SVMCM Income Certificate: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইনকাম সার্টিফিকেট! অনলাইন নাকি অফলাইন? দেখে নাও

SVMVM Income Certificate Download Proforma Online BDO Municipality

নমস্কার প্রিয় ছাত্র-ছাত্রীরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজনীয় তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ইনকাম সার্টিফিকেট। আজকের পোস্টটি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য যে প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেট সেই বিষয়ে।

   

তোমরা কোন ইনকাম সার্টিফিকেট ব্যবহার করবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে প্রেরিত প্রোফর্মা (অফলাইন) নাকি অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে প্রেরিত ডিজিটাল ভেরিফিকেশন করা ইনকাম সার্টিফিকেট।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট: কীভাবে তৈরি করবেন?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নিচের যেকোনো একটি আয় শংসাপত্র জমা দিতে পারেন:

  • অফলাইন আয় শংসাপত্র: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া মডেল প্রফর্মা
  • অনলাইন আয় শংসাপত্র: e-District পোর্টাল থেকে প্রাপ্ত শংসাপত্র।

তবে ইনকাম সার্টিফিকেট অবশ্যই ছাত্র বা ছাত্রীর নিজের নামে হবে এবং সেখানে পরিবারের ইনকাম বার্ষিক উল্লেখ থাকতে হবে।

এলাকাপদ্ধতিপ্রধান অফিস
পঞ্চায়েতপঞ্চায়েত প্রধান → অনলাইন আবেদন → বিডিও অফিসে জমাব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO)
মিউনিসিপালিটিকাউন্সিলর শংসাপত্র → মডেল প্রফর্মা → অফিসারদের কাছে জমাএক্সিকিউটিভ অফিসার / ডেপুটি কমিশনার / গ্রুপ-A অফিসার /রেভিনিউ অফিসার

পঞ্চায়েত (Rural) এলাকার জন্য তৈরির পদ্ধতি

তোমাদের মধ্যে যারা গ্রামীণ এলাকার (Rural) অন্তর্ভুক্ত রয়েছো, তাদের প্রথমে পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রেরিত ইনকাম সার্টিফিকেট দিয়ে অনলাইনে ই-ডিস্ট্রিক্ট (eDistrict) পোর্টালে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।

সেই ইনকাম সার্টিফিকেট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরমেট (MODEL PROFORMA FOR INCOME CERTIFICATE) -এর প্রিন্ট আউট নিয়ে বিডিও অফিসে (BDO Office) গিয়ে অফলাইনে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে।

দেখে নাও: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে!

মিউনিসিপালিটি এলাকার জন্য (Municipality)

আর যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Municipal Corporation) অন্তর্ভুক্ত, তাদের প্রথমে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর কর্তৃক প্রেরিত ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তারপর সেই ইনকাম সার্টিফিকেট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরমেট (MODEL PROFORMA FOR INCOME CERTIFICATE) সার্টিফিকেট বানাতে হবে

মডেল ইনকাম সার্টিফিকেটের প্রিন্ট আউট নিয়ে মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসার (Executive Officer in case of Municipality) বা কর্পোরেশনের ডেপুটি কমিশনার (Deputy Commissioner of Corporation) অথবা গ্রুপ ‘এ’ গ্যাজেটেড অফিসার (Group –A Gazetted Officer)-এর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তৈরি করিয়ে নিতে হবে।

ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ (e-District 2.0)

তো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য অফলাইন এবং অনলাইন দুই ইনকাম সার্টিফিকেটই চলবে। কিন্তু অনলাইনে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে বর্তমানে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে মান্থলি বা মাসিক ইনকাম উল্লেখ করা হচ্ছে

কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই ইয়ারলি বা বার্ষিক ইনকাম উল্লেখ থাকা প্রয়োজন। সুতরাং, তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রেরিত প্রোফর্মাটিতে (Proforma of Income Certificate) অফলাইনে ইনকাম সার্টিফিকেট তৈরী করাতে হবে।

মডেল প্রফর্মা ডাউনলোড করুন

ইনকাম সার্টিফিকেটের মডেল প্রফর্মা (Model Proforma for Income Certificate) সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচের লিঙ্ক দেওয়া রইল আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন

দরকারি তথ্যলিংক
MODEL PROFORMA FOR INCOME CERTIFICATEDownload PDF
পঞ্চায়েত/পৌরসভা উভয়ের জন্যই(2023-24) Latest
স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপের নতুন অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wb.gov.in

অবশ্যই দেখো: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram