SMFWB Exam Pattern: প্যারামেডিকেল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন! ভালো প্রস্তুতিতে ডাউনলোড করে নাও

SMFWB Westbengal Paramedical Exam Pattern Marks Distribution

SMFWB Westbengal Paramedical Exam Pattern Marks Distribution: ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্যাকাল্টি আয়োজিত SMFWBEE পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা রাজ্য সরকারিভাবে প্যারামেডিকেল কোর্সে ভর্তি হতে পারবে এবং প্যারামেডিকেল কোর্সের বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলি করতে পারবে।

   

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা প্যারামেডিকেল কোর্সে ভর্তি হওয়ার জন্য SMFWBEE পরীক্ষা দিতে চলেছ তাদের অবশ্যই পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে অবগত থাকা জরুরি। তাই আজকের এই প্রতিবেদনে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে SMFWBEE পরীক্ষার প্যাটার্ন বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Smfwb exam pattern: প্যারামেডিকেল পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর

SMFWBEE পরীক্ষার পূর্ণমান হল ২০০ এক্ষেত্রে প্রশ্ন থাকবে মোট ১০০টি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে ছাত্রছাত্রীরা পাবে ২ নম্বর।

বিভাগবিষয়মোট প্রশ্ন সংখ্যামোট নম্বরনির্ধারিত সময়
বিভাগ Aপদার্থবিদ্যা
(Physics)
২৫ টি৫০১ ঘন্টা 
রসায়ন বিদ্যা
(Chemistry)
২৫ টি৫০
বিভাগ Bজীববিদ্যা 
(Biology)
৫০ টি১০০
মোট১০০ টি২০০ নম্বর 

SMFWBEE Exam Pattern 2024 পরীক্ষার প্যাটার্ন

পশ্চিমবঙ্গে প্যারামেডিকেল কোর্সে মূলত SMFWBEE এর অধীনে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের সম্ভাব্য প্রবেশিকা পরীক্ষা 28 জুলাই ২০২৪ তারিখে নির্ধারিত করা হয়েছে। পরীক্ষারপ্রশ্নের প্যাটার্ন এবং প্রত্যেক বিষয়ের জন্য নির্ধারিত নম্বর কয়েটি প্রশ্ন থাকতে পারে এবং বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

  • SMFWBEE পরীক্ষার জন্য দুটি আলাদা বিভাগ থাকবে অর্থাৎ বিভাগ A এবং বিভাগ B।
  • বিভাগ A তে পদার্থবিজ্ঞানের জন্য ২৫ টি প্রশ্ন এবং রসায়নবিদ্যার জন্য নির্ধারিত ২৫ টি প্রশ্ন ধার্য হবে।
  • অন্যদিকে বিভাগ B অর্থাৎ শুধু জীববিদ্যার জন্য ৫০ টি প্রশ্ন ধার্য করা হয়েছে।

অর্থাৎ মোট প্রশ্ন থাকবে ১০০ টি এবং প্রত্যেক প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার থাকবে ২। অর্থাৎ মোট ২০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।

প্রবেশিকা পরীক্ষার জন্য অনুমোদিত সময় হলো ১ ঘন্টা। SMFWBEE পরীক্ষা সংঘটিত হবে ২৮শে জুলাই তারিখ পরীক্ষার সময় হল দুপুর ১টা থেকে ২টো। এছাড়াও পরীক্ষার বিষয় আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা SMFWBEE এর ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

SMFWBEE 2024 পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে Information BulletinDownload Pdf
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন https://smfwb.in/

পরীক্ষার ফর্ম: SMFWB Paramedical Form Fill Up 2024: রাজ্যে প্যারামেডিকেল ভর্তি পরীক্ষা অনলাইনে ফর্ম ফিলাপ

SMFWBEE পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। SMFWBEE পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট, পরীক্ষা প্রস্তুতি, বিগত বছরের প্রশ্নপত্র ও একাধিক সুবিধা পেতে অবশ্যই আমাদের Edutips Bangla ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram