অবশেষে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট! প্রথম ধাপে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনেকেরই ১০ হাজার টাকা ঢুকে গিয়েছে। তবে সেক্ষেত্রে মাদ্রাসা অনেক স্কুল এবং তার সঙ্গে বিশেষ করে ভোকেশনাল ছাত্রছাত্রীরা এখনো বাকি রয়ে গিয়েছে!
পশ্চিমবঙ্গের শিক্ষাদপ্তর এবং কারিগরি ভবন যৌথ উদ্যোগে ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ট্যাবের প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি ঢুকবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সুবিধাটি পাবে। এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের ভোকেশনাল ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবের ১০ হাজার টাকা
প্রথমেই, পশ্চিমবঙ্গের সমস্ত ভোকেশনাল বিভাগীয় স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য (Class XI Students) ‘আই-ওএসএমএস’ (i-OSMS) পোর্টালে জমা দেয়। এতে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে শিক্ষার্থীরা সহজেই আর্থিক সহায়তা পাবে।
নিয়ম অনুসারে যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে বলা হয়েছে যে তারা যেন সময়মতো সমস্ত তথ্য জমা দেয়।
মিস করবে না: PM Internship Scheme: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা, চাকরির সুযোগ! অনলাইনে
Taruner Swapna Vocational Students 2024: বিশেষ প্রক্রিয়া এবং ব্যাংক একাউন্ট তথ্য জমা
কার্যক্রম | সময়সীমা |
---|---|
তরুণের স্বপ্নের জন্য ছাত্রছাত্রীদের ব্যাংক বিবরণ জমা | ২৫-১০-২০২৪ |
আঞ্চলিক অফিসে পাঠানো | ৩০-১০-২০২৪ |
DVET-এ জমা দেওয়া | ০৫-১১-২০২৪ |
প্রতিষ্ঠান প্রধানরা সহজেই যোগ্য ছাত্রছাত্রীদের তথ্য জমা দিতে পারবেন। প্রথমে ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের অফিস স্কুলে জমা করতে হবে। তারপর স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলি অনলাইনে ‘আই-ওএসএমএস’ ড্যাশবোর্ডে লগইন করে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে।
অবশ্যই দেখুন: Yuvashree Prakalpa: যুবশ্রী প্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা! কিভাবে নতুন আবেদন? দেখে নিন
আশা করি এই আপডেটটা তোমাদের অনেকটাই খুশি করবে বিশেষ করে ভোকেশনাল ছাত্রছাত্রীদের যারা এখনো টাকা পাওনি। অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন হলেই খুব তাড়াতাড়ি তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই তোমরা টাকা হাতে পেয়ে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »