প্রতি বছরেরই রাজ্য সরকারের তরফ থেকে সরকারি মেডিকেল কলেজগুলিতে প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এই শিক্ষাবর্ষেও প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য পরীক্ষার তারিখ দেওয়া হয়ে গিয়েছে এবং পরীক্ষার জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আজকের এই প্রতিবেদনে প্যারামেডিকেল কোর্সে ভর্তির ফর্ম ফিলাপের সম্পূর্ণ গাইড করা হয়েছে।
SMFWBEE 2024: প্যারামেডিকেল ভর্তি পরীক্ষার অনলাইনে ফরম ফিলাপ
SMFWB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকালিটি এর আন্ডারে ছাত্রছাত্রীরা প্যারামেডিকেল এর বিভিন্ন ডিপ্লোমা কোর্স গুলি করতে পারবে। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে SMFWBEE পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে।
প্যারামেডিকেল পরীক্ষা ও গুরুত্বপূর্ণ তারিখ
কার্যকলাপ | তারিখ |
---|---|
Commencement of Online Registrations | 06.06.2024 |
Last Date of Online Registration and Online Fee Payment | 18.07.2024 |
Date of Offline Examination | 28.07.2024 |
কারা পরীক্ষাটা দিতে পারবেন? কি কি যোগ্যতা লাগবে? – এটা নিয়ে একটা পোস্ট আগের দিনে ইতি মধ্যেই করা হয়েছে না জানা থাকলে নিচের লিংকে ক্লিক করে পড়ে নিন।
বিস্তারিত পড়ুন » SMFWB Paramedical Exam: রাজ্যে সরকারি প্যারামেডিকেল ভর্তি! পরীক্ষা, যোগ্যতা সহ বিস্তারিত
SMFWBEE 2024 আবেদন প্রক্রিয়া (Online Application)
SMFWBEE 2024 আবেদন প্রক্রিয়া বিগত ৬ এই জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ই জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী এখনো SMFWBEE 2024 পরীক্ষার জন্য আবেদন করোনি তোমরা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নাও।
- আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে smfwb.examflix.in পোর্টালে যেতে হবে।
- পরীক্ষার্থীর নাম, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই একটি বৈধ ইমেল আইডি সঙ্গে রাখতে হবে।
- রেজিস্ট্রেশনের পর পুনরায় আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার ব্যক্তিগত তথ্য এবং আর বিবরণ আপডেট করতে পারেন।
- এরপর আপনার স্বাক্ষর আপনার নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি জেপিইজি ফরমেটে আপলোড করতে হবে।
- এরপর আপনার নিকটবর্তী পছন্দের পরীক্ষা কেন্দ্র চয়েস করতে হবে।
- এরপর সবশেষে আবেদন ফি পেমেন্ট করে আবেদন ফার্মটি ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি (Application Fees Payment)
চলতি বছরে SMFWBEE 2024 পরীক্ষার জন্য আবেদন ফি 500 টাকা। অনলাইন পেমেন্টের জন্য পরীক্ষার্থীরা অনলাইন ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং UPI ব্যবহার করতে পারবে।
SMFWBEE 2024 সম্পর্কে বিস্তারিত জানতে Information Bulletin ডাউনলোড করুন | Download Pdf |
সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন লিংক | Registration Link |
অবশ্যই পড়ুন » প্যারামেডিকেল কোর্স কি? সরকারি ও বেসরকারি চাকরি! ইন্টার্নশিপ এর সুবিধা দেখে নিন
খুব তাড়াতাড়ি আমরা পরীক্ষার প্র্যাকটিস এবং তার সঙ্গে প্রশ্নের বিভিন্ন প্যাটার্ন ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে আসবো যাতে প্রস্তুতি নিতে সুবিধা হয়। প্যারামেডিকেল কোর্স সংক্রান্ত এবং SMFWBEE 2024 পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই EduTips Bangla ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »