Software/ Computer Science Engineer: সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে হওয়া যায়? সম্পূর্ণ কেরিয়ার গাইড

How to Become Software Engineer Career Guide

বর্তমান ডিজিটাল যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (Software Engineering) বা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং অন্যতম জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন ক্যারিয়ার অপশন। অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানেন না যে কীভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং কোন বিষয়গুলো পড়তে হয়। এই গাইডে আমরা পশ্চিমবঙ্গের প্রসঙ্গে সহজ ভাষায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পদ্ধতি, খরচ, সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং স্কলারশিপ (Scholarship) নিয়ে আলোচনা করব।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী? What is Software Engineering

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (Software Engineering) হল কম্পিউটার সফটওয়্যার এপ্লিকেশন, ওয়েবসাইট তৈরি, ডিজাইন এবং উন্নতির উপর একটি শাখা। এই পেশায় দক্ষ সফটওয়্যার ডেভেলপার (Software Developer), প্রোগ্রামার (Programmer) ও আইটি বিশেষজ্ঞরা (IT Specialists) কাজ করে।

Eligibility (যোগ্যতা) উচ্চমাধ্যমিকে (Higher Secondary) কী পড়তে হবে?

বিজ্ঞানের (10+2 Pure Science) ছাত্র-ছাত্রীরা ম্যাথমেটিক্স (Mathematics) নিয়ে থাকলে তারা যেকোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারে।

স্ট্রিম (Stream)প্রয়োজনীয় বিষয়
বিজ্ঞান (Science)ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry), ম্যাথমেটিক্স (Mathematics) – 45% নম্বর থাকতে হবে
কম্পিউটার সায়েন্স (Computer Science) নেওয়া কি বাধ্যতামূলক?না, তবে থাকলে সুবিধা পাওয়া যায়।
বায়োলজি (Biology) পড়লেও কি সম্ভব?হ্যাঁ, যদি ম্যাথমেটিক্স (Mathematics) 4th Subject/ Optional নেয়া থাকে।

আরো দেখবে: Career for Arts Students: আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়? রইলো সেরা 10 কেরিয়ার ও চাকরি

How to Become Software Engineer: সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ধাপ (Step by Step Guide)

১. উচ্চমাধ্যমিক (Higher Secondary) সম্পন্ন – বিজ্ঞান (Science) বিভাগে ম্যাথমেটিক্স (Mathematics) সহ উচ্চমাধ্যমিক পাশ করুন।

২. প্রবেশিকা পরীক্ষা (Entrance Exam) – পশ্চিমবঙ্গে WBJEE (West Bengal Joint Entrance Examination) এবং JEE Main এর মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি হওয়া যায়।

৩. স্নাতক স্তরের ডিগ্রি (Undergraduate Engineering Degree) – B.Tech (Bachelor of Technology) in Computer Science/ IT/ Electronics Telecommunication (ECE) এই বিভাগগুলি থেকে সম্পন্ন হতে হবে।

তবে কলেজের ডিগ্রী বা কলেজে ভর্তি হয়ে গেলেই যে সবকিছু হয়ে গেল তা কিন্তু না, কলেজের চার বছর যথেষ্ট পরিশ্রম করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজের স্কিল ডেভেলপ করে যোগ্য করতে হবে!

৪. ইন্টার্নশিপ (Internship) ও অভিজ্ঞতা অর্জন – প্রকল্প/প্রজেক্ট ও ইন্টার্নশিপ করে অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে সাবলীল করতে হবে।।

৫. উচ্চশিক্ষা ও বিশেষায়িত কোর্স – পরবর্তীকালে স্পেশালাইজেশন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে M.Tech বা Data Engineer, AI, মেশিন লার্নিং, বিভিন্ন শাখায় স্পেশালাইজেশন করা যেতে পারে।।

৬. চাকরি (Job) বা নিজের স্টার্টআপ – সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে পারেন অথবা নিজস্ব সফটওয়্যার কোম্পানি শুরু করতে পারেন।

বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রোডাক্ট টেক কোম্পানি (Google, Meta, Amazon, Flipkart, Microsoft) এর পাশাপাশি ভারতীয় সার্ভিস কোম্পানি (TATA TCS, Infosys, Wipro, Zoho) ও নামিদামি কোম্পানিতে কাজের অফার পাওয়া যায়।

তার পাশাপাশি আজকের দিনে প্রত্যেক বিজনেসে আইটি বা সফটওয়্যার ডিপার্টমেন্ট থাকে সেখানেও প্রচুর অপরচুনিটি রয়েছে। দেশের কোন Start-up কোম্পানিতে বেঙ্গালুরু, পুনে, নয়ডা, কলকাতা -বড় মেট্রো সিটিতে যোগদান করা যেতে পারে।

পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি কলেজ (Software/Computer Science Engineering College Westbengal)

পশ্চিমবঙ্গের মধ্যে IIT খড়গপুর, NIT দুর্গাপুর এবং IIEST শিবপুর জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার সুযোগ মিলে। কিন্তু যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছি আমরা মূলত পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সরকারি কলেজ গুলিতে বেশি ফোকাস করছি।

সরকারি কলেজ (Govt. Colleges)

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে চার বছরের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রাজ্য WBJEE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়ে ভালো ফলাফল এবং র‍্যাঙ্ক করতে হবে।

সরকারি কলেজের নামআনুমানিক ফি
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)প্রায় ₹12,000/বছর
কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ₹20,000/বছর
জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ₹20,000/- বছর
পুরুলিয়া রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ₹20,000/- বছর
কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ₹20,000/- বছর
আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ₹20,000/- বছর

দেখতে পারো: WBJEE Govt College CSE Cut off 2024: সরকারি কলেজ কম্পিউটার সায়েন্স কত Rank লাগবে?

বেসরকারি কলেজ (Private Colleges)

প্রাইভেট কলেজগুলিতেও এন্ট্রান্স পরীক্ষা মাধ্যমে ঢুকলে ফিস অনেকটাই বা খরচ অনেকটাই কম লাগে, ভালো Rank থাকলে TFW কলেজের টাকা লাগে না। অন্যদিকে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ফি অনেকটাই বেশি

কলেজের নামপ্রবেশিকা পরীক্ষাআনুমানিক খরচ
হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (Heritage Institute of Technology)WBJEE/JEE Main₹4-₹8 লাখ
আইইএম (IEM)WBJEE/JEE Main₹5-₹10 লাখ
টেকনো ইন্ডিয়া (Techno India)WBJEE/JEE Main₹5-₹10 লাখ

(Fees & Scholarship) কোর্স ফি, পড়াশোনার খরচ ও স্কলারশিপ অন্যান্য সুবিধা

সরকারি ও বেসরকারি উভয় কলেজগুলিতে ভর্তি হলে এবং যোগ্যতা অর্জন করলে স্কলারশিপ পাওয়ার ও সুযোগ থাকে। আমাদের রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মাধ্যমে প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে, (বছরের 60 হাজার টাকা) পাওয়া যায়।

সরকারি কলেজের খরচবেসরকারি কলেজের খরচ
সরকারি কলেজের খরচ একদমই কম, WBJEE এর মাধ্যমে ভর্তি হলে ₹10,000-₹50,000 এর মধ্যেই সম্পূর্ণ কোর্স শেষ করা সম্ভব।বেসরকারি কলেজের খরচ ₹4 লাখ থেকে ₹10 লাখ পর্যন্ত হতে পারে।

তবে এর সঙ্গে নিজের পার্সোনাল খরচ, হোস্টেল বা Mess থাকার খরচ, যাতায়াতের খরচ সেগুলি বাড়তিভাবে যুক্ত হবে।

স্কলারশিপ (Scholarship) ও সরকারি প্রকল্পের সুবিধা

স্কলারশিপের নামসুবিধা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে, (বছরে 60 হাজার টাকা)
AICTE স্কলারশিপ & TFW Schemeটিউশন ফি ছাড় + মাসিক ভাতা

Job Profile & Salary: সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ ও বেতন!

সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। নিচের কয়েকটি পপুলার ক্যাটাগরি ছাড়াও অনেক রকম জব প্রোফাইল রয়েছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে –

জব প্রোফাইলবেতনের পরিমাণ (₹)
আইটি ট্রেনি ইঞ্জিনিয়ার (IT)₹4-₹10 লাখ/বছর
সফটওয়্যার ডেভেলপার (Software Developer)₹4-₹20 লাখ/বছর
ওয়েব ডেভেলপার (Web Developer)₹3-₹15 লাখ/বছর
ডেটা সায়েন্টিস্ট (Data Scientist)₹6-₹30 লাখ/বছর
সাইবার সিকিউরিটি এক্সপার্ট (Cyber Security Expert)₹10-₹25 লাখ/বছর
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভলপার (Android APP Developer)₹6-₹30 লাখ/বছর
ক্লাউড ইঞ্জিনিয়ার (AWS, Azure)₹10-₹20 লাখ/বছর
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার₹20+ লাখ/বছর

✅ আপনাদের ব্যক্তিগত সহায়তা লাগলে বা এই কম্পিউটার সাইন্স বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের প্রিমিয়াম কাউন্সিলিং সার্ভিস নিতে পারেন, যেখানে স্বল্প মূল্য আপনাকে গাইডেন্স এবং ভর্তি সংক্রান্ত সুযোগ সুবিধা দেওয়া হবে: +91 9907260741

অবশ্যই দেখবে: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্র যেখানে দক্ষতা ও প্রযুক্তির সঠিক জ্ঞান থাকলে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। উচ্চমাধ্যমিকে সঠিক বিষয় বেছে নেওয়া, প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি, স্কলারশিপের সুযোগ নেওয়া এবং অভিজ্ঞতা অর্জন করলে স্বপ্নের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সহজ হবে

Join Group

Telegram