নতুন সেমিস্টারে উচ্চ মাধ্যমিক ফাইনাল বোর্ড পরীক্ষার তৃতীয় সেমিস্টারে রয়েছে (নির্বাচনী পরীক্ষা), সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ‘আদরিনী‘ গল্পটি! আগেই গল্পটি বাংলা অনার্স এবং আরো উচ্চতর স্তরে ছিল। কিন্তু নতুন প্যাটার্নে এটিকে উচ্চমাধ্যমিক পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।
যথেষ্ট খুটিয়ে তোমাদেরকে এটি পড়তে হবে কারণ এখান থেকে তোমাদের মাল্টিপিল চয়েস শর্ট প্রশ্ন MCQ আসবে। তাই তোমাদের জন্য প্রথমে সারাংশ সহজ ভাষায় এবং তারপর প্রশ্ন উত্তর সমস্ত কিছু একটা ক্লাস নোট হিসাবে দিয়ে দেওয়া হলো।
‘আদরিণী’ – প্রভাত কুমার মুখোপাধ্যায় [উচ্চমাধ্যমিক]
‘আদরিণী’ গল্পের সংক্ষিপ্ত সারাংশ (সহজ ভাষায়)
গল্পের মূল চরিত্র মুখোপাধ্যায় মহাশয়, যিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণ। তাঁর অত্যন্ত স্নেহের হাতি “আদরিণী”, যে শুধু একটি পশু নয়, পরিবারেরই অংশ ছিল।
গল্পের শুরুতে জানা যায়, মুখোপাধ্যায় মহাশয়ের নাতনী কল্যাণীর বিয়ের আয়োজন চলছে। এই শুভ কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি বাধ্য হয়ে তাঁর আদরের হাতি আদরিণীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন।
প্রথমে আদরিণীকে মেলায় নিয়ে যাওয়া হলেও উপযুক্ত দাম পাওয়া যায়নি, ফলে সে আবার বাড়ি ফিরে আসে। পরিবারের সবাই এতে খুব খুশি হয়, যেন হারানো ধন ফিরে পেয়েছে। কিন্তু শেষমেশ ঠিক হয়, তাকে বসুলগঞ্জের মেলায় পাঠানো হবে বিক্রির জন্য।
যাওয়ার সময় কল্যাণী দেখে, আদরিণী কাঁদছে। সে অভিমান ও দুঃখে চোখের জল ফেলছে, যেন বুঝতে পারছে যে তাকে চিরতরে বিদায় নিতে হবে।
এরপর পথে খবর আসে, বাড়ি থেকে সাত ক্রোশ দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়েছে। তার পেটে ব্যথা শুরু হয়েছে, মাহুত যতই চেষ্টা করুক, কোনো চিকিৎসাই কাজে আসছে না। মুখোপাধ্যায় মহাশয় যখন সেখানে পৌঁছান, তখন সব শেষ। বিশালদেহী আদরিণী শুয়ে আছে, নিথর, নিস্তব্ধ।
বৃদ্ধ ছুটে গিয়ে আদরিণীর শবদেহের পাশে পড়ে যান, কাঁদতে কাঁদতে বারবার বলেন—
“অভিমান করে চলে গেলি মা? তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি?”
আদরিণীর মৃত্যুতে মুখোপাধ্যায় মহাশয় মানসিকভাবে ভেঙে পড়েন। তার ঠিক দুই মাস পর তিনিও মারা যান। যেন আদরিণীর শূন্যতা ধীরে ধীরে তাঁকে গ্রাস করেছিল।
গল্পের মূল ভাব
এই গল্প ভালোবাসা, সম্পর্কের টান, এবং বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে লেখা। এটি প্রমাণ করে, পশুরাও অনুভূতি বোঝে, তারা ভালোবাসতে ও কষ্ট পেতে জানে। আদরিণীর মৃত্যু কেবল শারীরিক অসুস্থতার কারণে নয়, সে প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট সহ্য করতে পারেনি। বৃদ্ধ মুখোপাধ্যায়ও তার চলে যাওয়ার শোক সহ্য করতে পারেননি।
👉 এই গল্প আমাদের শেখায়, শুধু মানুষ নয়, প্রাণীরাও ভালোবাসা বোঝে এবং সম্পর্কের বাঁধনে আবদ্ধ থাকে।
“আদরিণী” গল্প থেকে MCQ প্রশ্নোত্তর
1. নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু বিকালে কী চিবাতে চিবাতে হাঁটছিলেন?
a) সুপারি
b) পান
c) তামাক
d) গুঁড়ো মশলা
উত্তর: (b) পান
2. পীরগঞ্জের বাবুদের বাড়িতে কী উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল?
a) অন্নপ্রাশন
b) জন্মদিন
c) বিয়ে
d) গৃহপ্রবেশ
উত্তর: (c) বিয়ে
3. বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাই আসছিল?
a) কলকাতা
b) দিল্লি
c) বেনারস
d) মুম্বাই
উত্তর: (c) বেনারস
4. কেমন ধরনের অনুষ্ঠান হবে বলে শোনা গিয়েছিল?
a) সাধারণ
b) ধুমধামপূর্ণ
c) ছোটখাটো
d) শান্ত পরিবেশে
উত্তর: (b) ধুমধামপূর্ণ
5. জয়রাম মোক্তারের পেশা কী?
a) উকিল
b) ডাক্তার
c) মোক্তার
d) জমিদার
উত্তর: (c) মোক্তার
6. জয়রাম মোক্তার কত বছর ধরে এস্টেটে কাজ করছেন?
a) দশ বছর
b) বিশ বছর
c) পঁচিশ বছর
d) ত্রিশ বছর
উত্তর: (b) বিশ বছর
7. জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব কেমন ছিল?
a) সহজেই অভিমানী
b) রুক্ষ ও কঠোর
c) নির্লিপ্ত
d) লোভী
উত্তর: (a) সহজেই অভিমানী
8. উকিল বাবুর মতে, জয়রাম মোক্তারের কাছে কে উপকৃত হয়নি?
a) গ্রামের সাধারণ মানুষ
b) জেলার প্রত্যেক বিষয়ী লোক
c) শুধু জমিদারের কর্মচারীরা
d) শুধুমাত্র তাঁর বন্ধু-বান্ধবরা
উত্তর: (b) জেলার প্রত্যেক বিষয়ী লোক
9. জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চাননি কেন?
a) শরীর খারাপ ছিল
b) কাছারি কামাই হবে
c) নিমন্ত্রণ পাননি
d) হাতি পাওয়া যাচ্ছিল না
উত্তর: (b) কাছারি কামাই হবে
10. নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবুর যাওয়ার প্রধান সমস্যা কী ছিল?
a) খাবারের অভাব
b) দীর্ঘ পথ
c) নিমন্ত্রণ না পাওয়া
d) সময়ের অভাব
উত্তর: (b) দীর্ঘ পথ
11. নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু কী যানবাহনের ব্যবস্থা চান?
a) গোরুর গাড়ি
b) নৌকা
c) ঘোড়ার গাড়ি
d) হাতি
উত্তর: (d) হাতি
12. জয়রাম মোক্তার কার আমল থেকে রাজবাড়ীর মোক্তার ছিলেন?
a) মহারাজার আমল
b) মহাবাজ নবেশচন্দ্রের আমল
c) তাঁর নিজের সময় থেকে
d) তাঁর দাদার আমল থেকে
উত্তর: (b) মহাবাজ নবেশচন্দ্রের আমল
13. মোক্তার মহাশয় কবে রাজবাড়ীতে চিঠি পাঠাবেন?
a) সোমবার
b) মঙ্গলবার
c) পরের সপ্তাহে
d) কাল সকালেই
উত্তর: (d) কাল সকালেই
14. সন্ধ্যার মধ্যে কী এসে যাবে?
a) রাজবাড়ীর প্রতিনিধি
b) হাতি
c) রাজকীয় পালকি
d) ঘোড়ার গাড়ি
উত্তর: (b) হাতি
15. কুঞ্জবিহারীবাবুর মতে, মুখুয্যে মশায়ের কাছে গেলে কী হয়ে যায়?
a) সমস্যা আরও বাড়ে
b) সহজেই সমাধান পাওয়া যায়
c) ঝগড়া লেগে যায়
d) নতুন সমস্যা সৃষ্টি হয়
উত্তর: (b) সহজেই সমাধান পাওয়া যায়
16. মুখুয্যে মশায় কী শুনতে আগ্রহী ছিলেন না?
a) বাই
b) খেমটা
c) লোকসঙ্গীত
d) নাচগান
উত্তর: (b) খেমটা
17. তিনি কী হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করবেন?
a) তামাকের বাটি
b) চায়ের কাপ
c) ছোট হুঁকো
d) পানপাতা
উত্তর: (c) ছোট হুঁকো
18. তিনি মাথায় কী বাঁধবেন?
a) গামছা
b) পাগড়ি
c) রুমাল
d) ফেট্টি
উত্তর: (b) পাগড়ি
19. মুখুয্যে মশায় কী বলে হাসতে লাগলেন?
a) “তোমরা শুনো, আমি দেখবো!”
b) “আমি তো যাবই!”
c) “পেয়ালা মুঝে ভাব দে!”
d) “এটা হবে জমজমাট!”
উত্তর: (c) “পেয়ালা মুঝে ভাব দে!”
20. পুরো ঘটনার কেন্দ্রীয় বিষয় কী?
a) নিমন্ত্রণ পাওয়া
b) আদালতের মামলা
c) জমিদারের শাসন
d) চিকিৎসার প্রসঙ্গ
উত্তর: (a) নিমন্ত্রণ পাওয়া
21. জয়রাম মুখোপাধ্যায় কবে পূজা করতেন?
(A) সকালবেলা
(B) দুপুরে
(C) সন্ধ্যাবেলা
(D) রাতের বেলা
উত্তর: (B) দুপুরে
22. মুখুয্যে মহাশয় পূজা সমাপন করে কী করতেন?
(A) বৈঠকখানায় আসতেন
(B) ঘুমোতে যেতেন
(C) বাইরে বেড়াতে যেতেন
(D) বাজার করতেন
উত্তর: (A) বৈঠকখানায় আসতেন
23. জয়রাম মুখোপাধ্যায় চিঠিতে কাকে হাতী পাঠানোর অনুরোধ করেন?
(A) নগেন ডাক্তার
(B) কুঞ্জবিহারী উকিল
(C) মহাবাজ শ্রীনরেশচন্দ্র
(D) দেওয়ানজী
উত্তর: (C) মহাবাজ শ্রীনরেশচন্দ্র
24. জয়রাম মুখোপাধ্যায় প্রথম এ অঞ্চলে আসার সময় কী সঙ্গে ছিল?
(A) অনেক টাকা
(B) শুধু একটি ব্যাগ ও একটি ঘটি
(C) পরিবার ও সম্পত্তি
(D) একটি হাতী
উত্তর: (B) শুধু একটি ব্যাগ ও একটি ঘটি
25. জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিলেন?
(A) কলকাতা
(B) যশোহর
(C) ঢাকা
(D) বর্ধমান
উত্তর: (B) যশোহর
26. জয়রাম মুখোপাধ্যায় আদালতে এক ডেপুটির সাথে তর্ক করে কী করেছিলেন?
(A) তাকে মারধর করেছিলেন
(B) আদালত অবমাননা করেছিলেন
(C) আদালতে বিচারকের প্রশংসা করেছিলেন
(D) আদালতে মামলা জিতেছিলেন
উত্তর: (B) আদালত অবমাননা করেছিলেন
27. আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল?
(A) ১০ টাকা
(B) ৫ টাকা
(C) ১৫ টাকা
(D) ২০ টাকা
উত্তর: (B) ৫ টাকা
28. জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় করেছিলেন?
(A) ১০০০ টাকা
(B) ৫০০ টাকা
(C) ১৭০০ টাকা
(D) ২০০০ টাকা
উত্তর: (C) ১৭০০ টাকা
29. মুখুয্যে মহাশয় কোন বিষয়ে অত্যন্ত দয়ালু ছিলেন?
(A) দরিদ্রদের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া
(B) জমিদারি ব্যবসা করা
(C) মানুষের সঙ্গে তর্ক করা
(D) নিজের টাকা জমিয়ে রাখা
উত্তর: (A) দরিদ্রদের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া
30. সন্ধ্যার আগে মোক্তার মহাশয় কোথায় ছিলেন?
(A) বৈঠকখানায়
(B) রান্নাঘরে
(C) বাজারে
(D) পীরগঞ্জে
উত্তর: (A) বৈঠকখানায়
31. কারা মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলতেন?
(A) ব্রাহ্মণরা
(B) মহিলারা
(C) যুবক-বৃদ্ধ সবাই
(D) শুধুমাত্র উকিলরা
উত্তর: (C) যুবক–বৃদ্ধ সবাই
32. হাতীর জন্য জায়গা প্রস্তুত করতে কী করা হয়েছিল?
(A) বাগান পরিষ্কার করা
(B) ঘর তৈরি করা
(C) গাছ কেটে ফেলা
(D) নদীতে বাঁধ দেওয়া
উত্তর: (A) বাগান পরিষ্কার করা
33. হাতী খাবার জন্য কী প্রস্তুত করা হয়েছিল?
(A) কলাগাছ ও বৃক্ষের ডাল
(B) খড় ও ধান
(C) গম ও চাল
(D) দুধ ও রুটি
উত্তর: (A) কলাগাছ ও বৃক্ষের ডাল
34. সন্ধ্যার কিছু আগে কী খবর এল?
(A) হাতী চলে এসেছে
(B) হাতী পাওয়া যায়নি
(C) নিমন্ত্রণ বাতিল হয়ে গেছে
(D) মোক্তার মহাশয় বিয়ে যাচ্ছেন না
উত্তর: (B) হাতী পাওয়া যায়নি
35. কে প্রথম বিস্মিত হয়ে বললেন, “অ্যা–পাওয়া গেল না?”
(A) নগেন্দ্রবাবু
(B) কুঞ্জবিহারীবাবু
(C) মহাবাজ
(D) মোক্তার মহাশয়
উত্তর: (B) কুঞ্জবিহারীবাবু
36. কেন হাতী দেওয়া হয়নি?
(A) হাতী অসুস্থ ছিল
(B) হাতী কোথাও বেড়িয়ে গিয়েছিল
(C) হাতী শুধুমাত্র রাজবাড়ির জন্য সংরক্ষিত ছিল
(D) নিমন্ত্রণের জন্য হাতী দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল
উত্তর: (D) নিমন্ত্রণের জন্য হাতী দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল
37. মুখুয্যে মহাশয় কীভাবে প্রতিক্রিয়া দেখালেন?
(A) শান্তভাবে বিষয়টি মেনে নিলেন
(B) ক্ষোভে, লজ্জায়, রাগে ফেটে পড়লেন
(C) আনন্দিত হলেন
(D) হাতীর জন্য রাজবাড়িতে চিঠি লিখলেন
উত্তর: (B) ক্ষোভে, লজ্জায়, রাগে ফেটে পড়লেন
38. মুখুয্যে মহাশয় কিসে যেতে রাজি হলেন না?
(A) নৌকায়
(B) গরুর গাড়িতে
(C) ঘোড়ার গাড়িতে
(D) পায়ে হেঁটে
উত্তর: (B) গরুর গাড়িতে
39. মুখুয্যে মহাশয় যদি কী পেতেন তবে তিনি বিয়েতে যেতেন?
(A) পালকি
(B) ঘোড়া
(C) হাতী
(D) নৌকা
উত্তর: (C) হাতী
40. অবশেষে জয়রাম মুখোপাধ্যায় কী সিদ্ধান্ত নিলেন?
(A) গরুর গাড়িতে যাবেন
(B) বিয়েতে যাবেন না
(C) রাজবাড়িতে গিয়ে হাতীর জন্য অনুরোধ করবেন
(D) পায়ে হেঁটে যাবেন
উত্তর: (B) বিয়েতে যাবেন না
41. জয়রাম কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন?
a) কলকাতা
b) পীরগঞ্জ
c) বীরপুর
d) মুম্বাই
উত্তর: বীরপুর
42. উমাচরণ লাহিড়ীর কাছে কোন ধরনের হাতি ছিল?
a) বৃদ্ধ হাতি
b) মাদী হাতি
c) যুদ্ধের হাতি
d) অসুস্থ হাতি
উত্তর: মাদী হাতি
43. উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন?
a) এক হাজার টাকা
b) দুই হাজার টাকা
c) পাঁচশো টাকা
d) তিন হাজার টাকা
উত্তর: দুই হাজার টাকা
44. জয়রাম কেন সেই হাতিটি কিনতে চাইলেন?
a) হাতিটি খুব ছোট ছিল
b) সওয়ারি নেওয়া যাবে
c) হাতিটি রাজহস্তী ছিল
d) হাতিটি বিনামূল্যে পাওয়া যাচ্ছিল
উত্তর: সওয়ারি নেওয়া যাবে
45. জয়রাম লাহিড়ী মশায়ের কাছে কী বার্তা পাঠালেন?
a) হাতিটি রাজাকে উপহার দেওয়া হবে
b) হাতির দাম পরে দেওয়া হবে
c) হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে
d) হাতিটি পরীক্ষা করার পর দাম দেওয়া হবে
উত্তর: হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে
46. হাতিটির নাম কী রাখা হয়?
a) গজরাজ
b) আদরিণী
c) মহাবীর
d) রাজেশ্বরী
উত্তর: আদরিণী
47. হাতি আসার পর গ্রামে কেমন প্রতিক্রিয়া হয়?
a) কেউ পাত্তা দেয়নি
b) বাচ্চারা ভিড় করে দেখতে আসে
c) শুধু পরিবারের লোকেরা দেখে
d) সবাই ভয় পেয়ে যায়
উত্তর: বাচ্চারা ভিড় করে দেখতে আসে
48. গ্রামের কয়েকজন বালক হাতিকে কী বলে উপহাস করেছিল?
a) ধীরগতি
b) গোদা পায়ে নাতি
c) ছোট হাতি
d) ল্যাংড়া হাতি
উত্তর: গোদা পায়ে নাতি
49. বড়বধূ কী নিয়ে হাতির সামনে এলেন?
a) একটি মিষ্টির থালা
b) একটি ঘটিতে জল
c) কিছু ফল
d) একটি মালা
উত্তর: একটি ঘটিতে জল
50. আদরিণী জল ঢালার পর কী করল?
a) চিৎকার করল
b) জানু পেতে বসে পড়ল
c) দৌড়ে পালাল
d) মালিককে খোঁজ করতে লাগল
উত্তর: জানু পেতে বসে পড়ল
51. বড়বধূ হাতির কপালে কী লাগালেন?
a) চন্দন
b) হলুদ
c) তৈল ও সিঁদুর
d) মাটি
উত্তর: তৈল ও সিঁদুর
52. বরণ শেষে হাতির সামনে কী রাখা হয়?
a) মিষ্টি ও ফল
b) কলা, আলোচাল ও অন্যান্য মাঙ্গল্যদ্রব্য
c) জল ও দুধ
d) ফুলের মালা
উত্তর: কলা, আলোচাল ও অন্যান্য মাঙ্গল্যদ্রব্য
53. হাতি খাবার কেমনভাবে খেল?
a) সব গিলে ফেলল
b) কিছু খেয়ে বাকিটা ছিটিয়ে দিল
c) কিছুই খেল না
d) কেবল কলাগুলো খেল
উত্তর: কিছু খেয়ে বাকিটা ছিটিয়ে দিল
54. জয়রাম কবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন?
a) নিমন্ত্রণের আগের দিন
b) নিমন্ত্রণের দিন সকালে
c) নিমন্ত্রণ রক্ষা করার পরদিন বিকেলে
d) তিন দিন পর
উত্তর: নিমন্ত্রণ রক্ষা করার পরদিন বিকেলে
55. মহারাজের বৈঠকখানার নিচে কী ছিল?
a) বিশাল উদ্যান
b) বিস্তৃত প্রাঙ্গণ
c) হ্রদ
d) হাতির আস্তাবল
উত্তর: বিস্তৃত প্রাঙ্গণ
56. জয়রাম মুখোপাধ্যায় কীভাবে মহারাজের দরবারে পৌঁছালেন?
a) পালকিতে
b) ঘোড়ার গাড়িতে
c) হাতির পিঠে
d) নৌকায়
উত্তর: হাতির পিঠে
57. মহারাজ জয়রামের হাতিকে দেখে কী বললেন?
a) হাতিটি কোথা থেকে এল?
b) এটা তো আমার হাতি!
c) তুমি হাতি কিনলে কেন?
d) হাতিটি রাজসভায় আনো
উত্তর: এটা তো আমার হাতি!
58. জয়রাম মহারাজকে কী বলে বুঝিয়েছিলেন?
a) হাতিটি রাজকীয় ছিল
b) হাতিটি তাঁর নয়
c) যেহেতু তিনি রাজা দ্বারা প্রতিপালিত, তাই হাতিটি রাজারই
d) তিনি হাতিটি উপহার দিতে চান
উত্তর: যেহেতু তিনি রাজা দ্বারা প্রতিপালিত, তাই হাতিটি রাজারই
59. জয়রাম মুখোপাধ্যায় কোথায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের বললেন?
a) রাজসভায়
b) নিজের বৈঠকখানায়
c) গ্রামের মন্দিরে
d) বাজারে
উত্তর: নিজের বৈঠকখানায়
60. জয়রাম কবে থেকে সুনিদ্রা পেলেন?
a) রাজা হাতিটি গ্রহণ করার পর
b) হাতি কেনার দিন
c) বন্ধুদের কাছে কাহিনী বলার পর
d) নিমন্ত্রণ থেকে ফেরার পর
উত্তর: বন্ধুদের কাছে কাহিনী বলার পর
61. মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে থাকার প্রধান কারণ কী?
(A) নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের আগমন
(B) তার সন্তানদের অযোগ্যতা
(C) তার আইন ব্যবসার প্রতি অনীহা
(D) ইংরেজি না জানার কারণে আদালতে অসুবিধা
উত্তর: (A) নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের আগমন
62. মুখোপাধ্যায় মহাশয়ের সংসার চালাতে প্রধান সমস্যা কী ছিল?
(A) ব্যবসায় অনাগ্রহ
(B) অধিক ব্যয় ও কম আয়
(C) তার ছেলেদের অলসতা
(D) তার স্বাস্থ্য সমস্যা
উত্তর: (B) অধিক ব্যয় ও কম আয়
63. মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করছিল?
(A) মেদিনীপুর
(B) কোলকাতা
(C) ঢাকা
(D) বর্ধমান
উত্তর: (B) কোলকাতা
64. নতুন প্রজন্মের মোক্তারের সঙ্গে মুখোপাধ্যায় মহাশয়ের মূল পার্থক্য কী?
(A) তাঁরা ইংরেজি জানতেন, তিনি জানতেন না
(B) তাঁরা বেশি দক্ষ ছিলেন
(C) তাঁরা বিচারকদের কাছে বেশি গ্রহণযোগ্য ছিলেন
(D) তাঁরা বেশি উপার্জন করতেন
উত্তর: (A) তাঁরা ইংরেজি জানতেন, তিনি জানতেন না
65. মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন?
(A) বয়স হয়ে গেছে
(B) উপার্জন কমে গিয়েছে
(C) আদালতে সম্মান কমেছে
(D) সবগুলোর জন্য
উত্তর: (D) সবগুলোর জন্য
66. জয়রাম কাকে মোক্তার হিসেবে নিযুক্ত করেছিলেন?
(A) নতুন এক উকিলকে
(B) মুখোপাধ্যায় মহাশয়কে
(C) এক ইংরেজ মোক্তারকে
(D) তার এক আত্মীয়কে
উত্তর: (B) মুখোপাধ্যায় মহাশয়কে
67. আদালতে মুখোপাধ্যায় মহাশয়কে কে অনুবাদ করে সাহায্য করতেন?
(A) তার মক্কেল
(B) অন্য সিনিয়র মোক্তার
(C) জুনিয়র মোক্তার
(D) বিচারক নিজে
উত্তর: (C) জুনিয়র মোক্তার
68. কোন ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় আদালতে আর যাননি?
(A) এক হত্যা মামলায় জয়রামের মুক্তি পাওয়ার পর
(B) আদালতে অপমানিত হওয়ার পর
(C) অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পর
(D) তার পরিবারের চাপের কারণে
উত্তর: (A) এক হত্যা মামলায় জয়রামের মুক্তি পাওয়ার পর
69. মুখোপাধ্যায় মহাশয় কী বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে যান?
(A) জমি
(B) হাতী
(C) তার বাড়ি
(D) গয়না
উত্তর: (B) হাতী
70. জজসাহেব মুখোপাধ্যায় মহাশয়কে কী বলে প্রশংসা করেছিলেন?
(A) তিনি একজন ভালো উকিল
(B) তিনি একজন দক্ষ মোক্তার
(C) তিনি একজন সৎ ব্যক্তি
(D) তিনি ইংরেজি জানেন
উত্তর: (A) তিনি একজন ভালো উকিল
71. মুখোপাধ্যায় মহাশয়ের কোন অভাব ছিল?
(A) দক্ষতার
(B) অভিজ্ঞতার
(C) ইংরেজি শিক্ষার
(D) আত্মবিশ্বাসের
উত্তর: (C) ইংরেজি শিক্ষার
72. মুখোপাধ্যায় মহাশয় তাঁর সংসার চালানোর জন্য কী করতেন?
(A) সম্পত্তি বিক্রি করতেন
(B) সুদের টাকায় চলতেন
(C) তার ছেলেরা রোজগার করত
(D) তিনি এখনও মোক্তারি করতেন
উত্তর: (B) সুদের টাকায় চলতেন
73. নতুন মোক্তারেরা কেমন পোশাক পরত?
(A) ধুতি ও পাগড়ি
(B) ইংরেজি পোশাক
(C) শামলা মাথায় দিত
(D) সাদা পাজামা
উত্তর: (C) শামলা মাথায় দিত
74. মুখোপাধ্যায় মহাশয়ের বড় দুই ছেলের প্রধান সমস্যা কী ছিল?
(A) তারা অলস ছিল
(B) তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করত না
(C) তারা বিদেশে চলে গিয়েছিল
(D) তারা অবাধ্য ছিল
উত্তর: (B) তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করত না
75. জজসাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?
(A) তিনি খুশি হয়েছিলেন
(B) তার চোখে জল এসে গিয়েছিল
(C) তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন
(D) তিনি কেঁদে ফেলেন
উত্তর: (B) তার চোখে জল এসে গিয়েছিল
76. মুখোপাধ্যায় মহাশয় আদালতে তার বক্তব্য কীভাবে শেষ করেন?
(A) “জজসাহেব বাহাদুর ও এসেসাব মহোদয়গণ” বলে
(B) “আপনারা যথার্থ বিচার করুন” বলে
(C) “আমার মক্কেল নির্দোষ” বলে
(D) “আমি একজন সাধারণ মোক্তার মাত্র” বলে
উত্তর: (A) “জজসাহেব বাহাদুর ও এসেসাব মহোদয়গণ” বলে
77. কোন কারণে মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান কমতে থাকে?
(A) ইংরেজি না জানা
(B) নতুন মোক্তারদের আগমন
(C) তার বয়স হয়ে যাওয়া
(D) তিনি মামলা হারতে থাকেন
উত্তর: (A) ইংরেজি না জানা
78. মুখোপাধ্যায় মহাশয় কী বিক্রি করতে চাননি?
(A) হাতি
(B) তার বাড়ি
(C) তার ছেলেপিলে
(D) তার ব্যবসা
উত্তর: (C) তার ছেলেপিলে
79. মুখোপাধ্যায় মহাশয়ের শেষ সিদ্ধান্ত কী ছিল?
(A) আদালতে আর না যাওয়া
(B) তার ছেলেদের রোজগারের জন্য পাঠানো
(C) আরও কিছুদিন মোক্তারি করা
(D) গ্রাম ছেড়ে চলে যাওয়া
উত্তর: (A) আদালতে আর না যাওয়া
80. চতুর্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় কী করেন?
(A) বিজ্ঞাপন লেখেন
(B) সংসারের কথা ভাবেন
(C) হাতির ভাড়া নিয়ে চিন্তা করেন
(D) সবগুলোই
উত্তর: (D) সবগুলোই
81. মুখোপাধ্যায় মহাশয় আদরিণী নাম্বী হস্তিনীকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করেছিলেন?
(a) ৩ টাকা
(b) ৪ টাকা
(c) ৫ টাকা
(d) ৬ টাকা
উত্তর: (b) ৪ টাকা
82. মুখোপাধ্যায় মহাশয়ের বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল?
(a) কোর্টে
(b) ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে
(c) শিক্ষাপ্রতিষ্ঠানে
(d) দোকানের সামনে
উত্তর: (b) ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে
83. হস্তী ভাড়া দিয়ে আয় কত টাকা হয়েছিল?
(a) ১৫-২০ টাকা
(b) ৩০-৪০ টাকা
(c) ৫০-৬০ টাকা
(d) ১০০ টাকা
উত্তর: (a) ১৫-২০ টাকা
84. মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রের জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো?
(a) ২-৩ টাকা
(b) ৫-৭ টাকা
(c) ১০-১৫ টাকা
(d) ২০ টাকা
উত্তর: (b) ৫-৭ টাকা
85. কল্যাণীর বিবাহের জন্য কনে পক্ষ কত টাকা চেয়েছিল?
(a) ১ হাজার
(b) ২ হাজার
(c) ৩ হাজার
(d) ৫ হাজার
উত্তর: (b) ২ হাজার
86. কনে পক্ষের খরচসহ মোট কত টাকা লাগতো?
(a) ২ হাজার টাকা
(b) ৩ হাজার টাকা
(c) ৫ হাজার টাকা
(d) ১০ হাজার টাকা
উত্তর: (b) ৩ হাজার টাকা
87. মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল?
(a) মাধ্যমিক
(b) উচ্চ মাধ্যমিক
(c) বি.এ
(d) এম.এ
উত্তর: (c) বি.এ
88. মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা তাঁকে কী বিক্রি করতে পরামর্শ দিয়েছিলেন?
(a) বাড়ি
(b) গয়না
(c) হাতী
(d) জমি
উত্তর: (c) হাতী
89. মুখোপাধ্যায় মহাশয় হাতীটি কত টাকায় কিনেছিলেন?
(a) ১ হাজার
(b) ২ হাজার
(c) ৩ হাজার
(d) ৪ হাজার
উত্তর: (b) ২ হাজার
90. বন্ধুরা কত টাকায় হাতী বিক্রির আশা করেছিলেন?
(a) ২ হাজার
(b) ২.৫ হাজার
(c) ৩ হাজার
(d) ৪ হাজার
উত্তর: (c) ৩ হাজার
91. কোন মেলায় হাতী বিক্রির জন্য পাঠানো হয়?
(a) শান্তিপুর মেলা
(b) বামুনহাটের মেলা
(c) গঙ্গাসাগর মেলা
(d) কলকাতা বইমেলা
উত্তর: (b) বামুনহাটের মেলা
92. বামুনহাটের মেলা কতদিন ধরে চলে?
(a) ১ দিন
(b) ৩ দিন
(c) ৫ দিন
(d) ৭ দিন
উত্তর: (c) ৫ দিন
93. মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র কোথায় যাচ্ছিল?
(a) কোর্ট
(b) কোলকাতা
(c) মেলা
(d) গ্রামে
উত্তর: (c) মেলা
94. হাতী বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে কী খাইয়েছিলেন?
(a) ফল
(b) বসগোল্লা
(c) রুটি
(d) শাকসবজি
উত্তর: (b) বসগোল্লা
95. বসগোল্লার হাঁড়ি কে এনেছিল?
(a) মহুত
(b) বন্ধুরা
(c) ভৃত্য
(d) পৌত্র
উত্তর: (c) ভৃত্য
96. মুখোপাধ্যায় মহাশয় হাতীকে বিদায় দেওয়ার সময় কী বলেছিলেন?
(a) “ভালো থেকো”
(b) “যাও মা, বামুনহাটের মেলা দেখে এস”
(c) “তোমাকে বিক্রি করতেই হবে”
(d) “আমি তোমাকে আর দেখতে চাই না”
উত্তর: (b) “যাও মা, বামুনহাটের মেলা দেখে এস”
97. বিদায় বেলায় মুখোপাধ্যায় মহাশয়ের চোখে কী হয়েছিল?
(a) জল এসেছিল
(b) আনন্দ হয়েছিল
(c) রাগ হয়েছিল
(d) কিছুই হয়নি
উত্তর: (a) জল এসেছিল
98. হাতী বিক্রির বিষয়ে বন্ধুরা মুখোপাধ্যায় মহাশয়কে কী বলেছিলেন?
(a) “এটা বিক্রি করা যাবে না”
(b) “হাতীকে ভালো মালিকের কাছে বিক্রি করুন”
(c) “হাতীকে ফেলে দিন”
(d) “এটা রেখে দিন”
উত্তর: (b) “হাতীকে ভালো মালিকের কাছে বিক্রি করুন”
99. মুখোপাধ্যায় মহাশয় কী কারণে হাতী বিক্রি করতে রাজি হলেন?
(a) বন্ধুরা অনুরোধ করেছিল
(b) তার বাড়িতে জায়গা ছিল না
(c) টাকা দরকার ছিল
(d) হাতী অসুস্থ হয়ে পড়েছিল
উত্তর: (c) টাকা দরকার ছিল
100. বিদায়বেলায় মুখোপাধ্যায় মহাশয় কী অনুভব করেছিলেন?
(a) আনন্দ
(b) দুঃখ
(c) রাগ
(d) স্বস্তি
উত্তর: (b) দুঃখ
101. কল্যাণীর আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?
(a) চৈত্র
(b) বৈশাখ
(c) জ্যৈষ্ঠ
(d) আষাঢ়
উত্তর: (b) বৈশাখ
102. আদরিণী বিক্রি না হয়ে কেন ফিরে আসে?
(a) হাতী অসুস্থ ছিল
(b) উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি
(c) মেলায় হাতী নিষিদ্ধ ছিল
(d) হাতী পালিয়ে আসে
উত্তর: (b) উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি
103. আদরিণীর ফিরে আসায় বাড়ির লোকেরা কেমন প্রতিক্রিয়া দেখায়?
(a) দুঃখিত হয়
(b) আনন্দিত হয়
(c) রেগে যায়
(d) অবাক হয়
উত্তর: (b) আনন্দিত হয়
104. বাড়ির লোকেরা কেন মনে করেছিল যে হাতীকে ভালো করে খাওয়ানো দরকার?
(a) হাতী দুর্বল হয়ে গিয়েছিল
(b) হাতী রাগান্বিত ছিল
(c) হাতী অনেকদিন ধরে না খেয়ে ছিল
(d) হাতী দীর্ঘ পথ অতিক্রম করেছিল
উত্তর: (a) হাতী দুর্বল হয়ে গিয়েছিল
105. প্রতিবেশীরা কেন মনে করলেন যে হাতী বিক্রি হয়নি?
(a) মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল
(b) হাতী খুব দামী ছিল
(c) মেলায় ক্রেতা ছিল না
(d) হাতী ভালো আচরণ করেনি
উত্তর: (a) মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল
106. “ব্রহ্মবাক্য বেদবাক্য” বলতে কী বোঝানো হয়েছে?
(a) সত্য কথাই সর্বদা কার্যকর হয়
(b) মিথ্যা কথারও মূল্য আছে
(c) যা বলা হয়, তা সবসময় সত্য নয়
(d) কথা বাস্তবায়নের প্রয়োজন নেই
উত্তর: (a) সত্য কথাই সর্বদা কার্যকর হয়
107. বামুনহাটের মেলার পর আদরিণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়?
(a) কলকাতা
(b) বসুলগঞ্জ
(c) শান্তিনিকেতন
(d) চন্দননগর
উত্তর: (b) বসুলগঞ্জ
108. বসুলগঞ্জে কিসের মেলা অনুষ্ঠিত হয়?
(a) বইমেলা
(b) পশুমেলা
(c) চিত্রমেলা
(d) খাদ্যমেলা
উত্তর: (b) পশুমেলা
109. বৃদ্ধ কেন আদরিণীকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেননি?
(a) তিনি অসুস্থ ছিলেন
(b) তিনি ব্যস্ত ছিলেন
(c) তিনি কষ্ট পেয়েছিলেন
(d) তিনি বাইরে ছিলেন
উত্তর: (c) তিনি কষ্ট পেয়েছিলেন
110. কল্যাণী কী দেখে বুঝতে পারে যে হাতী কাঁদছিল?
(a) তার কান নড়ছিল
(b) তার চোখ দিয়ে জল পড়ছিল
(c) সে আওয়াজ করছিল
(d) সে দৌড়াচ্ছিল
উত্তর: (b) তার চোখ দিয়ে জল পড়ছিল
111. মুখোপাধ্যায় কল্যাণীর কথায় কী প্রতিক্রিয়া দেখান?
(a) অবাক হন
(b) হেসে ওঠেন
(c) দুঃখ পান
(d) রেগে যান
উত্তর: (c) দুঃখ পান
112. বৃদ্ধ মুখোপাধ্যায় কী বুঝতে পারেন?
(a) হাতী জানে সে আর ফিরে আসবে না
(b) হাতী তাকে ভুলে যাবে
(c) হাতী ক্রেতাদের অপছন্দ করেছে
(d) হাতী নতুন জায়গা পছন্দ করবে
উত্তর: (a) হাতী জানে সে আর ফিরে আসবে না
113. বৃদ্ধ কেন হাতীকে অনাদর করেননি?
(a) তিনি ব্যস্ত ছিলেন
(b) তিনি অভিমান করছিলেন
(c) তিনি কষ্টে ছিলেন
(d) তিনি হাতীকে ভুলতে চেয়েছিলেন
উত্তর: (c) তিনি কষ্টে ছিলেন
114. বৃদ্ধ আদরিণীর কাছে কী প্রতিজ্ঞা করেন?
(a) তিনি হাতীকে ভুলে যাবেন
(b) তিনি হাতীকে আর কখনো দেখবেন না
(c) তিনি হাতীকে দেখতে যাবেন
(d) তিনি হাতীকে বিক্রি করবেন
উত্তর: (c) তিনি হাতীকে দেখতে যাবেন
115. বৃদ্ধ মুখোপাধ্যায় আদরিণীর জন্য কী নিয়ে যাবেন বলে ভাবেন?
(a) ফল
(b) সন্দেশ ও রসগোল্লা
(c) মিষ্টি দই
(d) গাঁজা পাতা
উত্তর: (b) সন্দেশ ও রসগোল্লা
116. বৃদ্ধ কেন হাতীকে সঙ্গে দেখা করতে পারেননি?
(a) তিনি অসুস্থ ছিলেন
(b) তিনি অভিমান করেছিলেন
(c) তিনি ব্যস্ত ছিলেন
(d) তিনি আর্তনাদ করতে পারেননি
উত্তর: (b) তিনি অভিমান করেছিলেন
117. বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন পর্যন্ত হাতীকে মনে রাখার প্রতিজ্ঞা করেন?
(a) যতদিন তিনি বেঁচে থাকবেন
(b) যতদিন কল্যাণী বেঁচে থাকবে
(c) যতদিন হাতী ফিরে আসবে
(d) যতদিন সে বিক্রি হবে না
উত্তর: (a) যতদিন তিনি বেঁচে থাকবেন
118. “তুই মনে কোন অভিমান করিসনে মা” – এখানে ‘মা‘ শব্দটি কাকে বোঝানো হয়েছে?
(a) কল্যাণী
(b) আদরিণী
(c) বৃদ্ধার স্ত্রী
(d) প্রতিবেশী এক নারী
উত্তর: (b) আদরিণী
119. বৃদ্ধ শেষ পর্যন্ত কী স্বীকার করে নেন?
(a) তিনি আদরিণীকে ভুলতে পারবেন না
(b) হাতীকে আর বিক্রি করা হবে না
(c) কল্যাণীর বিয়ে ভেঙে যাবে
(d) হাতী ফিরে আসবে
উত্তর: (a) তিনি আদরিণীকে ভুলতে পারবেন না
120. বৃদ্ধের শেষ কথাগুলোতে কী ধরনের আবেগ প্রকাশ পায়?
(a) রাগ
(b) অভিমান
(c) ভালোবাসা ও বেদনা
(d) আনন্দ
উত্তর: (c) ভালোবাসা ও বেদনা
121. চাষী লোকটি কাকে পত্র দিয়ে যায়?
(a) কল্যাণীকে
(b) মধ্যমপুত্রকে
(c) মুখোপাধ্যায় মহাশয়কে
(d) মাহুতকে
উত্তর: (c) মুখোপাধ্যায় মহাশয়কে
122. মধ্যমপুত্র কী সংবাদ দেয়?
(a) কল্যাণীর বিয়ে স্থগিত হয়েছে
(b) আদরিণী অসুস্থ হয়ে পড়েছে
(c) মাহুত বিদ্রোহ করেছে
(d) হাতী পালিয়ে গেছে
উত্তর: (b) আদরিণী অসুস্থ হয়ে পড়েছে
123. আদরিণীর কী সমস্যা হয়েছিল?
(a) সে আহত হয়েছিল
(b) সে পথ ভুলে গিয়েছিল
(c) তার পেটে ব্যথা হয়েছিল
(d) সে জল পান করতে পারেনি
উত্তর: (c) তার পেটে ব্যথা হয়েছিল
124. আদরিণী কোথায় শুয়ে পড়েছিল?
(a) রাস্তায়
(b) আমবাগানে
(c) নদীর ধারে
(d) বাজারে
উত্তর: (b) আমবাগানে
125. অসুস্থ হওয়ার পর আদরিণী কী করছিল?
(a) জল পান করছিল
(b) ছটফট করছিল
(c) চুপচাপ বসে ছিল
(d) কারও সঙ্গে খেলছিল
উত্তর: (b) ছটফট করছিল
126. মাহুত আদরিণীর জন্য কী করেছিল?
(a) তাকে ছেড়ে চলে গিয়েছিল
(b) সারারাত চিকিৎসা করেছিল
(c) তাকে শিকলে বেঁধে রেখেছিল
(d) তাকে কষ্ট দিচ্ছিল
উত্তর: (b) সারারাত চিকিৎসা করেছিল
127. মধ্যমপুত্র কী নিয়ে চিন্তিত ছিলেন?
(a) আদরিণীকে কীভাবে সুস্থ করা যায়
(b) আদরিণী মারা গেলে কোথায় কবর দেওয়া হবে
(c) আদরিণীকে নতুন মালিকের কাছে পাঠানো হবে কি না
(d) আদরিণীকে ছেড়ে দেওয়া হবে কি না
উত্তর: (b) আদরিণী মারা গেলে কোথায় কবর দেওয়া হবে
128. মুখোপাধ্যায় মহাশয় কী সিদ্ধান্ত নেন?
(a) তিনি আদরিণীকে দেখতে যাবেন
(b) তিনি আদরিণীকে বিক্রি করবেন
(c) তিনি আদরিণীর চিকিৎসা বন্ধ করবেন
(d) তিনি আদরিণীকে নিয়ে আসবেন
উত্তর: (a) তিনি আদরিণীকে দেখতে যাবেন
129. বৃদ্ধ কেন দেরি করতে চাননি?
(a) তিনি চাননি আদরিণী তাকে না দেখে মারা যাক
(b) তিনি চিঠি পেয়ে রেগে গিয়েছিলেন
(c) তিনি হাতী বিক্রি করতে চেয়েছিলেন
(d) তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন
উত্তর: (a) তিনি চাননি আদরিণী তাকে না দেখে মারা যাক
130. বৃদ্ধ কীভাবে যাত্রার প্রস্তুতি নিলেন?
(a) পায়ে হেঁটে রওনা হলেন
(b) ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন
(c) নৌকায় গেলেন
(d) মাহুতকে পাঠালেন
উত্তর: (b) ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন
131. বৃদ্ধের সঙ্গে কে রওনা হন?
(a) ছোটপুত্র
(b) মধ্যমপুত্র
(c) জ্যেষ্ঠপুত্র
(d) মাহুত
উত্তর: (c) জ্যেষ্ঠপুত্র
132. পথ দেখানোর জন্য কার সাহায্য নেওয়া হয়?
(a) এক চাষীর
(b) এক ব্রাহ্মণের
(c) এক ব্যবসায়ীর
(d) এক পুলিশকর্মীর
উত্তর: (a) এক চাষীর
133. বৃদ্ধ যাত্রার আগে কী খান?
(a) ফল
(b) রুটি
(c) দুধ
(d) জল
উত্তর: (c) দুধ
134. বৃদ্ধ গন্তব্যে পৌঁছে কী দেখলেন?
(a) আদরিণী সুস্থ হয়ে উঠেছে
(b) আদরিণী মারা গেছে
(c) আদরিণী বিক্রি হয়ে গেছে
(d) আদরিণী পালিয়ে গেছে
উত্তর: (b) আদরিণী মারা গেছে
135. বৃদ্ধ কীভাবে প্রতিক্রিয়া দেখান?
(a) তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন
(b) তিনি কাঁদতে থাকেন
(c) তিনি রেগে যান
(d) তিনি অন্য জায়গায় চলে যান
উত্তর: (b) তিনি কাঁদতে থাকেন
136. বৃদ্ধ আদরিণীর কীসের কাছে মুখ রাখেন?
(a) লেজের
(b) শুঁড়ের
(c) কানের
(d) পায়ের
উত্তর: (b) শুঁড়ের
137. বৃদ্ধ কী ভাবেন?
(a) আদরিণী অভিমান করে মারা গেছে
(b) আদরিণী অন্য কোথাও চলে গেছে
(c) আদরিণী তাকে চিনতে পারেনি
(d) আদরিণী তাকে ক্ষমা করেনি
উত্তর: (a) আদরিণী অভিমান করে মারা গেছে
138. বৃদ্ধ আদরিণীকে কীভাবে সম্বোধন করেন?
(a) প্রিয় হাতী
(b) মা
(c) বন্ধু
(d) খুকু
উত্তর: (b) মা
139. বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন বেঁচে ছিলেন আদরিণীর মৃত্যুর পর?
(a) এক বছর
(b) ছয় মাস
(c) দুই মাস
(d) এক সপ্তাহ
উত্তর: (c) দুই মাস
140. বৃদ্ধের মৃত্যু কী প্রতীক করে?
(a) ভালোবাসা ও বিচ্ছেদজনিত দুঃখ
(b) প্রতিশোধ
(c) অসুস্থতা
(d) বয়সজনিত মৃত্যু
উত্তর: (a) ভালোবাসা ও বিচ্ছেদজনিত দুঃখ
আরো পরবর্তীকালে যদি প্রশ্ন উত্তর যোগ করা হয় সেটা তোমরা জানতে পেরে যাবে, অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে। তার পাশাপাশি এডুটিপস অ্যাপেও তোমাদের জন্য প্র্যাক্টিস প্রশ্ন মক টেস্ট এবং সাজেশন এর ব্যবস্থা করা রয়েছে সেটিও ডাউনলোড করে প্র্যাকটিস করতে ভুলবে না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -