শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সরকারের। পশ্চিমবঙ্গ সরকার এই দায়িত্ব পালন করতে বারবার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে। স্কুলের ইউনিফর্ম, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড—সবই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবার তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প, যার নাম ‘শিক্ষাসাথী’ প্রকল্প।
WB Shiksha Sathi Scheme: শিক্ষাসাথী প্রকল্প: লক্ষ্য ও উদ্দেশ্য
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য স্বল্প মূল্যে খাতা সরবরাহ করা। বর্তমান বাজারে খাতার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, বিশেষত দরিদ্র পরিবারের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সরকার পড়ুয়াদের কাছে কম দামে গুণগত মানসম্পন্ন খাতা পৌঁছে দিতে চায়।
দেখে নিন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড
কারা লাভবান হবে এই প্রকল্প থেকে?
‘শিক্ষাসাথী’ প্রকল্প প্রধানত রাজ্যের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কার্যকরী হবে। কম দামে খাতা পাওয়ায় তারা নিজেদের পড়াশোনার খরচ বহন করতে পারবে।
এছাড়াও, খাতাগুলোর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তথ্য অন্তর্ভুক্ত থাকবে, যা শিক্ষার্থীদের অন্যান্য সুবিধাগুলি সম্পর্কে সচেতন করবে। ভবিষ্যতে রেশন দোকানেও এই খাতা সরবরাহের পরিকল্পনা করা হচ্ছে।
আরো দেখুন: Yuvashree Prakalpa: যুবশ্রী প্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা! কিভাবে নতুন আবেদন? দেখে নিন
বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিদিনের প্রয়োজনীয় সামগ্রীও অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। ‘শিক্ষাসাথী’ প্রকল্পের মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের পরিবারের ওপরও অর্থনৈতিক চাপ কিছুটা কমবে।
আরও আপডেট »