School Reopen: বাড়লো গরমের ছুটি, শিক্ষা দপ্তরের নোটিশ! কবে খুলবে স্কুল? টিচারদের যেতে হবে, দেখে নিন


পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য শিক্ষা দপ্তর থেকে রয়েছে ব্রেকিং নোটিশ! সময়সীমা বাড়িয়ে এবারে গ্রীষ্মের ছুটি ২রা মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। অর্থাৎ পূর্ববর্তী নোটিশ অনুযায়ী আগামী ২রা জুন পর্যন্ত ছিল গ্রীষ্মের ছুটি এবং ৩রা জুন গরমের ছুটি কাটিয়ে রাজ্যের স্কুলগুলি পুনরায় ওপেন করা হতো।

   

কিন্তু ২৭শে মে সোমবার পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আবারো গরমের ছুটি বাড়ানো হলো। কতদিন পর্যন্ত গরমের ছুটি বর্ধিত করা হয়েছে? কত তারিখে স্কুল খুলবে? ছাত্র-ছাত্রীয় টিচারদের আলাদাভাবে স্কুল? বিস্তারিত জেনে নিন।

শিক্ষা দপ্তরের নতুন নোটিশ: ছাত্রছাত্রীদের ছুটি বাড়লো!

স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department, Govt of Westbengal) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩ই জুন তারিখ থেকে স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের ঐদিন থেকে স্কুলে যেতে হবে না। আগামী ৩রা জুন তারিখ থেকে শুধুমাত্র শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য স্কুল খুলছে।

ছাত্র-ছাত্রীদের জন্য গ্রীষ্মের ছুটি বর্ধিত করে ৯ই জুন, ২০২৪ তারিখ পর্যন্ত করা হয়েছে। এরপর পরের দিন অর্থাৎ ১০ই জুন, ২০২৪ তারিখ থেকে ছুটি কাটিয়ে স্কুলগুলি আবার পুনরায় পঠনপাঠন শুরু করবে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল ছুটির তারিখ প্রায় ১ সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।

একনজরে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নতুন ছুটি

বিষয় বিবরণ
গরমের ছুটি শেষ হচ্ছে (শিক্ষকদের জন্য)২রা জুন, ২০২৪ তারিখ। 
ছুটি কাটিয়ে স্কুল খুলছে (শিক্ষকদের জন্য)৩রা জুন, ২০২৪ তারিখ। (সোমবার)
স্কুলগুলিতে গরমের ছুটি শেষ হচ্ছে (ছাত্র-ছাত্রীদের জন্য)৯ই জুন, ২০২৪ তারিখ।
স্কুলগুলিতে পঠন-পাঠান শুরু হবে১০ই জুন, ২০২৪ তারিখ। (সোমবার)

নতুন গরমের ছুটি ও স্কুল খোলা শিক্ষা দপ্তরের নোটিশ

ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সুবিধার্থে স্কুল শিক্ষা দপ্তরের তার সঙ্গে মধ্যশিক্ষা দপ্তরের তরফ থেকে যে অফিশিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি গুলি জারি করা হয়ে গেছে, তার বিস্তারিত নিচের দেয়া হলো আপনারা নিজেরা ডাউনলোড করে দেখে নিন –

REGARDING RE-OPENING OF SCHOOLS AFTER SUMMER VACATION, 2024Official Notice
10-SECY/11099/41/ 2023-ADMN SEC-DSE
Date: – 27-05-2024
View PDF

আরো দেখুন: পড়ুয়াদের রাজ্য সরকারের “সাইবারের সহজপাঠ” কোর্স! কিভাবে আবেদন করবেন জেনেনিন

অতিরিক্ত ক্লাসের ভাবনা ও পঠন পাঠন

মধ্যশিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার স্কুলগুলি পুনরায় খোলার পরে, বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা শিক্ষার্থীদের স্বার্থে, ক্লাসের ক্ষতি পূরণের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনার জন্য, প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা করবে।

ইতিমধ্যেই নির্বাচনের পরে স্কুল গুলিকে পড়াশুনা উপযোগী পরিকাঠামোর জন্য তৈরি করতে হবে। যাতে এক সপ্তাহ পর স্কুল খুলে ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে সমস্ত ক্লাস এবং পঠন-পাঠন করতে পারে। বাংলা শিক্ষা থেকে পড়াশোনা সবার আগে খবর পেতে সঙ্গে থাকুন, যুক্ত থাকুন, জানতে থাকুন, EduTips-এর সঙ্গে!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram