SVMCM Aikyashree: বাড়ানো হলো ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন তারিখ! দেখে নিন

Anjan Mahata

Published on:

Svmvm Aikyashree Scholarship Last Date Application Extended

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাড়ানো হলো ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর আবেদনের অনলাইন এবং আবেদন জমা দেওয়ার তারিখ! পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম স্কলারশিপ, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সব এর ক্ষেত্রে নতুন এবং রেনুয়াল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য তারিখ আপডেট এসেছে।

   

SVMCM Aikyashree স্কলারশিপ আবেদন তারিখ বাড়ানো হলো

প্রথম ধাপে, এর আবেদন তারিখ ছিল ৩১শে ডিসেম্বর তবে আবারো তারিখ বাড়িয়ে করা হলো 28 ফেব্রুয়ারি ২০২৫ – সমস্ত ছাত্রছাত্রীরা যাতে আবেদন করতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারে তার জন্যই।

***Applications with respect to Post-Matric, TSP, MCM and SVMCM Fresh and Renewal applications for the Academic year 2024-25 can be made till 28th February 2025.***

তবে বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে অনেক ছাত্র-ছাত্রীরা আবেদন করতে এখনো কিছু সমস্যা হচ্ছে। এখনো আবেদনের শেষ তারিখ কিছু ঘোষণা করা হয়নি। মানে সাধারণ ছাত্র ছাত্রীরা ও আবেদন এখন সবাই করতে পারবে কোন চিন্তা নেই।

দেখে নিন: SVMCM Scholarship Approval Started: স্কলারশিপের অনুমোদন দেওয়া শুরু! টাকা কবে দেবে?

চেক-আউট অফিশিয়াল ওয়েবসাইট: https://wbmdfcscholarship.in/

সমস্ত আপডেট স্কলারশিপ-এর তথ্য সবার আগে আমরা ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের whatsapp চ্যানেলে সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, সব আপডেট সবার আগে পেতে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram