স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ এর অনুমোদন দেওয়া শুরু হলো। প্রথম ধাপে যে সকল ছাত্র-ছাত্রীরা আবেদন করেছিল এবং তাদের স্কুল বা কলেজ লেভেল ভেরিফিকেশন হয়ে গিয়েছিল, তাদের আবেদনগুলি অ্যাপ্রভাল দিচ্ছে বিকাশ ভবন। বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এপ্রুভাল (SVMCM Approval Process)
স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপে অনলাইনে আবেদন করার পরে সেটি স্কুল বা কলেজ থেকে ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশন করাতে হয়, তারপরেই সেটি বিকাশ ভবনের কাছে যায় অনুমোদনের জন্য।
কিভাবে জানবে তোমার আবেদনটি অ্যাপ্রুভাল বা অনুমোদন পেয়েছে কিনা?
এর জন্য শুধুমাত্র তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে ড্যাশবোর্ড লগইন করতে হবে। ড্যাশবোর্ড লগইন করার পর হোমপেজেই যে অ্যাপ্লিকেশন টেবিলটি দেখতে পাবে .তার নিচের আবেদন অনুমোদন হয়ে থাকলে সবুজ রঙের এক্সট্রা লেখা থাকবে।
Status | Application Approved (Scholarship Amount not Disbursed yet) |
অর্থাৎ তাদের আবেদন HOI লেভেল থেকে ফরোয়ার্ড হয়ে বিকাশ ভবন পেয়ে গিয়েছে, এরপর শুধুমাত্র টাকা ছাড়ার অপেক্ষা।
অবশ্যই দেখবে: Can I apply OASIS and SVMCM both? একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে!
স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের স্কলারশিপঅনুমোদন নিয়ে বিশেষ তথ্য
বিশেষভাবে বলা প্রয়োজন প্রথম ধাপে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রী অর্থাৎ ক্লাস ইলেভেনের এবং টুয়েলভে যারা রিনিউয়াল করেছে এবং কলেজের প্রথম বর্ষের তাদেরই অ্যাপ্রভাল দেওয়া হচ্ছে বাকি কলেজের ছাত্র-ছাত্রীদের কয়েকদিন পর থেকে দেওয়া হবে।
▶ SVMCM অফিসিয়াল ওয়েবসাইট: https://svmcm.wb.gov.in/
মিস করো না: SVMCM Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?
স্কুলের যেহেতু একাডেমক ২-৩ মাস রয়েছ, তাদের টাকা দিয়ে দিতে হবে সেজন্যই অতি তৎপর বিকাশ ভবন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের খুঁটিনাটি আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি এইজন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »