SNTCSSC: সিভিল সার্ভিস প্রস্তুতির সরকারি কোর্সে ভর্তি শুরু! রইল আবেদনের ফর্ম, সুযোগ মিস করবেন না!

SNTCSSC Composite Course 2025 Batch Admission

ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা সমগ্র দেশ তথা বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা বলে পরিচিত, যে পরীক্ষায় নির্বাচিত হতে পারলে IASIPS – এর মত প্রশাসনিক আধিকারিক হওয়ার সুযোগ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আধিকারিক হওয়ার এই স্বপ্ন হওয়ার সত্যি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

   

বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পরীক্ষার্থীদের সঠিক Guidance দিতে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার (SNTCSSC) – এর তরফে কোর্স করানো হচ্ছে; যেখানে জেলাশাসক(IAS), পুলিশ সুপার(IPS) – এর মতো প্রশাসনিক আধিকারিকরা পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

SNTCSSC Composite Course 2025 Batch Admission

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার প্রতি বছরের মতো এবছরও এই প্রতিষ্ঠানে পরীক্ষার প্রস্তুতির জন্য একটি স্বল্প সময়ের কোর্স করানো হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

STNCSSC – এর কোর্সে ভর্তির পদ্ধতি

প্রসঙ্গত উল্লেখ্য, 2025 সালের UPSC – পরীক্ষার্থীদের জন্য চলতি বছরে এই কোর্সের আয়োজন করা হচ্ছে, যার সময়কাল 10 মাস

  • UPSC পরীক্ষা প্রস্তুতির এই কোর্সে প্রিলিমস এবং মেইন পরীক্ষার জন্য প্রয়োজনীয় নানা বিষয় পড়ানো ছাড়াও নেওয়া হবে মক টেস্ট, পাশাপাশি মক ইন্টারভিউয়েরও ব্যবস্থা থাকবে।

SNTCSSC – এর এই কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছে। MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউ নিয়ে এই কোর্সে ভর্তি করা হবে। এক্ষেত্রে উল্লেখ্য, সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষায় যারা ইতিমধ্যেই পাশ করেছেন, তাদের সরাসরি এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

আরো দেখুন » WBP SI Application Form 2024: রাজ্য পুলিশের ফর্ম ফিলাপ! কিভাবে অনলাইনে আবেদন? দেখে নিন

কোর্সের খরচ?

কোর্সটি আয়োজনের জন্য নিউ দিল্লির বিভিন্ন বিখ্যাত কোচিং প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে। আগামী জুন মাস থেকে ক্লাস শুরু হবে। ক্লাস নেবেন ইউপিএসসি সিভিল সার্ভিসের বিষয়ে অভিজ্ঞ জাতীয় স্তরের শিক্ষকরা। উল্লেখ্য, অফলাইনেই নেওয়া হবে সমস্ত ক্লাস। কোর্স ফি হিসেবে অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে 1000 টাকা এবং 500 টাকা জমা দিতে হবে।

আবেদনের সর্বশেষ তারিখ কবে ?

SNTCSSC – এর এই কোর্সে ভর্তির আবেদন জানানোর শেষ দিন 24th March এবং ভর্তির পরীক্ষা হবে 7th April, পরীক্ষার আয়োজন করা হবে কলকাতাতেই

পরিশেষে, এই কোর্সের ভর্তির বিষয়ে আরো বিস্তারিত জানতে পরীক্ষার্থীদের সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার (SNTCSSC) – এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
আবেদনের লিংকApply Form
আবেদনের শেষ তারিখMarch 24, 2024, Sunday, 3.00 pm

আরো সুযোগ » WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram