Swami Vivekananda Scholarship Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন ও ব্যাংক একাউন্ট নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা বিকাশ ভবন থেকে দেওয়া হয়েছে, আজকের এই প্রতিবেদনে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
SVMCM Scholarship Bank Account: ব্যাংক একাউন্ট আপডেট 2024
যে বিষয়টা ছোট হলেও অনেকেই সেটা এড়িয়ে যায় এবং যার জন্য পরে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ পেতে অসুবিধা হয় এবং এমনকি অনেক ক্ষেত্রে ব্যাংকের ট্রানজাকশন ফেল (Money Transaction Fail) হয়ে যায়।
যেকোনো স্কলারশিপের টাকার ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হয়, তাই সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট চালু থাকাটা অত্যন্ত আবশ্যক। তার সাথে আরও একটা বিষয় নজর রাখা দরকার, যেমন আধার লিঙ্ক ঠিকঠাক রাখা।
মেজর একাউন্ট ও মাইনর একাউন্ট
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রী একটা সমস্যার সম্মুখীন হয়, যেটা মেজর একাউন্ট মাইনর একাউন্টের প্রবলেম। স্কুলে থাকাকালীন নাবালক অবস্থায় ছাত্র-ছাত্রীদের যে একাউন্ট খোলা হয় সেটা সাধারণত মাইনর একাউন্ট (Minor Account) যার অনেক রকম লেনদেন লিমিট আছে। সেই অ্যাকাউন্টটা ১৮ বছর হওয়ার পর KYC সম্পূর্ণ করে মেজর অ্যাকাউন্ট (Major Account) করে নিতে হয়।
কিন্তু অধিকাংশ ছাত্র-ছাত্রী সেই বিষয়ে না জানার জন্য তাদের স্কলারশিপ-এর টাকা ব্যাংক একাউন্টে আটকে যায়।তাই আবেদন করার আগে অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন।
যে ব্যাংক একাউন্ট আদেও চালু আছে কিনা? -তার সঙ্গে সঙ্গে লেনদেন ঠিকঠাক হয় কিনা, সেটা একবার অবশ্যই দেখে নেবেন। আর যদি ছাত্রছাত্রীরা ১৮ বছর বয়স হয়ে যায়, ব্যাংক একাউন্ট মেজর করে নেবেন।
বিস্তারিত দেখুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে দেখে নাও
কিভাবে ব্যাংক একাউন্ট মেজর করবেন? (Swami Vivekananda Scholarship Major Bank Account)
খুব সহজেই আপনারা নিজেদের মাইনর একাউন্ট বা স্টুডেন্ট একাউন্টটা-কে “মেজর সেভিংস একাউন্টে” পরিবর্তন করতে পারবেন।
এর জন্য আপনাকে আপনার প্রধান ব্যাংকের শাখায় গিয়ে একটি লিখিত আবেদন সহ আপনার কে-ওয়াই-সি ডকুমেন্ট (KYC) যেমন, আধার কার্ড বা প্যান কার্ড জমা করতে হবে। তারপরে ব্যাংক চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার একাউন্টে KYC আপডেট করে মেজর করে দেবে।
গুরুত্বপূর্ণ রিসোর্স | লিংক |
---|---|
বিকাশ ভবন SVMCM-এর অফিসিয়াল ওয়েবসাইট | svmcm.wbhed.gov.in |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সমস্ত আপডেট | Click Here |
অবশ্যই দেখো: Swami Vivekananda Scholarship 2024-25: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু প্রস্তুতি
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »