WB SSC Scam High Court: কোর্টের রায় ২৬ হাজার চাকরি বাতিল! স্কুলের পঠনপাঠন কিভাবে? সমস্তটা দেখুন

WB SSC Scam Calcutta High Court dismisses teacher recruitment panel

WB SSC Scam Calcutta High Court dismisses Teacher recruitment panel – কলকাতা হাইকোর্ট একটি চাঞ্চল্যকর রায় দিয়ে পশ্চিমবঙ্গ সরকার-স্পন্সরড ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালের রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা (SLST) এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। এই রায়ের ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে।

   

SSC Scam Case: ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল…দিতে হবে মাইনে ফেরত!

বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোঃ শাব্বর রশিদের একটি ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। ২০১৬ সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরিপ্রাপকদের সবার চাকরি বাতিল হবে।আদালত সিবিআইকে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আরও তদন্ত করার এবং তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরো খবর: Pujo Vacation 2024: পুজোর ছুটি নিয়ে পড়াশোনায় বিস্তর ফারাক ছাত্র-ছাত্রীদের! বৈষম্য ক্লাসেও চিন্তায় অবিভাবকরা।

কলকাতা হাইকোর্টের নির্দেশাবলী (WB SSC 2016 Scam Highcourt Update)

  • বেতন ফেরত: বাতিলকৃত শিক্ষকদেরকে ৪ সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরত দিতে হবে।
  • নতুন নিয়োগ: আগামী ১৫ দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
  • সিবিআই তদন্ত: সিবিআই নিয়োগে অনিয়মের তদন্ত চালিয়ে যাবে।

অবশ্যই দেখবেন: Yuvasree: যুবশ্রী প্রকল্পে Annexure 3 ফর্ম ফিলাপ! প্রতিমাসে ১৫০০টাকা নয়তো পাবেন না, পদ্ধতি জেনে নিন

এই রায়ের পরবর্তী পদক্ষেপ:.সিবিআই তদন্তের ফলাফলের উপর নির্ভর করে নতুন নিয়োগ প্রক্রিয়ার ধরন নির্ধারিত হবে। বাতিলকৃত শিক্ষকরা আইনি পদক্ষেপ নিতে পারেন।

আপাতত বাতিল হওয়ার শিক্ষকদের কারণে সম্পূর্ণ স্কুলের পড়াশোনার সাময়িক বিঘ্ন ঘটতে পারে। গরমের ছুটির কারণে তেমন কিছু বাড়তি ক্ষতি সাময়িকভাবে না হলেও পরবর্তী মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ বাসি সহ শিক্ষামহল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram