স্টাফ সিলেকশন কমিশন (SSC) দ্বারা আয়োজিত মাল্টি-টাস্কিং স্টাফ (MTS Non-Technical) এবং হাভিলদার (CBIC & CBN) পদের নিয়োগ পরীক্ষা, SSC MTS 2024 নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪, ইস্টার্ন রিজন (ER) ও কলকাতা, কেরালা রিজন (KKR) – এই দুইটা এলাকার জন্য আবেদনকারীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানিয়ে দিয়েছে। যার মাধ্যমে পরীক্ষার সেন্টার সহ আবেদন এডমিট কার্ড গৃহীত হয়েছে কিনা জানা যাবে।
SSC MTS Application Status (ER): সরাসরি স্ট্যাটাস চেক
সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট এর লিংক এ ক্লিক করে (নিচের লিঙ্ক দেওয়া রয়েছে) রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং নাম দিলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাবে।
ইস্টার্ন রিজন এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, তাই পশ্চিমবঙ্গের সমস্ত চাকুরি প্রার্থীরা যারা এমটিএস পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিলেন, তারা আবেদন সরাসরি অনলাইনে স্ট্যাটাস চেক করুন –
ER এবং KKR রিজনের জন্য আবেদন স্ট্যাটাস প্রকাশ | 17 সেপ্টেম্বর 2024 |
আবেদন স্ট্যাটাস চেক করুন SSCER : SSC MTS Status ER | Check Here |
Admit Card জারি | জানানো হবে |
পরীক্ষার তারিখ | 30 সেপ্টেম্বর – 14 নভেম্বর 2024 |
অফিশিয়াল ওয়েবসাইট | https://ssc.gov.in/ |
আরো দেখুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?
যার মাধ্যমে আবেদন পত্রটি অনুমোদন পেয়েছে কিনা (Approved or Rejected) তার পাশাপাশি কোন তারিখে পরীক্ষা রয়েছে? কোথায় সিট পড়েছে – সবকিছু তথ্য দেখতে পাবেন স্ক্রিনে। পরবর্তী সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »