Swarnima Scheme: কেন্দ্র সরকারের “স্বর্ণিমা প্রকল্প”! কাদের জন্য, কি সুবিধা পাবেন? জেনে আবেদন করুন

Swarnima Scheme Form Fill Up Central Government New Scheme for Women

New Swarnima Scheme: দেশের মহিলা সম্প্রদায়কে স্বনির্ভর করতে নতুন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। প্রকল্পটির নাম ‘নতুন স্বর্ণিমা ঋণ’। দেশের অনগ্রসর ও পিছিয়ে পড়া মহিলা শ্রেণীকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ‍্যোগ। অবশ্য এর আগেও বিভিন্ন জনকল‍্যানমূলক কাজে অংশীদার হয়েছে মোদি সরকার, তবে লোকসভা ভোটের আগে এই প্রকল্প বিশেষ জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

   

কেন্দ্র সরকারের Swarnima Scheme

বিগত বছর ২০২১ সালে পশ্চিমবঙ্গে সাধারন ও অনগ্রসর মহিলা জাতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে মুখ‍্যমন্ত্রীর তরফে চালু করা হয়েছিল ‘লক্ষী ভান্ডার’। প্রত‍্যেক মহিলাকে মাসিক কিছু টাকার বিনিময়ে স্বনির্ভর করে তুলতে মূখ‍্যমন্ত্রীর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আর মুখ‍্যমন্ত্রীর এই প্রচেষ্টার অনুকরনে প্রধানমন্ত্রীর এই নব উদ‍্যোগ মহিলাদের আশার আলো দেখাচ্ছে।

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ‍্যোগে এই Swarnima Scheme কেবল অনগ্রসর শ্রেণীর মহিলাদের সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে উদ‍্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা।

প্রকল্পের নামকেন্দ্র সরকারের “স্বর্ণিমা প্রকল্প”
কারা আবেদন করতে পারবেনরাজ‍্যজুড়ে সকল তফসিলী (SC/ST)অনগ্রসর শ্রেণীর (OBC) মহিলারা আবেদন করতে পারবেন
অন্যান্য যোগ্যতাবয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে এবং পরিবারের বার্ষিক ইনকাম তিন লাখ টাকার কম হতে হবে।

না জানলে দেখে নিন: Balika Samriddhi Yojana: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন

Swarnima Scheme কি কি সুবিধা পাবেন?

ইতিমধ্যে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ‍্যমে পিছিয়ে পড়া তফসিলী (SC/ST)অনগ্রসর শ্রেণীর (OBC) মহিলাদের ঋণ দিয়ে স্বাবলম্বী করার উদ‍্যোগ নিয়েছে। মহিলারা মূলত এই Swarnima Scheme এর অধীনে থেকে নিজেদের চলমান ব‍্যবসায় নতুন মুখ দেখাতে পারবেন, তেমন নতুন কোন ব‍্যবসা স্বউদ‍্যোগেও শুরু করতে পারবেন।

  • সরকার প্রদত্ত এই প্রকল্পে মহিলারা সর্বোচ্চ ২ লক্ষ টাকা অবধি এককালীন ঋণের আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া (Application Form Fill Up Process)

যোগ্য আবেদনকারীকে নিকটস্থ SCA অফিসে যেতে হবে, মহিলাদের জন্য স্বর্ণিমা স্কিমের জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আপনি এই লিঙ্কে আপনার নিকটতম SCA অফিস খুঁজে পেতে পারেন – https://nsfdc.nic.in/channel-patrners/scas

একই SCA অফিসে আপনার আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। আবেদন পর্যালোচনা করার পর, ঋণ SCA দ্বারা মঞ্জুর করা হবে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও আপডেটেড খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram