Swami Vivekananda Scholarship Application Started 2024-25. রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর! অবশেষে শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। স্কুল ছাত্র ছাত্রী থেকে কলেজের ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন পোর্টালে আবেদন শুরু (Swami Vivekananda Scholarship 2024-25)
রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পোর্টালে বড়সড়ো বদল ঘটেছে। আগের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটটির বদলে নতুন ওয়েবসাইট SVMCM 4.2 লঞ্চ করা হয়েছে for All Courses @svmcm.wb.gov.in। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
কোন কোন পড়ুয়াদের জন্য শুরু হলো স্কলারশিপের আবেদন?
যেসকল পড়ুয়া ৬০% নম্বরসহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজে পাস করে নতুন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সেই সকল পড়ুয়া সবাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোর্সে, প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রেজুয়েশন কোর্স ভর্তি হয়েছে সকলের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এরইসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল (Renewal) প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে। তাই যেসকল পড়ুয়া, পূর্ববর্তী ক্লাসে ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে।
আবেদন শুরু হলেও সঙ্গে সঙ্গে কেউ আবেদন বা রেজিস্ট্রেশন করবে না, ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করবে তারপরেই অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন বা কিছু করবে।
আপডেট | লিংক |
---|---|
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন ওয়েবসাইট ও পোর্টাল | svmcm.wb.gov.in |
স্কলারশিপ এর সমস্ত তথ্য যোগ্যতা ডকুমেন্ট | SVMCM Page |
কারণ নতুন পোর্টাল চালু হওয়ার সময় *কিছু যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়েই থাকে*… তো প্রথমের দিকে যাতে সেরকম সমস্যা তে না পড়তে হয় তার জন্য অপেক্ষা করে নিয়ে দুদিন তিনদিন।
জেনে নাও: SVMCM Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন? এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন ও সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোর্সে কত টাকা দেওয়া হয় তা নিয়ে সমস্ত তথ্য বিস্তারিত প্রতিবেদন আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে সেই প্রতিবেদনটি দেখতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »