SSC বা স্টাফ সিলেকশন কমিশন Combined Graduate Level Examination (SSC CGL) – এর 17,727 ভ্যাকান্সির জন্য অফিসিয়াল নোটিশ জারি করেছে। পরীক্ষায় বসার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ssc.gov.in. ওয়েবসাইট ব্যবহার করে আবেদনের সর্বোচ্চ সময়সীমা হল 24th জুলাই রেজিস্ট্রেশন করতে হবে। যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে জেনে নাও।
SSC CGL 2024 Exam Notification for 17727 Vacancies
অবশেষে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষিত SSC CG -পরীক্ষার সময়সূচি জানিয়ে দিল কমিশন। পোস্ট শেষে অফিশিয়াল বিজ্ঞপ্তি লিংক এর পাশাপাশি সংক্ষেপে কেন এই পরীক্ষা দেবে, ন্যূনতম যোগ্যতা, একনজরে দেখে নাও পরীক্ষার তারিখ, সময় সহ গুরত্বপূর্ণ তথ্য গুলি।
পরীক্ষা | SSC CGL 2024 |
---|---|
ভ্যাকান্সি | 17,727 |
আবেদন শুরু হয়ে গেছে | 24th জুন |
আবেদন শেষ তারিখ | 24th জুলাই |
পরীক্ষার ফি পেমেন্টের শেষ তারিখ | 25th জুলাই |
Application Form সংশোধনের তারিখ | 10 – 11 আগস্ট |
Tier 1 পরীক্ষার সম্ভাব্য সময় | September- October, 2024 |
Tier 2 পরীক্ষার সম্ভাব্য সময় | December, 2024 |
বয়সসীমা ও যোগ্যতা (SSC CGL Eligibility)
SSC CGL – পরীক্ষায় ভিন্ন ভিন্ন Post – এর জন্য প্রার্থীদের আলাদা আলাদা বিভিন্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, তবে একপ্রকার গড় হিসাবে বলা যায় প্রাথীদের বয়স 18-32 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) হিসাবে প্রার্থীকে ন্যূনতম Graduation complete করতে হবে। এব্যাপারে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রার্থীরা Staff Selection Commission – এর অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারে।
আরো দেখবে: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরি কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও
Selection Process কিভাবে হয়?
SSC CGL – পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নির্বাচন চারটি ধাপে হয়ে থাকে Computer Based Test (2বার),Essay Writing & Skill Test/Computer Proficiency Test (CPT)। এই চারটি পরীক্ষায় প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার পর Final Merit List বের হয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী নিয়োগ হয়ে থাকে।
পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত Official Notification | Download PDF |
অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক | https://ssc.gov.in/ |
বিস্তারিত: SSC Exam Form Date 2024-25: কেন্দ্র সরকারি চাকরি সমস্ত পরীক্ষা তারিখ!
SSC CGL – এর গুরত্বপূর্ণ Update সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত থেকে সিলেবাসের সমস্ত আপডেট পেয়ে যাবে। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »