Taruner Swapna: তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের ১০ হাজার টাকা দেওয়া শুরু! ছাত্রছাত্রীরা ব্যাংক একাউন্টে কবে পাবে? দেখে নাও

Westbengal Taruner swapno Tabe r Taka 10000 Date Started 2024

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য আনন্দদায়ক খবর! রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা অনুদানের টাকা অবশেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।

   

আগেই ছাত্র-ছাত্রীদেরকে আমরা জানিয়েছিলাম যে পূজোর আগে টাকা দেওয়া হতে পারে, তো এই মুহূর্তে আপডেট তোমাদের জন্য যে সেই টাকা তোমাদের দেওয়া হচ্ছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা শিক্ষা দপ্তর থেকে সেরকমই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বপ্নের দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য বিকাল পাঁচটা থেকে দেওয়া হবে। সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে এই তথ্যটা শেয়ার করে দিতে।

Taruner Sweapna Prakalpa Taka 2024: টাকা দেওয়ার তারিখ ঘোষণা

৪ অক্টোবর, বিকেল ৫টা থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ, আজ থেকেই ছাত্রছাত্রীরা তাদের ব্যাংক একাউন্টে টাকা পাওয়ার আশা রাখতে পারে। জেলা শিক্ষা দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেটি নিচে তোমরা দেখে নিতে পারো –

To
All the Hols under District Education

This is to inform you that the amount of Rs 10000/- each for TAB will disburse to all the beneficiaries of class xi and xii tomorrow at 5 PM.

So all the Hols are requested to inform your all students immediately and also inform them to share the message which will be received from bank from 5PM onwards.

প্রথম ধাপে, প্রথম সারির শিক্ষা জেলার অন্তর্গত স্কুলগুলোর একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই টাকা পাবে। বিকেল ৫টা থেকেই ছাত্রছাত্রীদের ফোনে একটি মেসেজ আসবে। এই মেসেজে টাকা পাওয়ার বিষয়ে নিশ্চিত করা হবে। যারা এই মেসেজ পাবেন না, তারা পরের দিন ব্যাংকে গিয়ে তাদের পাসবুক দেখতে পারেন।

গুরুত্বপূর্ণ আপডেট: Puja Vacation Online Class: পুজোর ছুটির মধ্যেই হবে অনলাইন ক্লাস, নোটিশ দিল সংসদ! কবে থেকে দেখে নাও

ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন টাকার এসএমএস মেসেজ এবং ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য

যারা মেসেজ পাবে না, তারা পরের দিন ব্যাংকে গিয়ে তাদের পাসবুক আপডেট করে দেখতে পারেন, তবে টাকা ধীরে ধীরে সবাই পাবে। শুক্রবার থেকে শুরু হয়ে টাকা দেওয়ার প্রক্রিয়া চলতে পারে, সোমবারের মধ্যে তোমরা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারবে বলে জানা যাচ্ছে।

  • ব্যাংক একাউন্টে KYC না থাকলে: যদি ব্যাংক একাউন্টে KYC সম্পূর্ণ না থাকে, তাহলে মেসেজ আসতে পারে না।
  • মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে: যদি ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলেও মেসেজ আসবে না।

দেখে নাও: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে দেখে নাও

তরুণের স্বপ্ন প্রকল্প 2024 এবং ট্যাবের টাকার লেটেস্ট আপডেট চেক করুনClick Here
বাংলার শিক্ষা অফিসিয়াল পোর্টালBanglar Shiksha

রাজ্য সরকারের লক্ষ্য হল, ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সুযোগ করে দেওয়া। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা ট্যাব কিনে অনলাইনে পড়াশোনা করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য একটি বড় উপহার। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারবে।

এই গুরুত্বপূর্ণ “তরুণের স্বপ্ন প্রকল্পের আপডেট” তোমরা সকল ছাত্র-ছাত্রী একাদশ এবং দ্বাদশ সকলের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এটা জানতে পারে। আর সমস্ত আপডেট সবার আগে আমরা তোমাদের কাছে পৌঁছে দিই তো আমাদের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram