্তু পরে যেতে হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্র কি জানা যাচ্ছে? অতিরিক্ত ক্লাস নিয়ে কি আপডেট? সমস্ত কিছু জানবেন আজকের পোস্টে।

গরমের ছুটি শেষে স্কুল শুরু আপডেট!

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য ৩ জুন থেকে খুলছে স্কুল। তবে, নিয়মিত ক্লাস (Regular Classes) শুরু হবে ১০ জুন থেকে। কারণ, ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। Poling Booth-কারণে স্কুলগুলিতে পঠন-পাটন উপযোগী পরিবেশ এখনো নেই।

৪ জুন ভোটের ফলাফল বের হওয়ার পর, স্কুলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে। তাই, ৯ জুন পর্যন্ত নির্বাচন কমিশন ছুটি থাকার দরখাস্ত দিয়েছে। ১০ই জুন ২০২৪ তারিখ থেকে প্রাথমিক উচ্চ প্রাথমিক জুনিয়র হাই স্কুল তার সঙ্গে নব আ গত একাদশ শ্রেণীতে ভর্তি সমস্ত ছাত্র ছাত্রীদের স্কুল কিন্তু খুলবে

বিস্তারিত দেখুন: School Reopen: বাড়লো গরমের ছুটি, শিক্ষা দপ্তরের নোটিশ! টিচারদের যেতে হবে, দেখে নিন

আশা করা যায় এই আপডেটটি পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য সহায়ক হবে। স্কুল কর্তৃপক্ষ নিয়মিত আপডেট দেবে। স্কুলের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড নিয়মিত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram