SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন হবে না Bank একাউন্ট, বাড়তি সুরক্ষা বিকাশ ভবনের

SVMCM Scholarship Bank Account Update Bikash Bhaban

বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM) বড় বড় আপডেট! এবার ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়ে এলো উচ্চ শিক্ষা দপ্তর। স্কলারশিপ এর মূল যে তথ্য অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস তার ওপর বাড়তি সুরক্ষা আনা হয়েছে। বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে।

   

Swami Vivekananda Scholarship ব্যাংক একাউন্ট নতুন আপডেট: অতিরিক্ত সুরক্ষার পথে বিকাশ ভবন

ছাত্রছাত্রীরা যখন প্রথম আবেদন করে তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয়। তার পাশাপাশি তার ফটোকপি পিডিএফ হিসেবেও আপলোড করতে হয়। কিন্তু সাম্প্রতিক দেখা গিয়েছে, টেকনিক্যাল সমস্যা বা সাইবার জালিয়াতির কারণে ব্যাংক একাউন্ট বদলে যাচ্ছে। তো সেই সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন আবেদন অর্থাৎ ফ্রেশ এপ্লিকেশনের সময় ছাত্র বা ছাত্রী যে ব্যাংকের তথ্য দেবে, সেই ব্যাংক অ্যাকাউন্ট তার সম্পূর্ণ কোর্সের রেনুয়ালেও একই থাকবে, কোনো রকম পরিবর্তন করা যাবে না। তার ফলে একবার যে একাউন্টে টাকা আসবে এবং সেটা ভেরিফাই হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

আগে ফ্রেশ আবেদনের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট বদল করা যেত, কিন্তু সাম্প্রতিক তরুণের স্বপ্ন টাকার ঘটনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন।

ছাত্র বা ছাত্রীর নিজস্ব নামে যে একাউন্ট, সেই একাউন্টে শুধু মাত্র স্কলারশিপের টাকা ঢুকতে পারবে। পাশাপাশি সেই ব্যাংক একাউন্টে আধার নম্বর সংযোগ থাকতে হবে, যার মাধ্যমে বিকাশ ভবন ছাত্র বা ছাত্রীকে ভেরিফিকেশন করবে

অবশ্যই দেখো: Govt Scholarship Apply Rules: একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করলে টাকা পাবে? সরকারি নিয়ম

ব্যাংক একাউন্ট আপডেট করা যাবে বিকাশ ভবনে গিয়ে?

তবে কোন ছাত্র বা ছাত্রী যদি আবেদনের পরবর্তীকালে ব্যাংক একাউন্ট নম্বর চেঞ্জ করতে বা পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তাকে সরাসরি বিকাশ ভবন যেতে হবে, অনলাইনে কোন ভাবেই হবে না

সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন, ব্যাংক ম্যানেজার চিঠি সহ যোগাযোগ করলে তারপরে একমাত্র পরিবর্তন করা সম্ভব হবে। কাজে ছাত্রছাত্রীদের চিন্তার অনেকটাই রেহাই হবে বলে আশা করা হচ্ছে।

SVMCM স্কলারশিপ বিকাশ ভবন এর অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wb.gov.in

গুরুত্বপূর্ণ: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা পেতে অবশ্যই দেখে নাও

সমস্ত আপডেট আমরা সবার আগে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ পশ্চিমবঙ্গের সমস্ত পড়াশোনার খবর। আমাদের ইউটিউব চ্যানেলে “EduTips Bangla” এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আপনারা দেখে নিতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram