উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমে প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীতে রয়েছে এই কবিতাটি – যথেষ্ট গুরুত্বপূর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য; সমস্ত সহজ ভাবে প্রশ্ন উত্তর আজকের শেয়ার করা হলো, তোমরা অবশ্যই নোট হিসাবে এগুলো ভালো করে তৈরি করবে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
– মাইকেল মধুসূদন দত্ত
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু! উজ্জ্বল জগতে
হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।
কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্ব্বতে,
যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,
সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ।
কি সেবা তার সে সুখ-সদনে!-
দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী;
যোগায় অমৃত ফল পরম আদরে
দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি;
পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে;
দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী,
নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে!
“ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতার সহজ ব্যাখ্যা | Ishwarchandra Vidyasagar Michael Madhusudan Dutt Class 11
মাইকেল মধুসূদন দত্ত রচিত “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর” কবিতাটি বিদ্যাসাগরের মহান ব্যক্তিত্ব, দানশীলতা ও মানবিকতার প্রশংসা করে লেখা হয়েছে।
এই কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে “বিদ্যার সাগর” বলা হয়েছে, কারণ তিনি ছিলেন জ্ঞানের মহাসমুদ্রের মতো। তিনি ছিলেন “করুণার সিন্ধু”, অর্থাৎ দয়ার সাগর।
কবিতায় বিদ্যাসাগরকে এক মহা পর্বতের মতো উপমা দেওয়া হয়েছে, যাঁর আশ্রয়ে দুর্বল ও অসহায় মানুষ শান্তি পেত। তাঁর দানশীলতা নদীর মতো প্রবাহিত হতো, যা সকলকে উপকৃত করত। এই কবিতায় বিদ্যাসাগরের মহানুভবতা ও দয়ালু চরিত্রের প্রশংসা করা হয়েছে।
তিনি ছিলেন জ্ঞানের আধার, দানশীলতায় অতুলনীয় এবং সবার প্রতি সহানুভূতিশীল। অসহায়দের তিনি যেমন আশ্রয় দিয়েছেন, তেমনি জ্ঞান ও শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করেছেন। কবিতাটি তাঁর মহত্ত্বকে স্মরণ করিয়ে দেয়।
উৎস :–
কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৬৫ খ্রিস্টাব্দে ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেট এর উন্মোচন করেন (এই কারণেই মাইকেল মধুসূদন দত্তকে বাংলা ভাষায় সনেটের জনক বলা হয়)। এরপরে ১৮৫৬ খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের লেখা সমস্ত চতুর্দশপদী বা সনেটধর্মী কবিতাগুলি ১৮৬৬ খ্রীষ্টাব্দে ❝চতুর্দশপদী কবিতাবলি❞ নামক গ্রন্থ আকারে ❝স্টেন হোপ প্রেস❞ থেকে প্রকাশিত হয় এবং প্রকাশক ছিলেন ❝ঈশ্বরচন্দ্র বসু❞। এই গ্রন্থে ১০২ টি কবিতা রয়েছে যার ৮৬ সংখ্যক কবিতা হলো ❝ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর❞।
☆ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্ন উত্তর (প্রশ্নমান : ১)
১) ❝ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর❞ কবিতাটি কি জাতীয় কবিতা? 👉 সনেট জাতীয়
২) ❝সনেট❞ কি? 👉 সমদৈর্ঘ্যের ১৪ পংক্তির কবিতা
৩) সনেটের চরণবিন্যাসের প্রথম ৮ লাইনকে কি বলা হয়? 👉 অষ্টক
৪) সনেটের চরণবিন্যাসের শেষ ৬ লাইনকে কি বলা হয়? 👉 ষষ্ঠক
৫) সনেটের জনক কে? 👉 ইতালির কবি পেত্রার্ক
৬) মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান? 👉 ❝অমিত্রাক্ষর❞ ছন্দের
৭) ❝মধুসূদনের অমর সৃষ্টি❞ বলা হয় কোন কাব্যকে? 👉 মেঘনাদবদ কাব্য
৮) মধুসূদন দত্তের একটি পত্রকাব্যের নাম লেখ। 👉 বীরাঙ্গনা কাব্য
৯) কোন ভাষাকে মাধ্যম করে কবি মাইকেল মধুসূদন দত্তের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল? 👉 ইংরেজি
১০) ❝Timothy Penpoem❞ ছদ্মনামে মধুসূদন কোন কবিতা লেখেন? 👉 দ্য ক্যাপটিভ লেডি
১১) মধুসূদন কোন নগরীতে বসে তার সনেটগুলি লিখেছিলেন? 👉 ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে
১২) মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখ। 👉 একেই কি বলে সভ্যতা।
১৩) ❝একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠছিলাম, দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায়❞ –মধুসুদন সম্বন্ধে ইই উক্তি কার? 👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১৪) ❝চতুর্দশপদী কবিতাবলি❞ কাব্যটি কবি কোন দেশে বসে লেখেন? 👉 ফ্রান্সে
১৫) ❝ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর❞ কবিতাটি কোন ছন্দে লেখা? 👉 অমিত্রাক্ষর
১৬) অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবান কে? 👉 কবি মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং
১৭) ❝বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে।❞ – কার উদ্দেশ্যে এই স্তুতি করা হয়েছে? 👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮) আলোচ্য কবিতায় ❝সিন্ধু❞ শব্দের অর্থ কি? 👉 সমুদ্র
১৯) ❝দীনের বন্ধু❞ – কে? 👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২০) ❝সেই জানে মনে❞ কে জানে? 👉 মাইকেল মধুসূদন দত্ত
২১) ❝হিমাদ্রি❞ শব্দের অর্থ কি? 👉 সুবর্ণ কান্তি পর্বত
২২) ❝হেমকান্তি❞ কার? 👉 হিমাদ্রির
২৩) ❝হেমকান্তি❞ শব্দের অর্থ কি? 👉 স্বর্ণকান্তির যুগ
২৪) ❝হিমাদ্রির হেমকান্তি❞-র সঙ্গে কার তুলনা করা হয়েছে? 👉 বিদ্যাসাগরের জ্ঞান, হৃদয়ের দ্যুতিকে তুলনা করা হয়েছে।
২৫) অম্লান শব্দের অর্থ কি? 👉 অমিলন
২৬) কিরণ শব্দের অর্থ কি? 👉 আলোকরশ্মি
২৭) কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে? 👉 যে মহাপর্বতের সুবর্ণচরণে আশ্রয় পায়।
২৮) ❝হিমাদ্রির হেমকান্তি❞ অম্লান হয় কিসে? 👉 সূর্য কিরণে
২৯) ❝সদন শব্দের❞ সমার্থক শব্দ কি? 👉 গৃহ
৩০) ❝কিঙ্করী❞ শব্দের অর্থ কি? 👉 দাসী
৩১) ❝তরু-দল❞ কী যোগায় বা যোগান দেয়? 👉 অমৃত ফল
৩২) বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করত কারা? 👉 যারা দীন-দরিদ্র
৩৩) ❝তরু-দল❞ কি ধারণ করেছিল? 👉 দাসরূপ
৩৪) ❝দিশ❞ শব্দের অর্থ কি? 👉 দিক
৩৫) ❝কি সেবা তার সে দুঃখ সদনে!❞ – ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে? 👉 পর্বত-কে
৩৬) বারি শব্দের অর্থ কি? 👉 জল
৩৭) ❝তরু-দল❞ দিনে কি করে? 👉 শীতল ছায়া বিস্তার করে
৩৮) বিদ্যাসাগরের গুণাবলী কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? 👉 গিরিশ বা হিমালয় পর্বতের সঙ্গে
৩৯) ❝পরিমল❞ শব্দের অর্থ কি? 👉 সুগন্ধ
৪০) ❝বিমলা❞ শব্দের অর্থ কি? 👉 নির্মল বা পরিচ্ছন্ন
৪১) ❝দিবস❞ শব্দটির বিপরীত শব্দ কি? 👉 নিশা
৪২) ❝সুখ সদনে❞ শব্দের অর্থ কি? 👉 সুখে বেদনায়
৪৩) ❝সেই জানে…❞ –কি জানে? 👉 সুমহান হিমালয়ের কত গুণ
৪৪) ❝যে জন আশ্রয় লয়…❞ –কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে? 👉 মহাপর্বতের সুবর্ণচরণে
৪৫) কবিতায় কাকে ❝করুনার সিন্ধু❞ বলে উল্লেখ করা হয়েছে? 👉 বিদ্যাসাগর মহাশয়কে
৪৬) ❝কি সেবা তার সে সুখ সদনে❞ – কোন সুখ সদনের কথা বলা হয়েছে? 👉 সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা
৪৭) বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? 👉 হিমালয়
৪৮) ❝কি সেবা তার সে সুখ সদনে❞ –কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে? 👉 গিরিশের
৪৯) ❝দানে বারি❞ – কে বারি দান করবে? 👉 নদী
৫০) ❝বিমলা কিঙ্করী❞ বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? 👉 বিদ্যাসাগরের নিঃস্বার্থ উপকারের মানসিকতা
৫১) ❝যোগায় অমৃত ফল❞ – কে যোগায়? 👉 সুদীর্ঘ গাছেরা
৫২) কবিতায় ❝অমৃত ফল❞ বলতে কী বোঝানো হয়েছে? 👉 বিদ্যাসাগরের অকৃপণ দান
৫৩) কারা পরিমলে দশ দিশ ভরিয়ে তোলে? 👉 ফুল-কুল
৫৪) দিবসে ❝শীতল শ্বাসী ছায়া❞ দান করেন কে? 👉 বনেশ্বরী
৫৫) বনেশ্বরী রাত্রিতে কি দান করেন? 👉 সুশান্ত নিদ্রা
৫৬) কিসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়? 👉 সুশান্ত নিদ্রায়
৫৭) কবিতায় ❝শীতল শ্বাসী❞ শব্দের অর্থ কি? 👉 শীতল বাতাস
৫৮) ❝______ তুমি বিখ্যাত ভারতে ❞ 👉 বিদ্যার সাগর
৫৯) ❝দানে বারি নদীর রূপ _____।❞ 👉 বিমলা কিঙ্করী
৬০) ❝উজ্জল জগতে _______ ❞ 👉 হিমাদ্রির হেমক্লান্তি
৬১) পর্বতের প্রকৃত গুন কে বুঝতে পারে? 👉 যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়
৬২) তরু দল কিভাবে অমৃত ফল যোগান দেয়? 👉 পরম আদরে
৬৩) যে তরু-দল পরম আদরে অমৃত ফল যোগান দেয় তারা কেমন? 👉 দীর্ঘ-শিরঃ
৬৪) ❝নিশায় _____ নিদ্রা, ক্লান্তি দূর করে।❞ 👉 সুশান্ত
৬৫) ❝______। কি সেবা তার সে সুখ সদনে!❞ 👉 গিরিশ
৬৬) বনেশ্বরীর ন্যায় কে কবিকে তাঁর দুর্দিনে আশ্রয় দান করেছিলেন? 👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬৭) কাকে উদ্দেশ্য করে কবিতাটি লেখা হয়েছে? 👉 বিদ্যাসাগর
৬৮) কবিতায় কাকে সাগর বলা হয়েছে? 👉 বিদ্যাসাগরকে
৬৯) কবিতার লেখক কার কারণে কাকে করুণার সিন্ধু বলেছেন? 👉 দয়াগুণের জন্য
৭০) ‘দীন’ শব্দটির অর্থ কি? 👉 দুঃখী মানুষ
৭১) “হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে” এই পংক্তির অর্থ কী? 👉 অবিচল গুণাবলী
৭২) কবিতায় বিদ্যাসাগরকে আর কী বলা হয়েছে? 👉 দীনের বন্ধু
৭৩) বিদ্যাসাগরের গুণাবলী কেমন? 👉 অম্লান
৭৪) বিদ্যাসাগর কার জন্য সুখী? 👉 দীন মানুষের জন্য
৭৫) বিদ্যাসাগরের মতো আর কার গুণ অম্লান? 👉 হিমালয়ের
৭৬) কবিতার মূল বিষয় কী? 👉 বিদ্যাসাগরের প্রশংসা
৭৭) ‘করুণার সিন্ধু’ উপমার মাধ্যমে কাকে বোঝানো হয়েছে? 👉 বিদ্যাসাগরের
৭৮) ‘হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে’ এই পংক্তির অর্থ কী? 👉 বিদ্যাসাগরের কাজ স্থায়ী
৭৯) ‘মহা পর্বতে’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে? 👉 একজন মহান ব্যক্তি
৮০) ‘সুবর্ণ চরণে’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে? 👉 পবিত্র চরণ
৮১) ‘গিরীশ’ শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? 👉 ঈশ্বরচন্দ্রকে
৮২) ‘সেবা’ শব্দটি এখানে কার প্রতি নির্দেশ করে? 👉 গিরীশের
৮৩) “কিন্তু ভাগ্য বলে… – …সে সুখ সদনে” –এই পংক্তিগুলোর মূল বিষয় কী? 👉 একজন মহান ব্যক্তির প্রতি ভক্তি
৮৪) মহা পর্বত কাকে বোঝায়? 👉 ঈশ্বরচন্দ্রকে
৮৫) সুবর্ণ চরণ কার? 👉 ঈশ্বরচন্দ্রের
৮৬) সুখ সদন কোথায় আছে? 👉 ঈশ্বরচন্দ্রের আশ্রয়
৮৭) ‘দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী’ এই পংক্তির অর্থ কী? 👉 দান করলে পুণ্য হয়
৮৮) ‘অমৃত ফল’ দ্বারা কী বোঝানো হয়েছে? 👉 সুখ
৮৯) কবিতার এই অংশের মূল বিষয়বস্তু কী? 👉 দানের গুরুত্ব
৯০) কিঙ্করী শব্দটি কার জন্য ব্যবহৃত হয়েছে? 👉 নদীর জন্য
৯১) দিবসে কী দেয়? 👉 ছায়া
৯৩) ‘দিবসে শীতল শ্বাসী ছায়া’ এই পংক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? 👉 দিনে ছায়া দেয়
৯৪) ‘নিশায় সুশান্ত নিদ্রা’ এই পংক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? 👉 শান্তিতে নিদ্রা হয়
৯৫) কবিতার এই অংশে কোন ঋতুকে বর্ণনা করা হয়েছে বলে মনে হয়? 👉 বসন্ত
৯৬) যে জন আশ্রয় লয় সুবর্ণ ______। 👉 চরণে
৯৭) সেই জানে কত ____ ধরে কত মতে। 👉 গুণ
৯৮) গিরীশ। কি সেবা তার সে সুখ ______। 👉 সদনে
৯৯) দানে বারি নদীরূপ বিমলা ______। 👉 কিঙ্করী
১০০) কাকে বনেশ্বরী বলা হয়েছে? 👉 গাছকে
গুরুত্বপূর্ণ আলোচনা ও সমস্ত ছাত্র-ছাত্রীদের যথেষ্ট কাজে লাগবে এবং পড়াশোনায় উপযোগী হবে, তাই অবশ্যই শেয়ার করে দেয়ার অনুরোধ রইল। পরবর্তী অন্যান্য নোট সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -