স্কুল পড়ুয়াদের একাউন্টে শিক্ষাশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু! কারা পাবে? চেক করে নাও।

Sikshashree-prakalpa

পশ্চিমবঙ্গ সরকারের “অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন” দ্বারা পরিচালিত শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি (SC & ST) পড়ুয়াদের প্রতিবছর পড়াশোনার সহায়তার জন্য ৮০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ২০১৪ সালে এই প্রকল্পের সূচনা করেন এরপর প্রতিবছর এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের টাকা দেওয়া হচ্ছে। অন্যান্য বছরের মতোই এবছরও ২০২৪ সালে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের SC ও ST পড়ুয়াদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কোন কোন ছাত্র-ছাত্রীদের শিক্ষাশ্রী প্রকল্পের টাকা ঢুকছে? বা ঢুকতে চলেছে এবং টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করবে? সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

শিক্ষাশ্রী প্রকল্পের ৮০০ টাকা পাচ্ছে রাজ্যের পড়ুয়ারা

২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষাশ্রী প্রকল্পের টাকা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত তপশিলি জাতি ও তপশিলি উপজাতি পড়ুয়াদের দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার Tresury থেকে এই টাকা দেওয়া হচ্ছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে নিচে দেওয়া মেসেজটির মত একটি মেসেজ আসছে ‌।

Your claim of Rs. 800 (Scholarships and Stipends) is released from Bankura Treasury and is scheduled to be credited to Bank A/C No. XXXXXXXXX8137 on 22/07/2024.WBIFMS.

ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে কত টাকা পাচ্ছে এবং কত তারিখে টাকা পেয়েছে সমস্ত কিছু এই মেসেজের মধ্যে উল্লেখ রয়েছে।

টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করবে

ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ঢুকেছে কিনা এটা চেক করার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোন পোর্টাল নেই, তাই এই প্রকল্পের টাকা ঢুকেছে কিনা তা জানার জন্য ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করে জেনে নিতে হবে। যদি টাকা না ঢুকে থাকে তাহলে স্কুলে যোগাযোগ করতে হবে এবং টাকা পেতে যদি কোন সমস্যা থাকে তাহলে স্কুলের তরফ থেকেই ঠিক করে দেওয়া হবে।

আরোও পড়ুন » মেধাশ্রী প্রকল্পে স্কুল পড়ুয়াদের একাউন্টে ৮০০ টাকা দেওয়া শুরু! কারা পাবে? চেক করে নিন

কোন কোন ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে

শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ৮০০ টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই নিম্নত কিছু যোগ্যতা গুলির প্রয়োজন।

  • পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ডের অধীনস্থ স্কুলে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থীকে তপশিলি জাতি জাতি এবং তপশিলি উপজাতি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
  • পড়ুয়াকে অবশ্যই পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত হতে হবে।
  • পড়ুয়ার পরিবারের পারিবারিক ইনকাম বছরে ২ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হওয়া চলবে না।

ছাত্রীদের জন্য সরকারি প্রকল্প: Balika Samriddhi Yojana: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন এই প্রকল্পে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram