SVMCM Documents Required: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে? নতুন আবেদন দেখে নাও

SVMCM Swami Vivekananda Scholarship Documents Required New Fresh Application

পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য যে যে “প্রয়োজনীয় কাগজপত্র” (Documents for SVMCM Fresh Application) লাগবে। যারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন আবেদন করবে, তাদের অনলাইন পোর্টালে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। নতুন আবেদন (Fresh Application) অর্থাৎ যারা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর নতুন আবেদন করবে – সেটা নিয়ে আজকের প্রতিবেদন।

   

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদনে কি কি ডকুমেন্টস লাগবে? (Swami Vivekananda Scholarship New Application Documents)

Swami Vivekananda Scholarship নতুন আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টগুলো তোমাদেরকে ফরম ফিলাপের আগেই রেডি করে রাখলে, তখন আবেদনের সুবিধা হবে। সেগুলোর লিস্ট নিচে দেওয়া হলো –

1. Academic Documents: একাডেমিক কাগজপত্র

অ্যাকাডেমিক ডকুমেন্টস অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত কাগজপত্র গুলি ছাত্রছাত্রীদের কাছেই থাকে এবং এগুলি স্কুল বা কলেজ থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে।

a. মার্কসিট (Marksheet): স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর নতুন আবেদনে ৬০% নম্বর দরকার। তার জন্য শেষ পরীক্ষার মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ অথবা গ্রাজুয়েশন পাশের এর মার্কসিট তোমাদের লাগবে। এটা সকলের কাছেই থাকে তাই চিন্তার বিষয় নয়।

b. ভর্তির রশিদ (Admission Receipt): ছাত্র বা ছাত্রী স্কুলে-কলেজে ভর্তি হয়েছে কিনা, তার প্রমাণ হিসেবে এডমিশন বা ফি পেমেন্টের কোন রশিদ আপলোড করতে হবে (ভর্তির রসিদ/শ্রেণীর জন্য ফি প্রদানের রসিদ)।

2. বার্ষিক আয় শংসাপত্র – ইনকাম সার্টিফিকেট (Family Income Certificate)

দ্বিতীয় যে ডকুমেন্টটা লাগবে সেটা হল ইনকাম সার্টিফিকেট। ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না তার প্রমাণস্বরূপই ইনকাম সার্টিফিকেট লাগবে।

  • গ্রামীণ এলাকার ক্ষেত্রে Jt. B.D.O. পদমর্যাদার নীচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা/অফিসার
  • পৌরসভা / কর্পোরেশনের ডেপুটি কমিশনার / গ্রুপ -এ ক্ষেত্রে গেজেটেড অফিসার

SVMCM পোর্টালে যে ফরম্যাট দেওয়া আছে, সেটা তোমরা প্রিন্ট করে ফিলাপ করে যেকোনো Group-A অফিসারের কাছ থেকে নিতে হবে। এক্ষেত্রে অনলাইন ইনকাম সার্টিফিকেট ও চলবে। কিভাবে বানাতে হবে সেই নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও ও পোস্ট তোমাদের সাথে শেয়ার করা হয়েছে।

SVMCM Income Certificate Formatপরিবারের আয়ের শংসাপত্রের ফর্ম্যাটDownload PDF
BDO Income Certificate: অনলাইনে বিডিও ইনকাম সার্টিফিকেটBDO Income Online Apply

3. ব্যাংক পাসবুক (Bank Passbook)

যেহেতু স্কলারশিপের বৃত্তি সরাসরি ছাত্র বা ছাত্রীর ব্যাংক একাউন্টে জমা পড়বে, সব থেকে গুরুত্বপূর্ণ বলা চলে এটি। ছাত্র বা ছাত্রীর নিজের নামের ব্যাংক একাউন্টের খাতার প্রথম পাতা আপলোড করতে হবে

যদি ১৮ বছরের বেশি হয়ে থাকে অবশ্যই মেজর সেভিংস একাউন্ট KYC যুক্ত হতে হবে। তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, যেমন – নাম, IFS কোড, একাউন্ট নাম্বার, MICR কোড ফর্ম ফিলাপের সময় লাগবে।

বিস্তারিত পড়ুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে

4. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য (Others)

i. ইমেইল আইডি (Email ID): ছাত্র বা ছাত্রীর নিজস্ব ইমেইল আইডি ফরম ফিলাপের রেজিস্ট্রেশনের সময় লাগবে। যেখানে আবেদনের পরবর্তী পদ্ধতির সমস্ত আপডেট পাবে।

ii. মোবাইল নম্বর (Phone Number): আবেদনের ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক। কারণ স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্রুভাল ও বিভিন্ন সময় লগইন করতে মোবাইল নম্বর লাগবে। কাজেই যেই মোবাইল নম্বর সক্রিয় থাকবে এসএমএস যাবে সেরকম দেবে

iii. আধার কার্ডের নম্বর (Aadhar Details): স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ফরম ফিলাপের সময় আধার কার্ড-এর নম্বর দেওয়া বাধ্যতামূলক। আবেদন ফরম ফিলাপ করার সময় লাগবে।

5. রঙিন ফটোগ্রাফ ও স্বাক্ষর (Passport Photo & Signature)

পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ (Color Photograph), ফরম ফিলাপের সময় আপলোড করতে হবে। তার সাথে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। যেটা অ্যাপ্লিকেশন ফর্মে, তার সাথে পোর্টালেও থাকবে।

বাংলার শিক্ষা আইডি (SVMCM Banglar Shiksha ID)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য বাংলার শিক্ষার আইডি নম্বর দিতে হবে। তবে এটি বাধ্যতামূলক নয়, যেসব স্কুলগুলিতে শিক্ষার আইডি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে তাদের অবশ্যই শিক্ষার আইডি জমা করতে হবে। যাদের শিক্ষা আইডি দেওয়া হয়নি বা যেসব ছাত্র-ছাত্রীদের স্কুলে তাদের আপাতত জমা না করলেও চলবে

জেনে নাও: Can I apply OASIS and SVMCM both? একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে!

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর বিকাশ ভবন ওয়েবসাইটSVMCM (V4.0)
বাংলার উচ্চশিক্ষা অফিসিয়াল পোর্টালBanglar Uchchashiksha

তো প্রিয় ছাত্র-ছাত্রীরা এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদন করার আগে এগুলো জোগাড় করে রাখো – ধীরে সুস্থে সময় নাও, কোন ভুল করো না। যাতে আবেদন শুরু হলে কোন সমস্যা না হয়। আর হ্যাঁ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সমস্ত আপডেট পেতে আমাদের ফলো করো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram