স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে আবারও একটা নতুন বড় ঘোষণা করল উচ্চশিক্ষা দপ্তর ইতি মধ্যেই অনেক ছাত্র-ছাত্রীর কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নতুন আপডেট “SVMCM Utilization Certificate“।
কাদের বানাতে হবে এই সার্টিফিকেট, কোথায় আপলোড করতে হবে? যারা ইতিমধ্য আবেদন করে ফেলেছ তারা কিভাবে জমা করবে? সমস্ত কিছু আজকের পোস্টে জানতে পারবে।
SVMCM Utilization Certificate: কি ও কাদের লাগবে
সম্পতি বিকাশ ভবনের তরফে রিনিউয়াল আবেদনকারীদের এই সার্টিফিকেট চাওয়া হচ্ছে।আবেদনের শেষে কাগজপত্র আপলোড করার সময় একটি নতুন বাড়তি ডকুমেন্ট আপলোডের জায়গা খুলে রাখা হয়েছে, এই Utilization সার্টিফিকেট আপলোড করার জন্য।
বৃত্তি প্রকল্প | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ |
নতুন আপডেট | SVMCM Utilization Certificate |
সরকারি সংস্থা | উচ্চশিক্ষা দপ্তর, বিকাশ ভবন |
কিভাবে বানাবেন | বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া আছে |
কেন এই সার্টিফিকেট লাগছে?
অনেক ছাত্র-ছাত্রী একই সাথে একাধিক কোর্সে ভর্তি হয়ে থাকে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর সুবিধা নিয়ে নেয়। এই ধরনের অসাধু কার্যকলাপ বন্ধ করতে বিকাশ ভবন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রী বর্তমানে সঠিকভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কিনা, রেগুলার ক্লাস করে কিনা, এবং সর্বোপরি স্কলারশিপ-এর টাকা পড়াশোনা তে সঠিকভাবে ব্যবহার করছে কিনা – সমস্ত কিছু ভেরিফিকেশন করার জন্যই এই সার্টিফিকেট করতে হচ্ছে।
যারা ইতিমধ্য আবেদন করে ফেলেছে তাদের কি হবে?
যাদের আবেদন প্রক্রিয়া হয়ে গিয়েছে তাদের নতুন করে আর কোন কিছু লাগবে না। কিন্তু যারা এখনো আবেদন করেনি রিনিউয়াল ফর্ম পূরণের সময় সার্টিফিকেট বানিয়ে আপলোড করতে হবে এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে!
কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে Utilization Certificate বানাবেন
রিনিউয়াল আবেদন সম্পূর্ণ হওয়ার পর ডকুমেন্টস আপলোড এর জায়গাতে উপরের দিকে “Download Utilization Certificate” অপশন পাবে, এই সার্টিফিকেট প্রত্যেক ছাত্র-ছাত্রী জন্যই আলাদা, এবং কলেজের নাম সমেত জেনারেট করা থাকবে।
- ছাত্র-ছাত্রীকে সেটিকে ডাউনলোড করে, প্রিন্ট আউট বের করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে দিয়ে স্বাক্ষর এবং অ্যাটেস্টেড করাতে হবে।
- তারপর নিজের সাইন করে, তারিখ বসিয়ে – সার্টিফিকেট ডকুমেন্টটি পিডিএফ হিসেবে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
উচ্চশিক্ষা দপ্তর থেকে ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভেরিফিকেশন প্রক্রিয়া আরো সক্রিয়ভাবে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, যাতে কোনভাবেই কোন অর্থনৈতিক কারচুপি না হতে পারে। শুধুমাত্র যোগ্য ছাত্রছাত্রীই যাতে স্কলারশিপের টাকা পায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »