SVMCM Application Approved: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনপত্র ঠিক আছে কিনা কিভাবে বুঝবে?

Swami Vivekananda Scholarship Application Forward Approved Disbursed

যেসকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো তারা কিভাবে এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করে বুঝতে পারবে যে তোমার স্কলারশিপ কোন পর্যায়ে রয়েছে বা টাকা পেতে আর কতদিন তোমায় অপেক্ষা করতে হবে। সবকিছু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস দেখে সহজেই বুঝে নিতে পারবে। আজকের এই প্রতিবেদনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর কোন স্ট্যাটাসে কি মানে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

   

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন স্ট্যাটাসের কি মানে?

পশ্চিমবঙ্গের পড়ুয়ারদের কাছে জনপ্রিয় একটি স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রতি বছর এই স্কলারশিপে লক্ষাধিক ছাত্রছাত্রী আবেদন করে থাকে। ছাত্র-ছাত্রীরা পূর্ববর্তী ক্লাসে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বার্ষিক ১২০০০ টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পায়।

SVMCM Application Status Approved Submitted & Forwarded

বিস্তারিত দেখুন: SVMCM Status Check: কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্ট্যাটাস চেক করবে? জেনে নাও কবে টাকা পাবে!

এবার একটি তালিকার মাধ্যমে দেখে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোন স্ট্যাটাসের কি মানে।

নংস্কলারশিপের স্ট্যাটাসস্ট্যাটাসের সম্পর্কে বিস্তারিত
১)Application Submittedএই স্ট্যাটাসের অর্থ হল তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং তোমার আবেদনপত্রটি শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা ভেরিফিকেশনের প্রাক মুহূর্তে রয়েছে।
২)Application Forwarded by HOIস্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে যদি এই লেখাটি দেখা যায় তাহলে বুঝবে শিক্ষা প্রতিষ্ঠান করতে তোমার আবেদন পত্রটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।
৩)Application Approvedএই স্ট্যাটাসের অর্থ হল উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক তোমার আবেদন পত্রটি গৃহীত হয়েছে। এই স্ট্যাটাস দেখালে বুঝে যাবে তুমি স্কলারশিপ থেকে নিশ্চিতভাবে টাকা পাবে।
৪)Application Approved, Scholarship Amount not Disbursed yetস্ট্যাটাসে যদি এই লেখাটা দেখায় তাহলে বুঝবে তোমার আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে তোমার একাউন্টে টাকা পাঠানোর কাজ শীঘ্রই শুরু হবে। এই স্ট্যাটাসের ১০ থেকে ২০ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।
৫)Application Sanctioned, Scholarship Amount Disbursedএই স্ট্যাটাসের অর্থ হল তোমার ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তোমার যদি একাউন্টের তথ্য ঠিক থাকে তাহলে ৭ দিনের মধ্যে তোমার একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে।

SVMCM বিবেকানন্দ স্কলারশিপ চেক করার অফিসিয়াল লিঙ্ক: https://svmcm.wbhed.gov.in/

প্রিয় ছাত্র-ছাত্রীরা তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্ট্যাটাস চেক করতে গিয়ে উপরোক্ত স্ট্যাটাস গুলো দেখতে পাও তাহলে সহজে বুঝে নিতে পারবে তোমার স্কলারশিপে আবেদন পত্রটি কোন পর্যায়ে রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram