Taruner Swapna: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মোবাইল কেনার ১০,০০০ টাকা রশিদ জমা নির্দেশিকা! দেখে নিন

Taruner Swapna Mobile Bill Update 2024

পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিজেদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ছাত্রছাত্রীদের যারা সরকার প্রদত্ত টাকার সাহায্যে মোবাইল বা ট্যাব কিনেছে, তাদের সেই কেনাকাটার জন্য উপযুক্ত রশিদ জমা দিতে হবে

   

তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার রশিদ জমা দিতে হবে স্কুলে!

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় পাঠাভ্যাস বাড়ানোর জন্য এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পটি চালু করা হয়েছে। রশিদ জমা দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত হবে যে এই অর্থ যথাযথ কাজে ব্যবহৃত হয়েছে।

Bill/রশিদ জমা দেওয়ার নিয়মাবলী

প্রকল্পের টাকা নিয়ে মোবাইল কেনার জন্য যে রশিদ জমা করতে হবে, তা সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে নিচের নির্দেশাবলী অনুসরণ করা উচিত—

  1. আসল বিল নিজের কাছে রাখবে: ছাত্রছাত্রীরা রশিদের আসল কপি নিজের কাছে রেখে তার জেরক্স কপি জমা দেবে।
  2. স্বাক্ষর ও তারিখ: জেরক্স কপিতে নিজে পূর্ণ স্বাক্ষর করে তারিখ লিখবে।
  3. বিস্তারিত তথ্য: কপির পিছনে নিজের ক্লাস, সেকশন, এবং রোল নম্বর উল্লেখ করবে।
  4. বিলের মালিকানা: বিল যেন ছাত্রছাত্রীর নিজের নামে হয় এবং এতে যেন ১০,০০০ টাকার কম না হয়। বেশি হলে সমস্যা নেই।
  5. IMEI নম্বর: প্রত্যেক বিলে কেনা মোবাইলের আসল ও সঠিক IMEI নম্বর উল্লেখ করা আবশ্যক।

কোন কোন স্কুলে মোবাইলের সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যে মোবাইল বা ট্যাবলেটটি কেনা হয়েছে সেটি হাতে ধরে ছাত্রছাত্রীদের একটি হাফ রঙিন ছবি তুলতে হবে

অবশ্যই দেখুন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

রশিদ জমা দেওয়ার সময়সূচি (Dates)

মোবাইল কেনার রশিদ বা বিল জমা দেওয়া এবং প্রাথমিকভাবে সংগ্রহের কাজ সম্পূর্ণভাবে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে এইটি হবে। তবে অধিকাংশ স্কুলে নভেম্বর মাসের মধ্যেই এই কাজটি সম্পন্ন করে নেয়ার চিন্তাভাবনা চলছে।

কাজেই 16 নভেম্বর 17 নভেম্বর থেকে এই কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাস জুড়েই চলতে পারে। তবে ছাত্র-ছাত্রীদেরকে তাদের স্কুলের নিয়ম এবং নোটিশ ফলো করে সেই অনুযায়ী সময়ের মধ্যে জমা করে দিতে হবে।

তরুণের স্বপ্ন প্রকল্পের সমস্ত আপডেট (Page Link)Taruner Swapna

আরো পড়ুন: সরকারি শিক্ষা পোর্টাল হ্যাক! উধাও পড়ুয়াদের ট্যাবের ৭ লক্ষ টাকা, বিস্তারিত দেখুন

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে, তা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গল্পকার আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram