উচ্চ মাধ্যমিক একাদশ নতুন সেমিস্টার সিস্টেমে, প্রথম সেমিস্টারে রয়েছে তোমাদের এই গল্পটি “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো“– গাবরিয়েল গার্সিয়া মার্কেজ, – এখান থেকে তোমাদের শুধুমাত্র মাল্টিপিল চয়েস প্রশ্ন থাকবে পরীক্ষাতে। তোমরা প্রথমে পাঠ্যটি খুব ভালো করে একবার পড়ে নেবে তারপর নিচের প্রশ্নগুলো দেখে নিও, তাহলে যেই ধরনেরই প্রশ্ন আসুক তোমরা সবই পারবে।
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
– গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
অনুবাদ – মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো: প্রশ্ন উত্তর
ভূমিকা – ১৯২৭ সালে ৬ই মার্চ দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আরকাটাকায় গাবরিয়েল গার্সিয়া মার্কেট জন্মগ্রহণ করেন। তার লেখা ইংরেজি গল্প- ❝A Very Old Man With Enormous Wings.❞ –টিকে বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যেটারই নাম ❝বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো❞। এই গল্পটি Magic Realism (জাদু বাস্তবতা) ধারার গল্প।
☆ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্ন উত্তর (প্রশ্নমান : ১)
১. মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ–
👉 ওর ধারণা কাঁকড়া পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল
২. কে কখন দেবদূতকে প্রথম দেখলো?
👉 দুপুরবেলা পেলাইও দেখেছিল
৩. পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক, কারণ–
👉 বুড়োর খালাশিদের মত গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলা / তার খালাশিদের মতে রিনরিনে গলা শুনে
৪. ওদের পড়োশিনীর মতে বুড়ো ‘দেবদূত’ ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, কারণ
👉 সে বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল
৫. পরদিন ওরা ঠিক করল যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে, কারণ–
👉 তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল
৬. বুড়োকে ভেলায় করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারলো না পেলাইও ও এলিসেন্দা?
👉 পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে নিয়ে তামাশা করছিল
৭. দর্শকরা বন্দীর ভবিষ্যৎ নিয়ে কী ধরনের জল্পনা কল্পনা করছিল?
👉 বুড়োকে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত
৮. পাদ্রে গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর, ফেরেব্বাজ, কারণ–
👉 বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না
৯.পাদ্রে গোনসাগা কী বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন?
👉 সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা
১০. “পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী,” কারণ–
👉 ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল
১১. “আঁৎকে জেগে উঠেছিল সে তখন, তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার…” কারণ–
👉 দর্শকদের কেউ তার শরীরে তপ্ত লোহার ছ্যাঁকা দিয়েছিল
১২. বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল?
👉 ফলের খোসা ও ছোটো হাজরির উচ্ছিষ্ট
১৩. পাদ্রে গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন?
👉 বিশপকে, বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য
১৪. “এইভাবেই পাদ্রে গোনসাগা তাঁর অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন…” কারণ–
👉 মাকড়সা–কন্যার আবির্ভাবে ‘দেবদূত‘কে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে পাদ্রে গোনসাগার দুশ্চিন্তা দূর হল
১৫. ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কীভাবে?
👉 বাবা–মার কথার অবাধ্য হয়ে
১৬. “দেবদূত এখন এখানে-সেখানে ঘুরে বেড়ায়…”-কারণ
👉 রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল
১৭. এলিসেন্দা কেন বলেছিল “দেবদূতে থৈ-থৈ করা কোনো নরকে বাস করা কী যে জঘন্য কাণ্ড”?
👉 কারণ দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াত
১৮. “একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হল হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে…” কারণ–
👉 এলিসেন্দা দেখল দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে
১৯. দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কি মনে হয়?
👉 এলিসেন্দা স্বস্তিবোধ করে, উদাসও হয়
২০. গল্পের প্রথম দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে?
👉 মঙ্গলবার
২১. গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে?
👉 বৃহস্পতিবার
২২. মাঝরাতে বাচ্চাটি কেন জেগে ওঠে?
👉 তার খিদে পেয়েছিল
২৩. থুরথুরে বুড়োর পোশাক কেমন ছিল?
👉 ন্যাকড়াকুড়ুনির পোশাক
২৪. “পাদ্রে গোনসাগা এসে হাজির” – কখন?
👉 সকাল সাতটার আগেই
২৫. পেলাই ও আর এলিসেন্দার বাড়িতে ভোরবেলা কেমন লোকেরা এসেছিল?
👉 রংবাজ
২৬. তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের _____ নাম দেওয়া উচিত।
👉 পুরপিতা
২৭. কিন্তু পাদ্রে গোনসাগা, যাজক হবার আগে ছিলেন এক _______
👉 হট্টাকটা কাঠুরে
২৮. গোনসাগার মতে বুড়ো লোকটি কেমন ছিল?
👉 জোচ্চোর ফেরেব্বাজ
২৯. বিশপ শব্দের অর্থ কি?
👉 একটি জেলার দায়িত্বপ্রাপ্ত খ্রিস্ট ধর্মগুরু
৩০. পাদ্রে গোনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন?
👉 লাতিনে
৩১) সার্কাসের উড়ন্ত দড়বাজিকরকে কার মতো দেখাচ্ছিল?
👉 কোনো নাক্ষত্র বাদুরের মতো
৩২) দেবদূতের খাদ্য হিসাবে পড়োশিনি কি নির্দেশ দিয়েছিলেন?
👉 ন্যাপথলিন
৩৩) কার কথায় দেবদূতকে ন্যাপথলিন খাদ্য হিসেবে দেওয়া হয়?
👉 পরমজ্ঞানী পড়োশিনির
৩৪) বুড়ো লোকটি শুধু কি খেত?
👉 বেগুন ভর্তা
৩৫) থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তিটি কি?
👉 ধৈর্য
৩৬) বুড়ো লোকটির নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ মানুষ কি ভেবেছিল?
👉 মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত
৩৭) পাদ্রে গোনসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল?
👉 রোম
৩৮) ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে?
👉 বাবা–মার কথার অবাধ্য হয়ে
৩৯) মাকড়সা মেয়েটি কে ছিল?
👉 ভয়ংকর তারানতুলা
৪০) থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয়েছিল?
👉 জলবসন্ত
৪১) এলিসেন্দা যে পোশাক কিনেছিল তার রং কি ছিল?
👉 রামধনু
৪২) দেবদূতে দেবদূতে থই থই করাকে এলিসেন্দা কি বলেছিল?
👉 নরক
৪৩) কোন মাসে দেবদূতের ডানায় পালক গজিয়ে ওঠতে শুরু করে?
👉 ডিসেম্বরের গোড়ায়
৪৪) সারা রাত ধরে ______ শিশুটির ছিল জ্বর
👉 নবজাত
৪৫) পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা _______ মারছে।
👉 কাঁকড়া
৪৬) থুরথুরে বুড়োকে দেখে কঠিন হৃদয়ের লোকেদের কি মনে হল?
👉 একে এক পাঁচতারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক
৪৭) গোনসাগা কাকে চিঠি লিখবেন বলে কথা দিয়েছিলেন?
👉 বিশপকে
৪৮) তাঁর বিচক্ষণতা, _______ -সকলই গিয়ে পড়ল বন্ধ্যা সব হৃদয়ে।
👉 দূরদর্শিতা
৪৯) পেলাইও আর এলিসেন্দা যে টাকা কামিয়ে ছিল তা দিয়ে তারা কেমন বাড়ি বানিয়েছিল?
👉 চকমেলানো দোতলা বাড়ি
৫০) মাকড়সায় রূপান্তরিত মেয়েটির একমাত্র কি খেত?
👉 মাংসের বড়া
৫১) বাচ্চার ______ দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত
👉 দ্বিতীয়
৫২) আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় ডানাওয়ালা থুরথুরে বুড়ো কি গুনগুন করত?
👉 সিন্ধুরোলের গান
৫৩) গল্পের মূল চরিত্র কে?
👉 বিশাল ডানাওয়ালা সেই থুরথুরে বুড়ো
৫৪) বুড়োর ডানা কেমন ছিল?
👉 বিশাল, পচা মাংসের মতো গন্ধযুক্ত এবং ক্ষতবিক্ষত
৫৫) গল্পের ঘটনা কোথায় ঘটে?
👉 একটি ছোট্ট, অজানা গ্রামে।
৫৬) গ্রামবাসীরা বুড়োকে কী ভেবেছিল?
👉 প্রথমে গ্রামবাসীরা বুড়োকে একজন দেবদূত ভেবেছিল। তারপর তারা বুঝতে পারে যে সে একজন সাধারণ মানুষ, তবুও তার বিশাল ডানার কারণে তারা তার প্রতি ভয় এবং ঘৃণা অনুভব করত।
৫৭) এলিসেন্দা কে?
👉 এলিসেন্দা গল্পের একজন চরিত্র। সে বুড়োকে দেখাশোনা করার দায়িত্ব পায়।
৫৮) পেলাইও কে?
👉 পেলাইও এলিসেন্দার স্বামী।
৫৯) বুড়ো কেমন ব্যক্তি ছিল?
👉 নিরীহ
৬০) এলিসেন্দার চরিত্র কেমন ছিল?
👉 দয়ালু
৬১) পেলাইওর চরিত্র কেমন ছিল?
👉 কৌতূহলী
৬২) গ্রামবাসীদের মনোভাব কেমন ছিল?
👉 উৎসুক, ভয়ানক, অবহেলিত
৬৩) বুড়োর আগমনের কারণে গ্রামে কী পরিবর্তন আসে?
👉 গ্রামের শান্তি নষ্ট হয়ে যায়
৬৪) এলিসেন্দা বুড়োর প্রতি কেমন ব্যবহার করত?
👉 প্রথমে এলিসেন্দা বুড়োকে দেখাশোনা করার দায়িত্ব পেয়ে ভয় পেয়েছিল। কিন্তু পরে সে বুড়োর প্রতি একটু সহানুভূতি অনুভব করে এবং তার যত্ন নিতে শুরু করে।
৬৫) বুড়োর ডানা কেন গজিয়েছিল?
👉 গল্পটিতে বুড়োর ডানা গজানোর কোন স্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এটি একটি অলৌকিক ঘটনা হিসেবে উপস্থাপিত হয়েছে।
৬৬) গল্পটিতে অলৌকিকতার কোন কোন উপাদান রয়েছে?
👉 বুড়োর ডানা গজানো, গ্রামবাসীদের দেবদূত মনে করা ইত্যাদি ঘটনাগুলিকে অলৌকিক বলা যেতে পারে।
৬৭) গল্পটি কোন ধরনের সাহিত্যের উদাহরণ?
👉 অলৌকিক (বা রহস্যময়)
৬৮) গল্পটিতে কোন কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে?
👉 বিশাল, থুরথুরে, অদ্ভুত, ভয়ানক (এগুলি কয়েকটি প্রধানতম উদাহরণ, অন্যান্য বিশেষণও থাকতে পারে)
৬৯) গল্পটিতে কোন কোন ক্রিয়া ব্যবহার করা হয়েছে?
👉 উড়তে, দেখতে, ভয় পেতে, মারা যেতে (এগুলি কয়েকটি উদাহরণ, অন্যান্য ক্রিয়াও থাকতে পারে)
৭০) গল্পটির কাহিনী বর্ণনা কেমন?
👉 রৈখিক (একটি ঘটনা থেকে আরেকটি ঘটনায় সরলভাবে এগিয়ে চলে)
৭১) গল্পের শুরুতে কী ঘটনা ঘটে?
👉 বিশাল বৃষ্টি হয়
৭২) বিশাল ডানাওয়ালা বুড়োকে কীভাবে পাওয়া যায়?
👉 গ্রামের বাইরে একটি দলদলে
৭৩) গ্রামবাসীরা বিশাল ডানাওয়ালা বুড়োকে কীভাবে দেখে?
👉 একজন দেবতা হিসেবে
৭৪) পেলাইও বিশাল ডানাওয়ালা বুড়োকে কেন নিজের বাড়িতে রাখে?
👉 দয়া করে, ভয় পেয়ে, এবং কৌতূহলবশত
৭৫) গল্পের শেষে বিশাল ডানাওয়ালা বুড়োর কী হয়?
👉 উড়ে চলে যায়।
অন্যান্য বিষয় এবং অধ্যায়েরও নোট আমাদের এখানে আপলোড রয়েছে। তোমরা ভিজিট করে দেখো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই এইরকম ভাবেই পড়াশোনা করতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -