Sitaram Jindal Scholarship: জিন্দাল স্কলারশিপ ছেলে-মেয়ে সবাই পাবে 5000 টাকা! আজই আবেদন করুন

Sitaram Jindal Scholarship Application Form El;igibility Last Date

Sitaram Jindal Scholarship 2024: ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার্থে একটি জনপ্রিয় স্কলারশিপের বিস্তৃত আপডেট দেব। যেখানে ছাত্র ছাত্রী পড়ুয়া বার্ষিক ৫০০০ টাকা, ১০০০০ থেকে ৫০০০০ টাকা অবধি বৃত্তি পেতে পারেন। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এর বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়বেন।

   

Sitaram Jindal Scholarship 2024 (জিন্দাল স্কলারশিপ)

সীতারাম জিন্দাল ফাউন্ডেশন বেঙ্গালুরুতে অবস্থিত একটি আন্তর্জাতিক ট্রাস্ট যা প্রত‍্যেক বছর প্রায় ১২০০০ এর ও বেশী দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা করার জন‍্য আর্থিক সাহায‍্য প্রদান করে থাকে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে উচ্চমাধ‍্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা ৫০০০০ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন

আবেদনকারীর যোগ‍্যতা (Eligibility)

গোটা ভারতবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিক এবং কলেজে ভর্তি হওয়ার পর আবেদন করতে পারবে।

  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষের কম হতে হবে।
  • ছাত্র আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় ৬৫% ও -ছাত্রী আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় নুন‍্যতম ৬০% নম্বর রাখতেই হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)

আবেদনপত্র পাঠানোর সময় আবেদন ফরমের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্ট গুলির জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। জেরক্স কপি গুলি অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে অ্যাটেস্টেড (Attested) এবং ভেরিফাই করা থাকতে হবে

  • (১) পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার রেজাল্ট।
  • (২) মাধ্যমিকের এডমিট (জন্মতারিখ উল্লেখ না থাকলে জন্মতারিখের আলাদা প্রমান লাগবে)।
  • (৩) পারিবারিক আয়ের শংসাপত্র।
  • (৪) অ্যানেক্সার-VIII অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ।
  • (৫) Annexure-IV বা Annexure-IX অনুসারে হোস্টেলারদের জন‍্য সংশ্লিষ্ট হোস্টেলের ওয়ার্ডেন বা বাসস্থানের মালিকের থেকে শংসাপত্র।
  • (৬) সরকারী মেধা কোটার অধীনে ভর্তি হলে তার শংসাপত্র এবং
  • (৭) শারীরিক প্রতিবন্ধীদের জন‍্য উপযুক্ত কতৃপক্ষের শংসাপত্র (যদি থাকে)।

অবশ্যই দেখুন: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে!

জিন্দাল স্কলারশিপ আবেদন পদ্ধতি (Application Form Download & Fill up)

আজকাল অধিকাংশ স্কলারশিপের ফর্ম অনলাইনে ফিলাপ হলেও সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্ম অফলাইনেই সাবমিট করতে হয় –

(১) আবেদন পত্র ডাউনলোড করার জন্য Sitaram Jindal Scholarship official website ভিজিট করে প্রথমে সাইবার ক‍্যাফ বা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করাতে হবে। আপনাদের জন্য লিংক সরাসরি দেওয়া রইল।

(২) উপযুক্ত ও সঠিক তথ‍্য দিয়ে পরিষ্কার হাতের লেখায় ফর্মটি পূরন করতে হবে। (৩) উপরোক্ত ডকুমেন্টস গুলো সংগ্রহ করে Attested করিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করুন। (৪) আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হলেও নিম্নলিখিত ঠিকানায় স্পীডপোস্টে (Speed Post) পাঠিয়ে দিন।

আবেদন পত্র ডাউনলোড করুন »Download Form
স্পীডপোস্টের মাধ‍্যমে আবেদন পাঠানোর ঠিকানাThe Trustee, Sitaram Jindal Foundation,
Jindal Nagar, Tumkur Road,
Bengaluru 560073
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক:sitaramjindalfoundation.org

আবেদন চলছে: Nabanna Scholarship 2024: নবান্ন স্কলারশিপ ১০০০০ টাকা! অনলাইনে দেখে নিন

Sitaram Jindal Scholarship Last Date 2024: প্রসঙ্গত এই স্কলারশিপের আবেদনের কোন নির্দিষ্ট তারিখ নেই। সারা বছর ধরেই আবেদনকারীরা আবেদন করতে পারেন। সকল ছাত্রছাত্রীদের পড়াশুনায় এগিয়ে যেতে সাহায‍্য করাই আমাদের মূল লক্ষ‍্য, অবশ‍্যই একটি শেয়ার করে দেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram