SMFWB Paramedical Exam: রাজ্যে সরকারি প্যারা মেডিকেল ভর্তি! পরীক্ষা, যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন

SMFWB Paramedical Exam Details Course Application Eligibility

উচ্চ মাধ্যমিকের পর ছাত্র-ছাত্রীরা সাধারণত ক্যারিয়ার গড়ে তুলতে বিভিন্ন পেশাদারী কোর্সের দিকে আগ্রহ বেশি দেখান। আর সাইন্স বা বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়ারা মূলত মেডিকেল লাইনের প্রতি আগ্রহ বেশি থাকে। তবে সবাইতো আর নিট (NEET) পরীক্ষাতে ভালো ফল করতে পারে না। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা না দিয়েও মেডিকেল লাইনে পড়া সম্ভব। ডাক্তার হতে পারবে না, তবে মেডিকেল স্টাফ অবশ্যই হবে

   

রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিকেল ভর্তির জন্য আলাদা করে পরীক্ষা হয়। আর বর্তমানে মেডিকেলের যে কোন ফিল্ডের চাহিদা সবাই জানি আমরা, সেটা ডাক্তার বাবুদের কোন প্রেসক্রাইব করা ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা কিংবা এক্স-রে, ইসিজি সমস্ত কিছুই করে প্যারামেডিকেল স্টাফরা!

SMFWB Paramedical Exam: রাজ্য প্যারামেডিকেল পরীক্ষার সমস্ত তথ্য

স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল (SMFWB) এই প্যারামেডিকেল পড়াশোনার জন্য প্রবেশিকা পরীক্ষা প্রতি বছর নিয়ে থাকে। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে অনেক পড়ুয়া বঞ্চিত হয়। জানেন এই প্যারামেডিকেল পরীক্ষা কারা দিতে পারবে কি এবং এর মধ্যে কি কি কোর্স অন্তর্ভুক্ত থাকে?

আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব রাজ্যের প্যারামেডিকেল কোর্স এবং তার প্রবেশিকা পরীক্ষার বিষয় নিয়ে। তাই এই প্রতিবেদনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

প্যারামেডিকেল পরীক্ষার বিস্তারিত তথ্য

পরীক্ষার নাম SMFWBEE 2024
পরীক্ষার কেন্দ্রের নামState medical faculty of West Bengal
কারা আবেদন করতে পারবেনউচ্চমাধ্যমিক স্তরে সাইন্স নিয়ে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারেন
মোট কোর্সের সংখ্যা১৩ টি
আবেদন শুরুর তারিখজুন ২০২৪
পরীক্ষার সম্ভাব্য তারিখপ্রতিবছর জুলাই মাসে পরীক্ষা হয়
SMFWBEE হেল্পডেস্ক ফোন নম্বর – 9674524077
মোট সিট সংখ্যাসরকারিতে ১১৭৮ টি
বেসরকারিতে ৮৫১টি

SMFWB Eligibility: যোগ্যতা ও বয়স

ইচ্ছুক প্রার্থীদের প্যারামেডিকেল কোর্স করার জন্য প্রথমে SMFWBEE 2024 পরীক্ষায় বসতে হবে। অবশ্য পরীক্ষায় বসার জন্য নূন্যতম কিছু যোগ্যতা লাগছে যেগুলি হল –

1. HS Science Required: ইচ্ছুক পরীক্ষার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে রাখতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে অবশ্যই বিজ্ঞান বিভাগে অর্থাৎ পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) এবং জীববিদ্যা (Biology) এই তিনটি বিষয় আবশ্যিক ভাবে রাখতে হবে।

2. SMFWBEE পরীক্ষায় বসার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১লা অক্টোবর ২০২৪ এর মধ্যে নুন্যতম ১৭ বছর হতে হবে। বয়সের কোন উর্ধ্বসীমা নেই।

রাজ্যের আন্ডারে প্যারামেডিকেল কোর্স এবং বরাদ্দ আসন

পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইনস্টিটিউট গুলিতে প্যারামেডিকেল কোর্স করানো হয়। SMFWBEE 2024 পরীক্ষায় প্রাপ্ত rank এর মাধ্যমেই আপনি সরকারি না বেসরকারি কলেজে পড়বেন তা নির্ধারিত করা হবে।

আর পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলিতে মোট বরাদ্দ এর সংখ্যা হল ১১৭৮ টি , পাশাপাশি বেসরকারি ইনস্টিটিউটগুলিতে মোট সিট সংখ্যা থাকছে ৮৫১ টি।

মিস করবে না: Career After HS Science: উচ্চমাধ্যমিক সায়েন্স পড়ার পর কি কি অপশন আছে? সমস্ত লাইন দেখে নাও

প্যারামেডিকেলে মোট কোর্স এর সংখ্যা (SMFWB Course List)

  1. মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা (DMLT টেক)
  2. ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি-ডায়াগনস্টিক (ডিআরডি টেক)
  3. ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি (ডিপিটি)রেডিওথেরাপি টেকনোলজি ডিপ্লোমা (ডিআরটি টেক)
  4. ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অফথালমিক টেকনিক (DOPT)
  5. ডিপ্লোমা ইন নিউরো ইলেক্ট্রো-ফিজিওলজি (DNEP)
  6. ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি (DPFT)
  7. ডিপ্লোমা ইন ক্যাথ-ল্যাব টেকনিশিয়ান (ডিসিএলটি)
  8. ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি (DCCT)
  9. ডিপ্লোমা ইন ডায়ালাইসিস টেকনিক
  10. ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি (DOTT)
  11. ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি (ডিডিসিটি)
  12. ইলেক্ট্রো কার্ডিওগ্রাফিক টেকনিকে ডিপ্লোমা (ইসিজি টেকনিশিয়ান)

সমস্ত কোর্স এবং কি কি কাজ করতে হয় সেটা নিয়ে বিস্তারিত একটি পোস্ট ইতিমধ্যেই লেখা রয়েছে আপনারা পড়ে নিন।

বিস্তারিত: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি পরীক্ষা, চাকরি, সুবিধা দেখে নিন

যোগাযোগের বিবরণ (SMFWB Contact)

ইচ্ছুক প্রার্থীরা প্যারামেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বিষয় বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট: SMFWBEE ↗ অথবা, অফলাইন অফিসে ভিজিট করতে পারেন অফিসের ঠিকানা নিচে দেওয়া হল।

সেক্রেটারি, স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল 14C, বেলিয়াঘাটা মেইন রোড,কলকাতা - 700085

বর্তমানে এই পরীক্ষার ফর্ম ছেড়ে দিয়েছে এবং ফরম পূরণ চলছে! পরবর্তী পোস্টে আমরা বিস্তারিত ফরম পূরণসহ সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আসছি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। পরীক্ষা সহ বিস্তারিত সমস্ত গাইডেন্স পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram