SVMCM Portal: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পোর্টালে সমস্যা! ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করতে বলল বিকাশ ভবন

Swami vivekananda SVMCM Scholarship New portal Issue Update

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হতেই নতুন পোর্টালে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেলেও কারো ডকুমেন্টস জমা আপলোড হচ্ছে না, কারোর রেনুয়াল আবেদন করতে গিয়ে পোর্টাল ক্রাশ করে যাচ্ছে! কি আপডেট জানানো হলো বিকাশ ভবনের তরফ থেকে জানাবো আজকের পোস্টে।

   

Swami Vivekananda Scholarship Problem: স্বামী বিবেকানন্দ পোর্টালে সমস্যার মুখে ছাত্রছাত্রীরা

দীর্ঘ অপেক্ষার পর 20 শে নভেম্বর থেকে ফ্রেশ অর্থাৎ নতুন এবং রেনুয়াল উভয় অনলাইন আবেদনই বিকাশ ভবনের নতুন ওয়েবসাইটে শুরু হয়ে যায়। অনলাইনে এ ক্ষেত্রে পোর্টাল আপডেটের কারণে অনেক টেকনিক্যাল সমস্যা হচ্ছে।

বিকাশ ভবনে এই বিষয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় তারা বিষয়গুলি দেখছেন এবং খুব দ্রুততার সাথে সেগুলি সঠিক করে দেওয়া হবে।

আপাতত ছাত্র-ছাত্রীদের এটাই বলা হচ্ছে তারা যেন ডকুমেন্টস সংগ্রহ থেকে শুরু করে বাকি অন্যান্য কাজ সেরে রাখেন। যাতে যখন আবেদনটি সঠিকভাবে কাজ করি হবে তখন তারা আবেদন করতে পারবেন।

যারা আবেদন করে ফেলেছেন বা অর্ধেক হয়েছে তাদের কি হবে?

যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন কিংবা অর্ধেক আবেদন হয়ে রয়ে গিয়েছে তাদেরও চিন্তার কোন কিছু নেই, তাদের সমস্ত তথ্য এবং ডকুমেন্টস ডেটা সুরক্ষিত রয়েছে বিকাশ ভবনের উচ্চশিক্ষা দপ্তরের কাছে।

কাজেই যখন নতুন আপডেট হবে তারা তাদের বাকি থাকা আবেদন পত্র সম্পন্ন করতে পারবেন। স্কুল এবং কলেজগুলিকেও একইভাবে এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে জানানোর জন্য বলা হয়েছে।

অবশ্যই দেখে নাও: SVMCM Documents: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে? নতুন আবেদন

আবেদনে সমস্যা হলে কি করবে? কতদিন আবেদন খোলা থাকবে?

কোন ছাত্র-ছাত্রী বা আবেদনকারীর আবেদন চলাকালীন যদি কোন টেকনিক্যাল সমস্যা হয় সেই বিষয়ে সঙ্গে সঙ্গে তারা বিকাশ ভবন হেল্পলাইন ফোন করে জানাতে পারেন, তাতে যেমন বিকাশ ভবনের তরফ থেকেও সেটা ঠিক করে দেওয়া হবে তার পাশাপাশি সেই ছাত্ররা ছাত্রীকেও সর্বতোভাবে সহযোগিতা করা হবে।

সবেমাত্র আবেদন শুরু হয়েছে এবং এখন অনেক দিনই এর আবেদন খোলা থাকবে।তাই ছাত্র ছাত্রীদের চিন্তার কোন বিষয় নেই, সবাই আবেদনের সুযোগ পাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালsvmcm.wb.gov.in
বিকাশ ভবনের হেল্পলাইন নম্বর+1800-102-8014

গুরুত্বপূর্ণ: স্বামী বিবেকানন্দ SVMCM স্কলারশিপ সমস্ত লেটেস্ট আপডেট (Click Here)

পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, আপনাদের সঙ্গে যুক্ত থাকুন!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram